ছবি সংগৃহীত
বাংলাদেশের প্রথম নির্বাসিত কবি দাউদ হায়দার আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
শনিবার (২৬ এপ্রিল) জার্মানির স্থানীয় সময় রাত ৯টার দিকে বার্লিনের একটি রিহ্যাবিলিটেশন হোমে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৩ বছর।
কবির স্নেহভাজন, সংস্কৃতিকর্মী ও শিল্পী মাইন চৌধুরী পিটু জানান, গেল বছরের ডিসেম্বর থেকে নানা শারীরিক জটিলতায় ভুগছিলেন দাউদ হায়দার। বার্লিনের একাধিক হাসপাতালে চিকিৎসাধীন থাকার পর শনিবার সন্ধ্যায় শারীরিক অবস্থার অবনতি ঘটে এবং কিছু সময়ের মধ্যেই তিনি মৃত্যুর কোলে ঢলে পড়েন।
পিটু আরও জানান, কবির মরদেহ বার্লিনেই দাফন করা হবে। তবে শেষ বিদায় কোথায় ও কখন হবে, তা বাংলাদেশে থাকা তার পরিবারের সদস্য এবং বার্লিনের ঘনিষ্ঠজনদের সঙ্গে আলোচনা করে নির্ধারণ করা হবে।
গত বছরের ১২ ডিসেম্বর, বার্লিনের ফ্ল্যাটের সিঁড়িতে পড়ে গিয়ে মারাত্মক আহত হন দাউদ হায়দার। সংকটাপন্ন অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নেয়া হলে তাকে 'কৃত্রিম কোমা'তে রাখা হয় চিকিৎসার জন্য। সেই থেকেই তার শারীরিক অবস্থা ক্রমেই অবনতির দিকে যাচ্ছিল।
১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারি পাবনার দোহারপাড়ায় জন্মগ্রহণ করেন দাউদ হায়দার। কৈশোর থেকেই লেখালেখির সঙ্গে যুক্ত ছিলেন। ১৯৭৪ সালে প্রতিবাদী কবিতা লেখার কারণে মাতৃভূমি বাংলাদেশ ছেড়ে তাকে বিদেশে চলে যেতে হয়।
বিশ্ববরেণ্য জার্মান সাহিত্যিক ও নোবেলজয়ী গুন্টার গ্রাস এবং তৎকালীন জার্মান ভাইস চ্যান্সেলর হান্স-ডিটরিখ গেনশেরের সহায়তায় তিনি জার্মানিতে রাজনৈতিক আশ্রয় পান। জীবনের শেষ দিনগুলো সেখানে নিঃসঙ্গভাবে কাটে তার।
দাউদ হায়দারের মৃত্যুতে সাহিত্য অঙ্গনে নেমে এসেছে শোকের ছায়া। দেশ ও জাতির প্রতি তার গভীর ভালোবাসা, প্রতিবাদের স্বর আর অসামান্য সাহস বাংলা সাহিত্য ও সাংবাদিকতায় তাকে স্মরণীয় করে রাখবে চিরকাল।
পশ্চিম যাত্রাবাড়ী, মদিনা মেডিকেল, ০৯ তালা।
সম্পাদক ও প্রকাশক
হুমায়ুন কবির সাগর
পরিচালক
মাহবুব আলম সৈকত
নিউজ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: searchbdnews@gmail.com
বিজ্ঞাপণ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: ads@searchbdnews.com
©২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত || Serach BD News