ছবি সংগৃহীত
লোকসংগীতের বরেণ্য শিল্পী, লালন গানের কিংবদন্তি কণ্ঠশিল্পী ফরিদা পারভীন আর নেই। মৃত্যুর সঙ্গে লড়াই করে অবশেষে শনিবার (১৩ সেপ্টেম্বর) রাত ১০টা ১৫ মিনিটে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। তার প্রয়াণে শোকের ছায়া নেমে এসেছে দেশের সাংস্কৃতিক অঙ্গনে।
রবিবার (১৪ সেপ্টেম্বর) সকালে নানা আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে শেষ শ্রদ্ধা জানানো হবে এই কিংবদন্তিকে। সকাল ৯টায় রাজধানীর তেজকুনি পাড়া মসজিদে প্রথম নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। এরপর তার প্রিয় শিক্ষালয় ও সংগীতকেন্দ্র ‘অচিন পাখি’ স্কুলে মরদেহ নেওয়া হবে, যেখানে শিল্পী, শিক্ষার্থী ও ভক্তরা তাকে শ্রদ্ধা জানাবেন।
শ্রদ্ধা নিবেদনের প্রধান আয়োজন হবে সকাল সাড়ে ১০টায় কেন্দ্রীয় শহীদ মিনারে। সেখানে সর্বস্তরের মানুষ, শিল্পী ও সংস্কৃতিকর্মীরা এই মহান শিল্পীর প্রতি শেষ শ্রদ্ধা জানাবেন। এরপর বেলা সাড়ে ১১টায় মরদেহ নেওয়া হবে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদে, যেখানে আরেক দফা জানাজা অনুষ্ঠিত হবে।
সব আনুষ্ঠানিকতা শেষে মরদেহ নিয়ে যাওয়া হবে কুষ্টিয়ায়। পরিবারের সিদ্ধান্ত অনুযায়ী, সেখানে পৌর কবরস্থানে মা-বাবার কবরে শায়িত করা হবে ফরিদা পারভীনকে।
তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন শিল্পীর স্বামী, প্রখ্যাত বংশীবাদক ওস্তাদ গাজী আব্দুল হাকিম। তিনি জানান, "ফরিদা পারভীন শুধু আমার সহধর্মিণী ছিলেন না, তিনি ছিলেন বাংলাদেশের সাংস্কৃতিক ভুবনের অমূল্য রত্ন।"
উল্লেখ্য, নজরুলসংগীত ও আধুনিক গানে পথচলা শুরু করলেও জীবনের বড় অংশ লালনসঙ্গীতকে উৎসর্গ করেছিলেন ফরিদা পারভীন। লালন সাঁইয়ের গানকে সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়ার ক্ষেত্রে তার অবদান অনন্য। তার কণ্ঠে "খাঁচার ভিতর অচিন পাখি" কিংবা "আমার গায়ে যত দুঃখ সয়"—এসব গান চিরকাল অমলিন হয়ে থাকবে বাঙালি সংস্কৃতির ভাণ্ডারে।
বাংলাদেশের সংস্কৃতি অঙ্গনে তাকে বলা হয় "লোকসংগীতের বাতিঘর"। তার প্রয়াণে হারাল দেশ এক মহামূল্যবান শিল্প-সম্পদ।
পশ্চিম যাত্রাবাড়ী, মদিনা মেডিকেল, ০৯ তালা।
সম্পাদক ও প্রকাশক
হুমায়ুন কবির সাগর
পরিচালক
মাহবুব আলম সৈকত
নিউজ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: searchbdnews@gmail.com
বিজ্ঞাপণ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: ads@searchbdnews.com
©২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত || Serach BD News