ঢাকা, ২৪ আগস্ট, ২০২৫
ডেস্ক রিপোর্টার :
Publish : 03:17 AM, 23 August 2025.
Digital Solutions Ltd

মাইলস্টোন ট্র্যাজেডি: এক মাস লড়ে হার মানল তাসনিয়া

Publish : 03:17 AM, 23 August 2025.
মাইলস্টোন ট্র্যাজেডি: এক মাস লড়ে হার মানল তাসনিয়া

ছবি সংগৃহীত

ডেস্ক রিপোর্টার :

রাজধানীর দিয়াবাড়ির মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্তের ঘটনায় গুরুতর দগ্ধ হয়ে এক মাস চিকিৎসাধীন থাকার পর অবশেষে না ফেরার দেশে চলে গেল তাসনিয়া আক্তার (১৫)। শনিবার (২৩ আগস্ট) সকাল ৮টার দিকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

ইনস্টিটিউটের আবাসিক সার্জন (ভারপ্রাপ্ত) ডা. সুলতান মাহমুদ সিকদার জানান, বিস্ফোরণে তাসনিয়ার শরীরের ৩৫ শতাংশ দগ্ধ হয়েছিল। দীর্ঘদিন আইসিইউতে রাখার পরও তার অবস্থার উন্নতি হয়নি। শেষ পর্যন্ত শনিবার সকালে সে মারা যায়।

তাসনিয়ার বাবা মো. নাজমুল হোসেন জানান, তার মেয়ে মাইলস্টোন স্কুলের অষ্টম শ্রেণির ছাত্রী ছিল। স্বপ্ন ছিল লেখাপড়া করে বড় হওয়া। কিন্তু ভয়াবহ দুর্ঘটনা সেই স্বপ্ন নিভিয়ে দিল।

চিকিৎসকরা জানান, এখনও এ ঘটনায় দগ্ধ আরও ২২ জন রোগী হাসপাতালে ভর্তি আছেন। এর মধ্যে কয়েকজনের অবস্থা সংকটাপন্ন। ইতোমধ্যে চিকিৎসা শেষে সুস্থ হয়ে ১৪ জন বাড়ি ফিরেছেন।

উল্লেখ্য, গত ২১ জুলাই দুপুরে উত্তরা দিয়াবাড়িতে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসের হায়দার আলী ভবনে বিধ্বস্ত হয় বাংলাদেশ বিমানবাহিনীর এফ-৭ বিজিআই মডেলের একটি যুদ্ধবিমান। দুর্ঘটনার দিনই বিমানের পাইলট ফ্লাইট লেফটেন্যান্ট মো. তৌকির ইসলামসহ বহু শিক্ষার্থী ও সাধারণ মানুষ প্রাণ হারান। পরবর্তী সময়ে বার্ন ইনস্টিটিউটে মারা যায় আরও অনেকে।

এ নিয়ে এ দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৬ জনে। স্বজন হারানো পরিবারগুলো এখনো শোকে কাতর। হাসপাতালে জীবন-মৃত্যুর সঙ্গে লড়ছেন অনেকে।

এই ট্র্যাজেডি দেশের শিক্ষা প্রতিষ্ঠান, নিরাপত্তা ব্যবস্থা এবং দুর্ঘটনা প্রতিরোধের প্রশ্নে নতুন করে বিতর্ক সৃষ্টি করেছে।

বাংলাদেশ বিভাগের অন্যান্য খবর

Search bd News

পশ্চিম যাত্রাবাড়ী, মদিনা মেডিকেল, ০৯ তালা।

সম্পাদক ও প্রকাশক
হুমায়ুন কবির সাগর

পরিচালক
মাহবুব আলম সৈকত

নিউজ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: searchbdnews@gmail.com

বিজ্ঞাপণ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: ads@searchbdnews.com

©২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত || Serach BD News

Develop by _ DigitalSolutions.Ltd
শিরোনাম সংসদীয় সীমানা পুনর্নির্ধারণ: পেশাদারিত্বের সঙ্গে কাজ করার চেষ্টা করেছি, বললেন সিইসি শিরোনাম গুম-খুন মামলায় হাসিনাসহ ১১ জনের প্রতিবেদন জমার সময় বাড়ল দুই মাস শিরোনাম লাশ দাফন করার ১৫ দিন পর জীবিত ফিরে এলেন রবিউল শিরোনাম বাউফলে ডাকাতি শেষে গণপিটুনিতে নিহত ১ শিরোনাম মায়ের পর এবার বাবার সঙ্গে পর্দায় আইরা শিরোনাম শিকাগোতে সেনা মোতায়েনের পরিকল্পনা ট্রাম্প প্রশাসনের