ঢাকা, ২৪ আগস্ট, ২০২৫
ডেস্ক রিপোর্টার :
Publish : 03:17 AM, 23 August 2025.
Digital Solutions Ltd

নারায়ণগঞ্জে গ্যাস লিকেজ থেকে ভয়াবহ আগুন: একই পরিবারের ১০ জন দগ্ধ

Publish : 03:17 AM, 23 August 2025.
নারায়ণগঞ্জে গ্যাস লিকেজ থেকে ভয়াবহ আগুন: একই পরিবারের ১০ জন দগ্ধ

ছবি সংগৃহীত

ডেস্ক রিপোর্টার :

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে গ্যাস লাইন লিকেজ থেকে ভয়াবহ অগ্নিকাণ্ডে একই পরিবারের ১০ জন দগ্ধ হয়েছেন। শনিবার (২৩ আগস্ট) ভোরে হিরাজিল এলাকার একটি টিনসেড বাড়িতে এ দুর্ঘটনা ঘটে। দগ্ধদের মধ্যে নারী, শিশু ও নবজাতকও রয়েছে।

দগ্ধরা হলেন—তানজিল ইসলাম (৪০), তার স্ত্রী আসমা বেগম (৩৫), তাদের দুই সন্তান তিশা (১৭) ও আরাফাত (১৫), হাসান (৩৫), তার স্ত্রী সালমা বেগম (৩২) এবং তাদের সন্তান মুনতাহা (১১), জান্নাত (৪) ও ইমাম উদ্দিন (মাত্র ১ মাস বয়সী নবজাতক)। এছাড়া আসমা ও সালমার মা তাহেরা খাতুন (৬০) দগ্ধ হয়েছেন।

তাদের মধ্যে ৯ জনকে দ্রুত ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়। গুরুতর অবস্থায় তাহেরা খাতুনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে নেওয়া হয়েছে।

দগ্ধদের স্বজন রাকিবুল ইসলাম জানান, আসমা ও সালমা দুই বোন ভাড়া থাকতেন ওই টিনসেড বাড়িতে। তাদের সাথেই থাকতেন মা তাহেরা খাতুন। বাড়িটির পাশ দিয়ে যাওয়া গ্যাস পাইপলাইন থেকে লিক হয়ে গ্যাস ঘরে ছড়িয়ে পড়ে। ভোরে আগুনের সূত্রপাত হলে মুহূর্তেই পুরো ঘর আগুনে পুড়ে যায়। সবাই ঘুমন্ত অবস্থায় থাকায় দগ্ধ হয়ে পড়েন।

এ বিষয়ে জাতীয় বার্ন ইনস্টিটিউটের আবাসিক সার্জন (ভারপ্রাপ্ত) ডা. সুলতান মাহমুদ সিকদার বলেন, “আমাদের ইনস্টিটিউটে ৯ জন দগ্ধ রোগী ভর্তি হয়েছেন। তাদের কার কত শতাংশ দগ্ধ হয়েছে তা পরীক্ষা চলছে। তবে সবাই গুরুতর অবস্থায় আছেন।”

স্থানীয়রা জানান, এ অঞ্চলের গ্যাস লাইনগুলো দীর্ঘদিন ধরে ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। একাধিকবার অভিযোগ দেওয়া হলেও কার্যকর কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। এমন দুর্ঘটনা এড়াতে কর্তৃপক্ষকে দ্রুত উদ্যোগ নেওয়ার দাবি জানিয়েছেন তারা।

এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। দগ্ধ পরিবারের সদস্যদের জন্য দোয়া ও সহানুভূতি জানাচ্ছেন স্থানীয়রা।

বাংলাদেশ বিভাগের অন্যান্য খবর

Search bd News

পশ্চিম যাত্রাবাড়ী, মদিনা মেডিকেল, ০৯ তালা।

সম্পাদক ও প্রকাশক
হুমায়ুন কবির সাগর

পরিচালক
মাহবুব আলম সৈকত

নিউজ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: searchbdnews@gmail.com

বিজ্ঞাপণ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: ads@searchbdnews.com

©২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত || Serach BD News

Develop by _ DigitalSolutions.Ltd
শিরোনাম সংসদীয় সীমানা পুনর্নির্ধারণ: পেশাদারিত্বের সঙ্গে কাজ করার চেষ্টা করেছি, বললেন সিইসি শিরোনাম গুম-খুন মামলায় হাসিনাসহ ১১ জনের প্রতিবেদন জমার সময় বাড়ল দুই মাস শিরোনাম লাশ দাফন করার ১৫ দিন পর জীবিত ফিরে এলেন রবিউল শিরোনাম বাউফলে ডাকাতি শেষে গণপিটুনিতে নিহত ১ শিরোনাম মায়ের পর এবার বাবার সঙ্গে পর্দায় আইরা শিরোনাম শিকাগোতে সেনা মোতায়েনের পরিকল্পনা ট্রাম্প প্রশাসনের