ঢাকা, ২৯ এপ্রিল, ২০২৫
ডেস্ক রিপোর্টার :
Publish : 09:03 AM, 27 April 2025.
Digital Solutions Ltd

সংস্কার ছাড়া সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়: খেলাফত আন্দোলন

Publish : 09:03 AM, 27 April 2025.
সংস্কার ছাড়া সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়: খেলাফত আন্দোলন

ছবি সংগৃহীত

ডেস্ক রিপোর্টার :

বাংলাদেশ খেলাফত আন্দোলনের একাংশের সভাপতি আবু জাফর কাশেমী বলেছেন, দেশে গ্রহণযোগ্য ও সুষ্ঠু নির্বাচন করতে হলে অবশ্যই আগে সংস্কার প্রয়োজন। রোববার (২৭ এপ্রিল) প্রধান নির্বাচন কমিশনারের (সিইসি) সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

আবু জাফর কাশেমী বলেন, নির্বাচন নিয়ে নানা বিতর্ক চলছে। কখন নির্বাচন হবে, কীভাবে নির্বাচন হবে—এসব বিষয়ে দ্বিধা থাকলেও, এর সমাধান একটাই, আর তা হলো সর্বস্তরে সংস্কার। তার দাবি, রাষ্ট্রীয় বিভিন্ন জায়গায় এখনো ‘পতিত’ ও ‘স্বৈরাচারী’ সরকারের কর্মকর্তারা রয়েছেন, যাদের সরিয়ে না দিলে কোনো নির্বাচনই নিরপেক্ষ বা সুষ্ঠু হবে না।

তিনি আরও বলেন, প্রথমে স্থানীয় সরকারের নির্বাচন হওয়া উচিত, এরপর জাতীয় নির্বাচন। কারণ, জাতীয় নির্বাচনে যদি প্রথমে ক্ষমতার পালাবদল ঘটে, তাহলে পরবর্তীতে স্থানীয় নির্বাচনে নিরপেক্ষতা বিঘ্নিত হতে পারে। এভাবে যোগ্য প্রার্থী ও নেতৃত্ব দেশের সেবার সুযোগ পাবে বলেও তিনি মন্তব্য করেন।

আবু জাফর কাশেমী অভিযোগ করেন, তাদের দল অতীতে বৈষম্যের শিকার হয়েছে। বিগত সরকারের আমলে নির্বাচন বয়কট করায় তাদের নেতাকর্মীরা নির্যাতিত হয়েছেন। তিনি ব্যক্তিগতভাবে চার মাস কারাবরণ করেছেন এবং তাদের মহাসচিব ৩২ মাস কারাগারে ছিলেন বলেও জানান।

নির্বাচনী প্রতীক নিয়ে তিনি বলেন, ‘‘বটগাছ’’ প্রতীক এখন আমাদের প্রাপ্য। আদালতের রায় আমাদের পক্ষে এসেছে। অতীতে অন্য অংশ এটি ব্যবহার করলেও, এখন আমরা নির্বাচন করব এবং তাই বটগাছ প্রতীক বরাদ্দের আবেদন জানিয়েছি নির্বাচন কমিশনে।

ভবিষ্যত নির্বাচনের প্রসঙ্গে আবু জাফর কাশেমী বলেন, ইসলামী দলগুলো যেন একসঙ্গে একটি প্রতীক নিয়ে নির্বাচন করতে পারে, সেই উদ্দেশ্যে ঐক্য প্রক্রিয়া এগিয়ে চলছে। মতের ভিন্নতা থাকলেও নির্বাচনের ব্যাপারে সবাই যেন একমত হয়, সে জন্য আলোচনা অব্যাহত রয়েছে।

শেষে তিনি বলেন, ‘‘পতিত স্বৈরাচার এখন আর নেই। দেশকে নতুন করে গড়ার সময় এসেছে। ইসলামী দলগুলো ঐক্যবদ্ধ হয়ে দেশ গঠনে এগিয়ে যাবে, ইনশাল্লাহ। এখন শুধু আনুষ্ঠানিক ঘোষণার অপেক্ষা।’’

 

রাজনীতি বিভাগের অন্যান্য খবর

Search bd News

পশ্চিম যাত্রাবাড়ী, মদিনা মেডিকেল, ০৯ তালা।

সম্পাদক ও প্রকাশক
হুমায়ুন কবির সাগর

পরিচালক
মাহবুব আলম সৈকত

নিউজ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: searchbdnews@gmail.com

বিজ্ঞাপণ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: ads@searchbdnews.com

©২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত || Serach BD News

Develop by _ DigitalSolutions.Ltd
শিরোনাম নলছিটিতে বজ্রপাতে প্রাণ গেল গৃহবধূ আসমার শিরোনাম আজ ভয়াল ২৯ এপ্রিল: ইতিহাসের নির্মমতম ঘূর্ণিঝড়ের স্মরণে বাংলাদেশ শিরোনাম বরিশাল জজ কোর্টে প্রতারণার অভিযোগ — গণমাধ্যম কর্মীর ক্যামেরায় ধরা পড়ে চাঁদাবাজি ‎ শিরোনাম কালবৈশাখীর তাণ্ডবে লণ্ডভণ্ড ঝালকাঠির ফকিরহাট বাজার শিরোনাম "কায়েদ সাহেব হুজুর (রহঃ)-এর ১৭তম ইন্তেকাল বার্ষিকী পালন" ‎ শিরোনাম ঝালকাঠিতে সাধু সেজে প্রতারণা: গৃহবধূর স্বর্ণ ও নগদ টাকা উধাও