ছবি সংগৃহীত
রাজধানীর দিয়াবাড়ি হাটে কোরবানির গরু বিক্রি করতে গিয়ে জাল নোটের প্রতারণায় দেশব্যাপী আলোচিত হন নাটোরের সিংড়ার বৃদ্ধ রইস উদ্দিন। সেই রইস উদ্দিনের আমন্ত্রণে এবার তার গ্রামের বাড়ি পাকুরিয়ায় গেলেন জনপ্রিয় চিত্রনায়িকা অপু বিশ্বাস।
মঙ্গলবার (১৯ আগস্ট) বিকেলে অপু বিশ্বাস নিজ ফেসবুক আইডি থেকে লাইভে এসে জানান, তিনি রইস উদ্দিনের সঙ্গে দেখা করতে এসেছেন। সেখানে রইস উদ্দিন তাকে স্বাগত জানালে গ্রামজুড়ে উৎসবের আমেজ সৃষ্টি হয়। আশপাশের মানুষজনও প্রিয় নায়িকাকে একনজর দেখতে ভিড় করেন।
উল্লেখ্য, কোরবানির ঈদে প্রতারণার শিকার হওয়ার পর সামাজিক মাধ্যমে ভাইরাল হয়ে পড়েন রইস উদ্দিন। পরে মানবিক সহায়তার পাশাপাশি অপু বিশ্বাসের উদ্যোগেই তিনি সৌদি আরবে ওমরাহ পালনের সুযোগ পান। এবার ওমরাহ শেষে দেশে ফিরে নায়িকাকে বাড়িতে আমন্ত্রণ জানালে সেই প্রতিশ্রুতি রক্ষা করলেন তিনি।
পশ্চিম যাত্রাবাড়ী, মদিনা মেডিকেল, ০৯ তালা।
সম্পাদক ও প্রকাশক
হুমায়ুন কবির সাগর
পরিচালক
মাহবুব আলম সৈকত
নিউজ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: searchbdnews@gmail.com
বিজ্ঞাপণ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: ads@searchbdnews.com
©২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত || Serach BD News