ঢাকা, ২৪ আগস্ট, ২০২৫
ডেস্ক রিপোর্টার :
Publish : 09:21 AM, 23 August 2025.
Digital Solutions Ltd

দেশের ক্ষতি করেছে শেখ হাসিনার মতো শকুনিরা : রিজভী

Publish : 09:21 AM, 23 August 2025.
দেশের ক্ষতি করেছে শেখ হাসিনার মতো শকুনিরা : রিজভী

ছবি সংগৃহীত

ডেস্ক রিপোর্টার :

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, দেশের উপর শাসন করা কিছু শকুন জাতীয় শাসক রাষ্ট্রের সম্পদ লুট করেছে। তবে, জুলাই–আগস্টের গতঅভ্যুত্থানের প্রবল স্রোতে তাদের পরাজিত করা সম্ভব হয়েছে এবং তাদের দেশ থেকে পালিয়ে যেতে বাধ্য করা হয়েছে।

শনিবার (২৩ আগস্ট) দুপুরে ব্রাহ্মণবাড়িয়া জেলা শহরের লোকনাথ দীঘিরপাড়ে জেলা বিএনপির আয়োজনে নতুন সদস্য সংগ্রহ ও নবায়ন কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

রিজভী আরও বলেন, “আমরা যে দেশ গড়ব, তা হবে শান্তি ও স্বস্তির দেশ। এখানে প্রতিটি নাগরিক ভদ্র সমাজে স্বাধীনভাবে কথা বলবে। প্রত্যেকের নিজস্ব মত প্রকাশের স্বাধীনতা থাকবে। এভাবে দেশকে বিনির্মাণে এগিয়ে নেওয়ার প্রত্যয় নিয়ে আমরা নতুন করে দেশ গড়ব।”

অনুষ্ঠানে জেলা বিএনপির সভাপতি ও কেন্দ্রীয় অর্থনৈতিক সম্পাদক খালেদ হোসেন মাহবুব সভাপতিত্ব করেন। প্রধান বক্তা ছিলেন কুমিল্লা বিভাগের সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ মো. সেলিম ভুইঁয়া।

অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম। এছাড়া উপস্থিত ছিলেন কুমিল্লার সহসাংগঠনিক সম্পাদক মোস্তাক মিয়া, জেলা বিএনপির জ্যেষ্ঠ সহসভাপতি জহিরুল হক, নতুন সদস্য সংগ্রহ ও নবায়ন কার্যক্রমের টিম লিডার হাফিজুর রহমান মোল্লা সহ অন্যান্য নেতা-কর্মী।

রিজভীর বক্তব্যে রাজনৈতিক দল ও জনগণকে ঐক্যবদ্ধভাবে দেশকে উন্নয়নের পথে এগিয়ে নেওয়ার বার্তা দেওয়া হয়।

বাংলাদেশ বিভাগের অন্যান্য খবর

Search bd News

পশ্চিম যাত্রাবাড়ী, মদিনা মেডিকেল, ০৯ তালা।

সম্পাদক ও প্রকাশক
হুমায়ুন কবির সাগর

পরিচালক
মাহবুব আলম সৈকত

নিউজ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: searchbdnews@gmail.com

বিজ্ঞাপণ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: ads@searchbdnews.com

©২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত || Serach BD News

Develop by _ DigitalSolutions.Ltd
শিরোনাম সংসদীয় সীমানা পুনর্নির্ধারণ: পেশাদারিত্বের সঙ্গে কাজ করার চেষ্টা করেছি, বললেন সিইসি শিরোনাম গুম-খুন মামলায় হাসিনাসহ ১১ জনের প্রতিবেদন জমার সময় বাড়ল দুই মাস শিরোনাম লাশ দাফন করার ১৫ দিন পর জীবিত ফিরে এলেন রবিউল শিরোনাম বাউফলে ডাকাতি শেষে গণপিটুনিতে নিহত ১ শিরোনাম মায়ের পর এবার বাবার সঙ্গে পর্দায় আইরা শিরোনাম শিকাগোতে সেনা মোতায়েনের পরিকল্পনা ট্রাম্প প্রশাসনের