ছবি সংগৃহীত
বলিউডের আলোচিত ভৌতিক ফ্র্যাঞ্চাইজি ‘রাগিনী এমএমএস’ নতুন কিস্তি নিয়ে ফিরছে। এবার মূখ্য চরিত্রে থাকছেন অভিনেত্রী তামান্না ভাটিয়া। ছবির পরিচালক একতা কাপুর ইতিমধ্যেই নতুন কিস্তি ঘিরে পরিকল্পনা শুরু করেছেন।
‘রাগিনী এমএমএস’ সিরিজের প্রথম ছবি মুক্তি পায় ২০১১ সালে। এরপর ২০১৯ সালে সানি লিওনের সঙ্গে ‘রাগিনী এমএমএস রিটার্নস’ আসতে দেখা যায়। এবার সেই ধারাবাহিকতার তৃতীয় পর্বের প্রস্তুতি শুরু হয়েছে।
ভারতীয় গণমাধ্যমের খবর অনুযায়ী, একতা কাপুর দীর্ঘদিন ধরে নতুন কিস্তি বানানোর পরিকল্পনা করছেন। অবশেষে উপযুক্ত গল্প পাওয়ার পর চলতি বছরের শেষের দিকে শুটিং শুরু করার পরিকল্পনা রয়েছে।
সূত্র আরও জানায়, সম্প্রতি তামান্না ভাটিয়ার সঙ্গে চিত্রনাট্য নিয়ে আলোচনা করেছেন পরিচালক একতা। ছবির ভৌতিক টুইস্ট শুনে অভিনেত্রী নিজেও অবাক হয়েছেন। এতে ভক্তদের মধ্যে উত্তেজনা আরও বাড়বে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
ছবিতে এবারও থাকবে জমজমাট গান, যা দর্শকের মধ্যে সাড়া ফেলবে বলে ধারণা করা হচ্ছে। নতুন কিস্তিতে ভৌতিক গল্প, চমকপ্রদ মোড় এবং আকর্ষণীয় গান—সবকিছু মিলিয়ে দর্শকরা ভিন্ন ধরনের অভিজ্ঞতার অপেক্ষায় থাকবেন।
‘রাগিনী এমএমএস থ্রি’ সিনেমার প্রিমিয়ার কবে হবে তা এখনো ঘোষণা করা হয়নি। তবে শিগগিরই ছবির অফিসিয়াল ঘোষণা এবং শুটিং সংক্রান্ত বিস্তারিত তথ্য প্রকাশ করা হতে পারে।
পশ্চিম যাত্রাবাড়ী, মদিনা মেডিকেল, ০৯ তালা।
সম্পাদক ও প্রকাশক
হুমায়ুন কবির সাগর
পরিচালক
মাহবুব আলম সৈকত
নিউজ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: searchbdnews@gmail.com
বিজ্ঞাপণ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: ads@searchbdnews.com
©২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত || Serach BD News