ছবি সংগৃহীত
“এমন পরিণতি যেন আর কারও না হয়”—এই আর্তনাদই শোনা গেল নিখোঁজের একদিন পর মেঘনা নদী থেকে উদ্ধার হওয়া সাংবাদিক বিভুরঞ্জন সরকারের ছোট ভাই চিররঞ্জন সরকারের কণ্ঠে।
৭১ বছর বয়সী সাংবাদিক বিভুরঞ্জন সরকার ছিলেন দৈনিক আজকের পত্রিকা-এর জ্যেষ্ঠ সহকারী সম্পাদক। বৃহস্পতিবার সকালে অফিসের উদ্দেশ্যে সিদ্ধেশ্বরীর বাসা থেকে বের হওয়ার পর থেকেই তিনি নিখোঁজ ছিলেন। পরিবারের উদ্বেগ-উৎকণ্ঠার এক দিন পার হওয়ার পর শুক্রবার বিকেলে মুন্সিগঞ্জের গজারিয়ায় মেঘনা নদীতে ভেসে ওঠা মরদেহই যে তাঁর, তা শনাক্ত করেন পরিবারের সদস্যরা।
রাত পৌনে নয়টার দিকে মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে গিয়ে বিভুরঞ্জনের লাশ শনাক্ত করেন তাঁর ছোট ভাই চিররঞ্জন সরকার ও ছেলে ঋত সরকার।
চোখ ভেজা কণ্ঠে চিররঞ্জন সরকার সাংবাদিকদের বলেন—
“ভাইয়ের সঙ্গে আমাদের কোনো মনোমালিন্য ছিল না। কর্মক্ষেত্রে কী হয়েছিল আমরা জানি না। এটা আত্মহত্যা, খুন না পরিকল্পিত কিছু—সেটি জানি না। তবে আমি শুধু বলব, এমন পরিণতি যেন আর কারও না হয়।”
ছেলে ঋত সরকার জানান, বাবার নাক দিয়ে রক্ত ঝরছিল, শরীরে আঘাতের চিহ্নও ছিল। তিনি প্রশ্ন তোলেন—“এটা কি স্বাভাবিক মৃত্যু, নাকি অন্য কিছু? আমরা সত্যটা জানতে চাই।”
পরিবারের দাবি, বিভুরঞ্জন সরকার সাধারণত শান্ত ও স্বাভাবিক জীবনযাপন করতেন। হতাশাগ্রস্ত হওয়ার কোনো লক্ষণ তাঁরা আগে দেখেননি। তবে নিখোঁজ হওয়ার দিনে তিনি মুঠোফোন বন্ধ রেখেই বের হন।
এদিকে, তাঁর মৃত্যুর ঘটনায় নতুন প্রশ্ন তুলেছে একটি লেখা। শুক্রবার বিকেল ৫টা ২৩ মিনিটে অনলাইন সংবাদমাধ্যমে প্রকাশিত হয় বিভুরঞ্জন সরকারের পাঠানো “খোলা চিঠি”। চিঠিটিকে তিনি নিজের জীবনের শেষ লেখা বলে উল্লেখ করেছিলেন। সেখানে উঠে আসে তাঁর আর্থিক সংকট, অসুস্থতা, ছেলে-মেয়ের সংগ্রাম ও সাংবাদিকতার অভিজ্ঞতা।
চিঠিটি প্রকাশের পর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে তা নিয়ে ব্যাপক আলোচনা চলছে। পরিবারের সদস্যরা বলছেন, যদি তাঁরা আগে এই চিঠি দেখতেন, তবে বিভুরঞ্জন সরকারকে বাসা থেকে বের হতে দিতেন না।
মুন্সিগঞ্জ নৌ পুলিশ বলছে, লাশের ময়নাতদন্ত রিপোর্ট আসার পরই মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে। তবে সাংবাদিক সমাজ বলছে—যেভাবেই মৃত্যু হোক, একজন প্রবীণ সাংবাদিকের এভাবে হারিয়ে যাওয়া বাংলাদেশের গণমাধ্যম অঙ্গনের জন্য এক গভীর শোক ও প্রশ্নের জন্ম দিয়েছে।
পশ্চিম যাত্রাবাড়ী, মদিনা মেডিকেল, ০৯ তালা।
সম্পাদক ও প্রকাশক
হুমায়ুন কবির সাগর
পরিচালক
মাহবুব আলম সৈকত
নিউজ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: searchbdnews@gmail.com
বিজ্ঞাপণ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: ads@searchbdnews.com
©২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত || Serach BD News