ঢাকা, ১৮ সেপ্টেম্বর, ২০২৫
ডেস্ক রিপোর্ট :
Publish : 02:39 AM, 07 September 2025.
Digital Solutions Ltd

“আজ শনিবার সারা দেশে পালিত হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী ”

Publish : 02:39 AM, 07 September 2025.
“আজ শনিবার সারা দেশে পালিত হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী ”

ছবি সংগৃহীত

ডেস্ক রিপোর্ট :

আজ রবিউল আউয়াল মাসের ১২ তারিখ; মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর জন্ম ও ওফাতের পুণ্যময় দিন। ৫৭০ খ্রিস্টাব্দে আরবের মক্কা নগরীতে জন্মগ্রহণ করা মহানবী (সা.) ৬৩ বছর বয়সে একই দিনে ইন্তেকাল করেন।

মহানবীর জন্মের আগে গোটা আরব অন্ধকারে নিমজ্জিত ছিল। মানুষেরা নানা অপকর্মে লিপ্ত ছিলেন, অরাজকতা ও বিশৃঙ্খলা ছিল চারপাশে। এই অন্ধকার যুগ থেকে মানবকুলের মুক্তি ও আলোর পথ দেখাতে মহান আল্লাহ তাআলা রাসুলুল্লাহ (সা.)-কে প্রেরণ করেন। মহানবী (সা.) অল্প বয়স থেকেই আল্লাহর প্রেমে অনুরক্ত হয়ে হেরা পর্বতের গুহায় ধ্যানমগ্ন থাকতেন। ২৫ বছর বয়সে বিবি খাদিজার সঙ্গে বিবাহিত হন এবং মাত্র ৪০ বছর বয়সে নবুয়ত লাভ করেন।

পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে সারাদেশে ধর্মীয় মর্যাদা ও ভাবগাম্ভীর্যের সঙ্গে দিনটি উদযাপিত হচ্ছে। ধর্ম মন্ত্রণালয় ও ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে ব্যাপক কর্মসূচি নেওয়া হয়েছে। ধর্মবিষয়ক উপদেষ্টা এএফএম খালিদ হোসেনের সভাপতিত্বে আন্তঃমন্ত্রণালয় সভায় বিস্তারিত কর্মসূচি চূড়ান্ত করা হয়।

দিবসটি উপলক্ষে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী পৃথক বাণী দিয়েছেন। সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত ও বেসরকারি প্রতিষ্ঠানগুলো জাতীয় পতাকা উত্তোলন করেছে। রাজধানীর প্রধান সড়ক ও গুরুত্বপূর্ণ স্থাপনাসমূহ কালিমা তাইয়্যেবা লেখা ব্যানার ও পতাকা দিয়ে সাজানো হয়েছে।

ইসলামিক ফাউন্ডেশন ১৫ দিনব্যাপী বিশেষ অনুষ্ঠান আয়োজন করেছে, যার মধ্যে রয়েছে কিরাত ও নাত প্রতিযোগিতা, কবিতা পাঠ, সাংস্কৃতিক আসর, আরবি খুতবা রচনা প্রতিযোগিতা, সেমিনার ও বিশেষ স্মারক প্রকাশ। এছাড়া ১২ রবিউল আউয়াল থেকে বায়তুল মোকাররম মসজিদের দক্ষিণ প্রাঙ্গণে দুই সপ্তাহব্যাপী ইসলামী বইমেলা অনুষ্ঠিত হচ্ছে।

বাংলাদেশ টেলিভিশন, বেতার ও অন্যান্য ইলেকট্রনিক মিডিয়ায় বিশেষ অনুষ্ঠান সম্প্রচারিত হচ্ছে। পত্রপত্রিকায় মহানবীর জীবন ও শিক্ষার ওপর আলোকপাত করা হয়েছে। দেশের সব বিশ্ববিদ্যালয়, শিক্ষা ও সাংস্কৃতিক প্রতিষ্ঠান ও ধর্মীয় সংগঠনগুলো আলোচনা সভা, দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করেছে।

শিশুদের জন্য বাংলাদেশ শিশু একাডেমি নাত পাঠ, প্রবন্ধ প্রতিযোগিতা ও আলোচনা সভা আয়োজন করেছে। দেশের সামরিক ও বেসামরিক হাসপাতাল, কারাগার, এতিমখানা, শিশু নিবাস এবং বৃদ্ধাশ্রমে বিশেষ খাবারের ব্যবস্থা করা হয়েছে। বিদেশে বাংলাদেশের মিশনগুলোও যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের সঙ্গে দিনটি পালন করবে।

এই সব কর্মসূচির মাধ্যমে মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর জীবন ও শিক্ষা, ইসলামের শান্তি, সহনশীলতা, ভ্রাতৃত্ব, মানবাধিকার এবং নারী মর্যাদার বার্তা তুলে ধরা হবে।

ধর্ম বিভাগের অন্যান্য খবর

Search bd News

পশ্চিম যাত্রাবাড়ী, মদিনা মেডিকেল, ০৯ তালা।

সম্পাদক ও প্রকাশক
হুমায়ুন কবির সাগর

পরিচালক
মাহবুব আলম সৈকত

নিউজ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: searchbdnews@gmail.com

বিজ্ঞাপণ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: ads@searchbdnews.com

©২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত || Serach BD News

Develop by _ DigitalSolutions.Ltd
শিরোনাম রাজধানীর হাজারীবাগে আ.লীগের ঝটিকা মিছিল, ১১ জন গ্রেফতার শিরোনাম চরফ্যাশনের ২০ চরে সুপেয় পানির হাহাকার, শিক্ষা ও নিরাপত্তার চরম সংকট শিরোনাম রাজবাড়ীর নুরাল পাগলের দরবার থেকে জেনারেটর চুরির অভিযোগে যুবক গ্রেপ্তার শিরোনাম জয়পুরহাট সরকারি কলেজে ছাত্রদলের সম্মেলন পণ্ড, ৭ নেতাকে কেন্দ্র থেকে বহিষ্কার শিরোনাম রাজাপুরে বুদ্ধিপ্রতিবন্ধী তরুণীকে ধর্ষণচেষ্টার অভিযোগে, পু্লিশ একজনকে আটক করেছে শিরোনাম ঝালকাঠির কবি শাহনাজ পারভিন বরিশাল বিভাগের শ্রেষ্ঠ শিক্ষক