ছবি সংগৃহীত
বাংলাদেশের রক সংগীতকে বিশ্বদরবারে তুলে ধরার অগ্রদূত এবং গিটারের জাদুকর খ্যাত কিংবদন্তি শিল্পী আইয়ুব বাচ্চু আজ ৬৪তম জন্মবার্ষিকী পালন করছেন। এ উপলক্ষে রাজধানীর আগারগাঁওয়ের মুক্তিযুদ্ধ জাদুঘর মিলনায়তনে আয়োজন করেছে আইয়ুব বাচ্চু ফাউন্ডেশন।
বিশেষ অনুষ্ঠানে অংশ নেবেন আইয়ুব বাচ্চুর পরিবারের সদস্যরা, এলআরবি ব্যান্ডের সদস্যরা এবং তার দীর্ঘ ক্যারিয়ারের সহকর্মীরা। অনুষ্ঠানটি ‘আইয়ুব বাচ্চু: সেলিব্রেটিং লাইফ, লিগেসি অ্যান্ড চলো বদলে যাই’ শীর্ষক।
এ আয়োজনে শিল্পীকে নিয়ে স্মৃতিচারণ করবেন গীতিকার শহীদ মাহমুদ জঙ্গী, সুরকার ফোয়াদ নাসের বাবু, সংগীতশিল্পী নকীব খান, পার্থ বড়ুয়া, বাপ্পা মজুমদারসহ আরও অনেকে। তারা আইয়ুব বাচ্চুর সংগীত যাত্রা, সাফল্য এবং রক মিউজিকে তার অবদানের গল্প শোনাবেন।
শুধু আলোচনা নয়, অনুষ্ঠানে অংশ নেবেন নতুন প্রজন্মের শিল্পীরাও। তারা গেয়ে শোনাবেন আইয়ুব বাচ্চুর কালজয়ী গান, যা আজও রকপ্রেমীদের মনে আবেগের সঞ্চার করে। এছাড়া ফাউন্ডেশন তার অপ্রকাশিত কিছু গানও এই অনুষ্ঠানে প্রকাশের পরিকল্পনা করেছে।
আইয়ুব বাচ্চুর জন্মদিনের এই আয়োজন কেবল তার সঙ্গীতকে স্মরণ করেই সীমাবদ্ধ নয়, বরং নতুন প্রজন্মকে অনুপ্রাণিত করার এক গুরুত্বপূর্ণ উদাহরণ হিসেবে বিবেচিত হচ্ছে। সংগীতপ্রেমীরা আশা করছেন, অনুষ্ঠানটি তার শিল্পী জীবনের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করার পাশাপাশি বাংলাদেশের রক সংগীতের ঐতিহ্য আরও দৃঢ় করবে।
আইয়ুব বাচ্চু ১৯৬২ সালের ২৩ আগস্ট জন্মগ্রহণ করেন। তিনি দেশের রক মিউজিককে নতুন উচ্চতায় পৌঁছে দেওয়ার পাশাপাশি সঙ্গীতপ্রেমীদের মনে চিরস্থায়ী ছাপ রেখে গেছেন। তার অবদান আজও বাংলাদেশের সঙ্গীত জগতে অমর।
পশ্চিম যাত্রাবাড়ী, মদিনা মেডিকেল, ০৯ তালা।
সম্পাদক ও প্রকাশক
হুমায়ুন কবির সাগর
পরিচালক
মাহবুব আলম সৈকত
নিউজ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: searchbdnews@gmail.com
বিজ্ঞাপণ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: ads@searchbdnews.com
©২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত || Serach BD News