ঢাকা, ১৮ সেপ্টেম্বর, ২০২৫
বিনোদন ডেস্ক :
Publish : 07:34 AM, 14 September 2025.
Digital Solutions Ltd

কিংবদন্তি আলমগীরের নামে ভুয়া আইডি, সতর্ক করলেন আঁখি আলমগীর

Publish : 07:34 AM, 14 September 2025.
কিংবদন্তি আলমগীরের নামে ভুয়া আইডি, সতর্ক করলেন আঁখি আলমগীর

ছবি সংগৃহীত

বিনোদন ডেস্ক :

বাংলাদেশের চলচ্চিত্রের কিংবদন্তি নায়ক আলমগীরকে নিয়ে তৈরি হয়েছে অসংখ্য ভুয়া ফেসবুক আইডি ও ফ্যান পেজ। অথচ তিনি সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারই করেন না। এ নিয়ে স্পষ্ট সতর্কবার্তা দিয়েছেন তার মেয়ে, জনপ্রিয় সংগীতশিল্পী আঁখি আলমগীর।

সম্প্রতি ‘নায়ক আলমগীর ফ্যানস ক্লাব’ নামের একটি ফেসবুক পেজকে ঘিরে বিতর্ক শুরু হয়। সাড়ে ছয় লাখের বেশি অনুসারী থাকা এই পেজটির সঙ্গে আলমগীরের কোনো সম্পৃক্ততা নেই বলে জানান আঁখি। নিজের ফেসবুক অ্যাকাউন্টে তিনি খোলাখুলি লিখেছেন—

“এসব বন্ধ করেন। আপনারা কারা ফ্যান ক্লাব চালান জানি না, তবে কার নাম দিয়ে চালাচ্ছেন, তা একটু বুঝে পোস্টগুলো করবেন। তার বিশালতা যদি অনুধাবন করতে না পারেন, তবে তার নামে ফ্যান পেজ চালাবেন না দয়া করে।”

গণমাধ্যমে প্রতিক্রিয়া জানাতে গিয়ে আঁখি আরও বলেন, “চিত্রনায়ক আলমগীর ফেসবুক ব্যবহার করেন না। ভুয়া আইডি বা পেজের সঙ্গে তার কোনো সম্পর্ক নেই।”

তিনি জানান, এসব ভুয়া পেজ থেকে নানা ধরনের পোস্ট করা হয়, এমনকি মাঝে মাঝে তাকেও ট্যাগ করা হয়। বিষয়টি তার জন্য বিব্রতকর হলেও অভিযোগ করার মতো সময় বা ইচ্ছে নেই তাদের। আঁখির ভাষায়, “এত পেজ আছে যে, একটা বন্ধ হলেও আবার অন্য পেজ খোলা হয়। তাই অভিযোগ না করে সবাইকে সতর্ক করাটাই শ্রেয় মনে করেছি।”

এ সময় কিংবদন্তি শিল্পীদের সম্মান রক্ষার আহ্বানও জানান আঁখি। তিনি বলেন, “আমার বাবা, শাবানা আন্টি, ববিতা আন্টি—তারা দশকের পর দশক কাজ করেছেন। তাদের প্রচারের আর কোনো প্রয়োজন নেই। তারা প্রচারের ঊর্ধ্বে।”

ভুয়া আইডি ও ফ্যান পেজের বিস্তৃতির কারণে শুধু সাধারণ ব্যবহারকারীরাই নয়, বরং কিংবদন্তি শিল্পীরাও পড়ছেন অস্বস্তিতে। সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞরা মনে করছেন, সামাজিক যোগাযোগমাধ্যমে এ ধরনের অপব্যবহার ঠেকাতে সাধারণ মানুষকেও সচেতন হতে হবে।

বিনোদন বিভাগের অন্যান্য খবর

Search bd News

পশ্চিম যাত্রাবাড়ী, মদিনা মেডিকেল, ০৯ তালা।

সম্পাদক ও প্রকাশক
হুমায়ুন কবির সাগর

পরিচালক
মাহবুব আলম সৈকত

নিউজ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: searchbdnews@gmail.com

বিজ্ঞাপণ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: ads@searchbdnews.com

©২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত || Serach BD News

Develop by _ DigitalSolutions.Ltd
শিরোনাম রাজধানীর হাজারীবাগে আ.লীগের ঝটিকা মিছিল, ১১ জন গ্রেফতার শিরোনাম চরফ্যাশনের ২০ চরে সুপেয় পানির হাহাকার, শিক্ষা ও নিরাপত্তার চরম সংকট শিরোনাম রাজবাড়ীর নুরাল পাগলের দরবার থেকে জেনারেটর চুরির অভিযোগে যুবক গ্রেপ্তার শিরোনাম জয়পুরহাট সরকারি কলেজে ছাত্রদলের সম্মেলন পণ্ড, ৭ নেতাকে কেন্দ্র থেকে বহিষ্কার শিরোনাম রাজাপুরে বুদ্ধিপ্রতিবন্ধী তরুণীকে ধর্ষণচেষ্টার অভিযোগে, পু্লিশ একজনকে আটক করেছে শিরোনাম ঝালকাঠির কবি শাহনাজ পারভিন বরিশাল বিভাগের শ্রেষ্ঠ শিক্ষক