ছবি সংগৃহীত
বলিউডের খ্যাতনামা অভিনেতা অক্ষয় কুমার মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) তার ৫৮তম জন্মদিন উদযাপন করেছেন। বিশেষ এই দিনে এক তরুণী ভক্তের হাতে তৈরি করা উপহার পেয়ে তিনি রীতিমতো আবেগপ্রবণ হয়ে পড়েন।
এই মুহূর্তের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, অনুষ্ঠান চলাকালীন অক্ষয়কে দেখতে পেয়ে তরুণী ভক্ত আবেগ ধরে রাখতে পারেননি এবং নিজের হাতে তৈরি উপহারটি অভিনেতার কাছে তুলে দেন। সেই সময় অক্ষয়ের চোখে জল এসে যায়। ভক্তের এমন ভালোবাসা দেখে অক্ষয়ও তাকে সস্নেহে কাছে টেনে নিয়ে কথোপকথন করেন।
অক্ষয় কুমার বরাবরই তার সাফল্যের পেছনে দর্শক ও ভক্তদের অবদান স্বীকার করে থাকেন। জন্মদিনে তিনি জানান, “আমার যা কিছু সাফল্য, তার সবটাই আমার দর্শক এবং ভক্তদের কারণে। তাদের ভালোবাসা ছাড়া আমি কিছুই নই।”
অভিনেতা হিসেবে তিনি আজ কোটি টাকার মালিক হলেও তাঁর অতীত জীবন ছিল সংগ্রামের। কলকাতা থেকে বাংলাদেশ হয়ে ব্যাংকক— নানা দেশে কাজ করেছেন তিনি। কখনও মার্শাল আর্টের শিক্ষক, আবার কখনও রেস্তোরাঁর রাঁধুনি হিসেবে জীবিকা নির্বাহ করেছেন।
নব্বইয়ের দশকের শেষ দিকে ১৪টি ফ্লপ ছবির পর একসময় বলিউড ছেড়ে কানাডায় চলে যাওয়ারও সিদ্ধান্ত নিয়েছিলেন। তবে ভাগ্যের খেলায় আজ তিনি ৩৪ বছর ধরে বলিউডে সফলভাবে কাজ করে যাচ্ছেন।
জন্মদিনে নিজের অনুভূতি প্রকাশ করতে গিয়ে অক্ষয় কুমার বলেন, “আপনাদের ভালোবাসাই আমাকে এতদূর এনেছে। আমি কৃতজ্ঞ।”
পশ্চিম যাত্রাবাড়ী, মদিনা মেডিকেল, ০৯ তালা।
সম্পাদক ও প্রকাশক
হুমায়ুন কবির সাগর
পরিচালক
মাহবুব আলম সৈকত
নিউজ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: searchbdnews@gmail.com
বিজ্ঞাপণ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: ads@searchbdnews.com
©২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত || Serach BD News