ঢাকা, ২৬ এপ্রিল, ২০২৫
ডেস্ক রিপোর্টার :
Publish : 12:08 AM, 23 April 2025.
Digital Solutions Ltd

বিএনপির সঙ্গে আলোচনায় আজ শেষ ধাপ, প্রধান উপদেষ্টার দিকনির্দেশনায় এগোচ্ছে বৈঠক: ড. আলী রীয়াজ

Publish : 12:08 AM, 23 April 2025.
বিএনপির সঙ্গে আলোচনায় আজ শেষ ধাপ, প্রধান উপদেষ্টার দিকনির্দেশনায় এগোচ্ছে বৈঠক: ড. আলী রীয়াজ

ছবি সংগৃহীত

ডেস্ক রিপোর্টার :

জাতীয় ঐকমত্য কমিশনের সহ-সভাপতি অধ্যাপক ড. আলী রীয়াজ জানিয়েছেন, কমিশনের চলমান আলোচনা ও বৈঠকসমূহ প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের দিকনির্দেশনায় পরিচালিত হচ্ছে। প্রতিদিনের আলোচনার বিষয়বস্তু তাকে অবহিত করা হচ্ছে এবং তার দিকনির্দেশনা অনুসারেই বৈঠকের সিদ্ধান্তগুলো গৃহীত হচ্ছে।

মঙ্গলবার (২২ এপ্রিল) সকালে সংসদ ভবনের এলডি হলে বিএনপির সঙ্গে তৃতীয় দিনের মতো বৈঠকে বসার আগে তিনি এসব কথা বলেন। তিনি জানান, আজকের বৈঠকের মধ্য দিয়েই বিএনপির সঙ্গে প্রাথমিক পর্যায়ের আলোচনা শেষ হবে বলে আশাবাদী কমিশন।

বিএনপিসহ ১৫টি রাজনৈতিক দলের সঙ্গে ইতোমধ্যে আলোচনা হয়েছে এবং মোট ৩৫টি দল কমিশনে সংস্কার প্রস্তাব জমা দিয়েছে বলে জানান ড. রীয়াজ। তিনি আরও বলেন, কমিশনের পক্ষ থেকে মে মাসে দ্বিতীয় দফার আলোচনা শুরু হবে রাজনৈতিক দলগুলোর সঙ্গে।

উল্লেখ্য, বিএনপির সঙ্গে এর আগে ১৭ ও ২০ এপ্রিল দুই দফা বৈঠক হয়েছে। বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদের নেতৃত্বে ৫ সদস্যের একটি প্রতিনিধিদল এসব আলোচনায় অংশ নেয়। বিএনপি তাদের আনুষ্ঠানিক সংস্কার প্রস্তাবনা জমা দেয় ২৩ মার্চ।

আওয়ামী লীগ সরকার ক্ষমতা ছাড়ার পর গত ৫ আগস্ট অন্তর্বর্তী সরকার রাষ্ট্র সংস্কারের লক্ষ্যে দুই ধাপে ১১টি কমিশন গঠন করে। এরপর এসব কমিশনের সুপারিশের ভিত্তিতে একটি জাতীয় ঐকমত্য গঠনের লক্ষ্যে গত ১৫ ফেব্রুয়ারি জাতীয় ঐকমত্য কমিশনের কার্যক্রম শুরু হয়। কমিশনের নেতৃত্ব দিচ্ছেন দেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ও নোবেল বিজয়ী ড. মুহাম্মদ ইউনূস।

ড. আলী রীয়াজ বলেন, “আমরা এক ঐতিহাসিক মুহূর্তে উপস্থিত। দেশকে স্থিতিশীল ও জনগণের আশা-আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটানোর জন্য জাতীয় ঐকমত্য গঠনের কোনো বিকল্প নেই।”

 

রাজনীতি বিভাগের অন্যান্য খবর

Search bd News

পশ্চিম যাত্রাবাড়ী, মদিনা মেডিকেল, ০৯ তালা।

সম্পাদক ও প্রকাশক
হুমায়ুন কবির সাগর

পরিচালক
মাহবুব আলম সৈকত

নিউজ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: searchbdnews@gmail.com

বিজ্ঞাপণ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: ads@searchbdnews.com

©২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত || Serach BD News

Develop by _ DigitalSolutions.Ltd
শিরোনাম ভোটের অধিকার প্রতিষ্ঠায় যেকোনো মূল্যে লড়বে বিএনপি: তারেক রহমান শিরোনাম ভারত-পাকিস্তান উত্তেজনার প্রভাবে স্থগিত ইসাক দারের ঢাকা সফর শিরোনাম কাশ্মির হামলার উত্তাপ:পাকিস্তানে বিএসএফ জওয়ান আটক শিরোনাম বাংলাদেশ পুনর্গঠনে ইউনূসের পাশে কাতার, সর্বাত্মক সহায়তার আশ্বাস শিরোনাম "ষড়যন্ত্রকারীদের ঘুম হারাম, জামায়াতের অগ্রযাত্রা থামাতে মরিয়া" – মো. সেলিম শিরোনাম মৌলভীবাজারে মাদরাসায় সশস্ত্র হামলা, আটক ৩