সব নাটকে কোটি ভিউ ইতিহাস গড়লেন অভিনেত্রী হিমিঃ ছবি সংগৃহীত
ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী জান্নাতুল সুমাইয়া হিমি এবার গড়লেন অনন্য এক রেকর্ড। তার অভিনীত প্রতিটি নাটক ইউটিউবে ১ কোটি ভিউ ছাড়িয়েছে—এমন নজির বাংলাদেশের নাট্যজগতে এই প্রথম।
এখন পর্যন্ত হিমির অভিনীত নাটকের সংখ্যা ১০৯টি, এবং বিস্ময়করভাবে প্রতিটিই পৌঁছে গেছে কোটির ঘরে। এই অর্জনের পর তাকে অভিনন্দন জানিয়েছেন সহকর্মীরা ও ভক্তরা।
অভিনেতা নিলয় আলমগীর হিমিকে শুভেচ্ছা জানিয়ে নিজের ফেসবুক প্রোফাইলে শেয়ার করেছেন একটি বিশেষ ছবি। সেখানে লেখা ছিল,
“অভিনন্দন জান্নাতুল সুমাইয়া হিমি। নাটক ইন্ডাস্ট্রির ইতিহাসে প্রথম অভিনেত্রী হিসেবে হিমির প্রতিটি নাটক ১ কোটি ভিউ অতিক্রম করেছে।”
এই পোস্ট মুহূর্তেই ভাইরাল হয়ে পড়ে, কমেন্ট সেকশনে ভক্তদের ভালোবাসা উপচে পড়ে।
একজন ভক্ত, মাসুম আহমেদ, লিখেছেন—“আপনাদের দুইজনকে অভিনন্দন।”
আরেকজন লেখেন—“আপনার এই সাফল্যে গর্বিত। আপনি আরও ভালো কাজ উপহার দেবেন এই প্রত্যাশা করি।”
হিমি ২০১৪ সালে ‘রঙ-আরটিভি টুয়েন্টি টুয়েন্টি কালারস মডেল সার্চ’-এ চ্যাম্পিয়ন হওয়ার পর টিভি নাটকে পা রাখেন। শুরু থেকেই তার অভিনয়ে ছিল সাবলীলতা, মিষ্টি ভাব ও বাস্তবতার ছোঁয়া।
অভিনেতা নিলয়ের সঙ্গে জুটি বেঁধে তিনি একের পর এক জনপ্রিয় নাটক উপহার দেন। দর্শকপ্রিয়তার দিক থেকে হিমি এখন অন্যতম নাম ছোটপর্দায়।
টিভি নাটকের জগতে এমন ধারাবাহিক সাফল্য পাওয়া দুর্লভ। জান্নাতুল সুমাইয়া হিমি প্রমাণ করলেন, প্রতিভা আর ধারাবাহিক কাজের মাধ্যমে দর্শকের ভালোবাসা অর্জন সম্ভব। তার এই কীর্তি নিঃসন্দেহে বাংলাদেশের নাট্যইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে।
পশ্চিম যাত্রাবাড়ী, মদিনা মেডিকেল, ০৯ তালা।
সম্পাদক ও প্রকাশক
হুমায়ুন কবির সাগর
পরিচালক
মাহবুব আলম সৈকত
নিউজ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: searchbdnews@gmail.com
বিজ্ঞাপণ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: ads@searchbdnews.com
©২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত || Serach BD News