ঢাকা, ২৬ এপ্রিল, ২০২৫
ডেস্ক রিপোর্টার :
Publish : 12:08 AM, 23 April 2025.
Digital Solutions Ltd

মোদির সৌদি সফরে যুদ্ধবিমানের ‘বিশেষ পাহারা’

Publish : 12:08 AM, 23 April 2025.
মোদির সৌদি সফরে যুদ্ধবিমানের ‘বিশেষ পাহারা’

মোদির সৌদি সফরে যুদ্ধবিমানের বিশেষ পাহারাঃ ছবি সংগৃহীত

ডেস্ক রিপোর্টার :

দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার করতে দু’দিনের সফরে সৌদি আরবে পৌঁছেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সফরের সূচনাতেই ভারত-সৌদি বন্ধুত্বের নজির হিসেবে মোদিকে বহনকারী বিমানকে ‘বিশেষ সম্মান’ জানিয়েছে সৌদি কর্তৃপক্ষ।

মঙ্গলবার (২২ এপ্রিল) সকালে মোদি যখন সৌদি আরবের উদ্দেশ্যে যাত্রা শুরু করেন, তখন থেকেই সফরটি বিশেষ গুরুত্ব পায়। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানায়, সৌদি আকাশসীমায় প্রবেশ করার পর মোদির বিশেষ বিমানটিকে পাহারা দিয়ে নিয়ে যায় দেশটির এয়ারফোর্সের অত্যাধুনিক F-35 যুদ্ধবিমান।

এই বিরল সম্মাননা মুহূর্তটি ক্যামেরাবন্দী করে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় একটি ভিডিও প্রকাশ করেছে। ভিডিওতে দেখা যায়, মোদির বিমানটিকে দু’পাশ থেকে ঘিরে রেখেছে সৌদি যুদ্ধবিমান।

এ নিয়ে এক্সে (পূর্বে টুইটার) ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন,

“বন্ধুত্বের নিদর্শনস্বরূপ সৌদির আকাশসীমায় প্রবেশের সঙ্গে সঙ্গেই যুদ্ধবিমান দিয়ে প্রধানমন্ত্রী মোদির বিমানকে সম্মান জানানো হয়েছে। এটি দুই দেশের সুদৃঢ় সম্পর্কের প্রতীক।”

সফরকালে মোদি সৌদি সরকারের উচ্চপর্যায়ের নেতৃবৃন্দের সঙ্গে বৈঠক করবেন বলে জানা গেছে। দ্বিপক্ষীয় বিনিয়োগ, প্রতিরক্ষা সহযোগিতা, বাণিজ্যিক অংশীদারিত্বসহ বিভিন্ন ইস্যুতে আলোচনা হবে বলে আশা করা হচ্ছে।

জেদ্দা যাওয়ার আগে ‘আরব নিউজ’-এ দেওয়া এক সাক্ষাৎকারে মোদি বলেন,

“সৌদি আরব ভারতের বিশ্বস্ত বন্ধু। ঐতিহাসিক বন্ধনের পাশাপাশি দ্বিপক্ষীয় সম্পর্ক অভূতপূর্ব উচ্চতায় পৌঁছেছে।”

বিশ্লেষকরা বলছেন, সৌদি যুদ্ধবিমানের মাধ্যমে এমন ‘প্রটোকল’ শুধু সম্মাননা নয়, বরং এটি প্রতিরক্ষা ও কৌশলগত সম্পর্কের একটি শক্ত বার্তাও বটে।

এর আগেও সৌদি সফরে কিছু রাষ্ট্রপ্রধানকে অনুরূপ সম্মান জানানো হয়েছিল, তবে মোদির সফরে এই আয়োজনকে বিশেষ তাৎপর্যপূর্ণ হিসেবে দেখা হচ্ছে।

 

আন্তর্জাতিক বিভাগের অন্যান্য খবর

Search bd News

পশ্চিম যাত্রাবাড়ী, মদিনা মেডিকেল, ০৯ তালা।

সম্পাদক ও প্রকাশক
হুমায়ুন কবির সাগর

পরিচালক
মাহবুব আলম সৈকত

নিউজ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: searchbdnews@gmail.com

বিজ্ঞাপণ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: ads@searchbdnews.com

©২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত || Serach BD News

Develop by _ DigitalSolutions.Ltd
শিরোনাম ভোটের অধিকার প্রতিষ্ঠায় যেকোনো মূল্যে লড়বে বিএনপি: তারেক রহমান শিরোনাম ভারত-পাকিস্তান উত্তেজনার প্রভাবে স্থগিত ইসাক দারের ঢাকা সফর শিরোনাম কাশ্মির হামলার উত্তাপ:পাকিস্তানে বিএসএফ জওয়ান আটক শিরোনাম বাংলাদেশ পুনর্গঠনে ইউনূসের পাশে কাতার, সর্বাত্মক সহায়তার আশ্বাস শিরোনাম "ষড়যন্ত্রকারীদের ঘুম হারাম, জামায়াতের অগ্রযাত্রা থামাতে মরিয়া" – মো. সেলিম শিরোনাম মৌলভীবাজারে মাদরাসায় সশস্ত্র হামলা, আটক ৩