পাকিস্তানে বড় সন্ত্রাস-বিরোধী অভিযান, নিহত ১৬ টিটিপি জঙ্গিঃ ছবি সংগৃহীত
পাকিস্তানে ফের বড় ধরনের সন্ত্রাস-বিরোধী অভিযান চালালো দেশটির নিরাপত্তা বাহিনী। সোমবার দেশটির পাঞ্জাব ও খাইবার-পাখতুনখাওয়া প্রদেশে পৃথক অভিযানে অন্তত ১৬ জন সন্ত্রাসী নিহত হয়েছে। পাকিস্তানি সংবাদমাধ্যম এক্সপ্রেস ট্রিবিউন জানিয়েছে, নিহতরা সবাই নিষিদ্ধ ঘোষিত তেহরিক-ই-তালেবান পাকিস্তান (টিটিপি)-এর সদস্য।
পাঞ্জাবের মিয়াঁওয়ালি জেলার মাকরওয়াল এলাকায় পুলিশ এবং কাউন্টার টেররিজম ডিপার্টমেন্ট (সিটিডি)-এর যৌথ অভিযানে নিহত হয় ১০ জঙ্গি। অভিযানে নেতৃত্ব দেন মিয়াঁওয়ালির ডিস্ট্রিক্ট পুলিশ অফিসার আখতার ফারুক ও সারগোদা রেঞ্জের আরপিও শাহজাদ আসিফ খান। তথ্যের ভিত্তিতে পাহাড়ি এলাকায় দুই দিনব্যাপী অভিযানে গুলি বিনিময়ের পর এই সাফল্য আসে।
এদিকে, পাকিস্তানের সামরিক বাহিনীর মিডিয়া উইং আইএসপিআর জানায়, খাইবার-পাখতুনখাওয়ার উত্তর ও দক্ষিণ ওয়াজিরিস্তানে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আরও দুটি অভিযান চালানো হয়। এতে ছয়জন জঙ্গি নিহত হয়, যাদের মধ্যে রয়েছে টিটিপির শীর্ষ নেতা জাবি উল্লাহ ওরফে জাকরান। তিনি একাধিক সন্ত্রাসী হামলার মূল পরিকল্পনাকারী ছিলেন এবং আইনশৃঙ্খলা বাহিনীর ‘মোস্ট ওয়ান্টেড’ তালিকায় ছিলেন।
পাকিস্তানের নিরাপত্তা বাহিনী জানায়, অভিযানে তাদের কোনো সদস্য হতাহত হয়নি। তবে এক স্থানীয় বাসিন্দা গুলিবিদ্ধ হয়েছেন বলে পুলিশ নিশ্চিত করেছে।
আইএসপিআর আরও জানায়, ওয়াজিরিস্তানে এখনও টিটিপির আরও সদস্য লুকিয়ে থাকতে পারে, এমন সন্দেহে অঞ্চলজুড়ে অভিযান অব্যাহত রয়েছে।
উল্লেখ্য, ২০০৭ সাল থেকে তেহরিক-ই-তালেবান পাকিস্তান দেশজুড়ে একের পর এক সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়ে আসছে। সংগঠনটি পাকিস্তানে নিষিদ্ধ এবং আন্তর্জাতিকভাবে স্বীকৃত সন্ত্রাসী গোষ্ঠী হিসেবে পরিচিত।
পশ্চিম যাত্রাবাড়ী, মদিনা মেডিকেল, ০৯ তালা।
সম্পাদক ও প্রকাশক
হুমায়ুন কবির সাগর
পরিচালক
মাহবুব আলম সৈকত
নিউজ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: searchbdnews@gmail.com
বিজ্ঞাপণ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: ads@searchbdnews.com
©২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত || Serach BD News