ছবি সংগৃহীত
টলিউডের জনপ্রিয় তারকা জুটি বনি সেনগুপ্ত এবং কৌশানী মুখোপাধ্যায়ের সম্পর্ক নিয়ে একাধিক গুঞ্জন রয়েছে। অনেকেই দাবি করছেন, আগামী বছরই বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন তারা। তবে বনি সেনগুপ্ত নিজেই এই খবর অস্বীকার করেছেন।
সম্প্রতি এক সাক্ষাৎকারে বনি জানিয়েছেন, "এখনও বিয়ের কোনও পরিকল্পনা হয়নি। আমি বলেছিলাম, এই বছর বিয়ে করা সম্ভব নয়, কারণ আমাদের দু'জনেরই অনেক কাজের চাপ আছে। নতুন ফ্ল্যাট বুক করেছি, সেটা পুরোপুরি তৈরি হওয়ার পর পরের বছর বিয়ের পরিকল্পনা করতে পারি।" তিনি আরও যোগ করেছেন, "বিয়ের বিষয়ে এখনও কোনও আলোচনা হয়নি, তবে জানি না কীভাবে এই খবর রটে গেল।"
এই সময় কৌশানী মুখোপাধ্যায়ের সাফল্যও আলোচনা হচ্ছে। 'আবার প্রলয়', 'বহুরূপী' এবং 'কিলবিল সোসাইটি' ছবির মাধ্যমে তার ক্যারিয়ার এখন তুঙ্গে। অপরদিকে, বনি সেনগুপ্ত এখনও তার সমসাময়িকদের তুলনায় পিছিয়ে আছেন বলে অনেকে মন্তব্য করছেন। তবে বনি এ বিষয়ে বলেন, "এটা নিয়ে হাসা ছাড়া কিছু বলার নেই। দ্বিতীয় সুযোগ সবাই ডিজার্ভ করে। কৌশানী নিজেকে প্রমাণ করেছে, এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ।"
নেটমাধ্যমে কিছু ট্রোলের মুখে পড়লেও বনি নিজেকে প্রতিরক্ষা করেছেন। তিনি বলেছেন, "ওর খারাপ সময়ে পাশে ছিলাম, ভালো সময়ে থাকব না কেন? যারা এসব ভাবছেন, তারা যাই বলুক, আমি নিশ্চিত যে কৌশানী নিজের সাফল্য অর্জন করেছে।"
এছাড়া, বনি সেনগুপ্ত বর্তমানে ওড়িশা ইন্ডাস্ট্রিতেও কাজ করছেন। তার অভিনীত ছবি 'আজিরা রেবতি' বর্তমানে সেখানকার দর্শকদের কাছে প্রশংসিত হচ্ছে। বনি জানান, "আমি বাংলা এবং ওড়িশ্যা ইন্ডাস্ট্রিতে কাজ করতে পারি, কারণ সিনেমা যে ভাষাতেই হোক না কেন, সেটা সিনেমাই।"
বনি আরও বলেন, "ভালো কাজের সুযোগ পেলে আমি সব জায়গায় কাজ করতে প্রস্তুত। কৌশানী যেমন সুযোগ পেয়েছে, আমিও আমার সুযোগ অপেক্ষা করছি।"
এভাবেই বনি সেনগুপ্ত তার ক্যারিয়ার এবং সম্পর্ক নিয়ে খোলামেলা আলোচনা করেছেন, আর তার প্রতিশ্রুতি, যে কাজেই হাত দেবেন, সেটাই শ্রেষ্ঠ হবে।
পশ্চিম যাত্রাবাড়ী, মদিনা মেডিকেল, ০৯ তালা।
সম্পাদক ও প্রকাশক
হুমায়ুন কবির সাগর
পরিচালক
মাহবুব আলম সৈকত
নিউজ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: searchbdnews@gmail.com
বিজ্ঞাপণ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: ads@searchbdnews.com
©২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত || Serach BD News