ছবি সংগৃহীত
মসজিদে নববির প্রবীণ কুরআন শিক্ষক শেখ বশির বিন আহমেদ সিদ্দিক ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্নাইলাহি রাজিউন)। বুধবার (১ অক্টোবর) তার ইন্তেকালের খবর নিশ্চিত করেছে শেখ বশিরের অফিসিয়াল এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্ট।
দীর্ঘ ৬০ বছর ধরে তিনি ইসলামের দ্বিতীয় পবিত্রতম মসজিদে কুরআন শিক্ষার সঙ্গে যুক্ত ছিলেন। এই সময়ে তিনি বহু প্রজন্মের গুণী ছাত্র তৈরি করে গেছেন, যারা আজ বিশ্বের বিভিন্ন প্রান্তে ইসলামি শিক্ষার আলো ছড়িয়ে দিচ্ছেন।
শেখ বশির কুরআনিক শিক্ষার জগতে এক মহান ব্যক্তিত্ব হিসেবে পরিচিত ছিলেন। তাজবিদ ও কিরাতের ওপর তার গভীর জ্ঞানের কারণে তিনি ছিলেন বিশ্বজোড়া সমাদৃত। তার কাছে শিক্ষা নিতে সৌদি আরবসহ বিশ্বের বিভিন্ন দেশ থেকে ছাত্ররা মসজিদে নববিতে আসতেন।
তার ছাত্রদের মধ্যে রয়েছেন— সাবেক হারামের ইমাম শেখ মুহাম্মদ আইয়ুব ও শেখ আলী জাবের, বর্তমান নববী মসজিদের ইমাম শেখ আব্দুল মুহসিন আল-কাসিম ও শেখ সালাহ আল-বুদাইর, এবং প্রবীণ স্কলার কাউন্সিলের সদস্য শেখ মুহাম্মদ আল-মুখতার আল-শানকিতি।
শেখ বশির তার হাতে গড়ে তুলেছেন হাজার হাজার ছাত্র, যারা বর্তমানে ইসলামের পবিত্রতম মসজিদে ইমামতি করছেন এবং বিশ্বব্যাপী ইসলামি জ্ঞানের বিস্তারে কাজ করছেন। তার শিক্ষাদান পদ্ধতি ছিল একদিকে ঐতিহ্যবাহী, অন্যদিকে পাণ্ডিত্যপূর্ণ অন্তর্দৃষ্টিসমৃদ্ধ। এই অনন্য মিশ্রণ তাকে বিশেষ মর্যাদায় অধিষ্ঠিত করেছে।
তার ইন্তেকালে মুসলিম বিশ্বে গভীর শোকের ছায়া নেমে এসেছে। কুরআনিক শিক্ষা ও তেলাওয়াতের ক্ষেত্রে তিনি যে ঐতিহ্য রেখে গেছেন, তা আগামী প্রজন্মকে অনুপ্রেরণা জোগাবে বলে মনে করছে মসজিদে নববির কর্তৃপক্ষ। তারা একে কুরআনিক শিক্ষার জগতে "অপূরণীয় ক্ষতি" হিসেবে আখ্যায়িত করেছে।
শেখ বশিরের মৃত্যু মুসলিম উম্মাহর জন্য নিঃসন্দেহে এক বড় শূন্যতা সৃষ্টি করেছে। তবে তার রেখে যাওয়া ছাত্র ও উত্তরসূরিরা তার শিক্ষার ধারা ও ঐতিহ্যকে ধরে রাখবেন— এটাই সবার প্রত্যাশা।
পশ্চিম যাত্রাবাড়ী, মদিনা মেডিকেল, ০৯ তালা।
সম্পাদক ও প্রকাশক
হুমায়ুন কবির সাগর
পরিচালক
মাহবুব আলম সৈকত
নিউজ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: searchbdnews@gmail.com
বিজ্ঞাপণ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: ads@searchbdnews.com
©২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত || Serach BD News