ঢাকা, ২৮ অক্টোবর, ২০২৫
ধর্ম ডেস্ক :
Publish : 01:30 AM, 30 September 2025.
Digital Solutions Ltd

মুসলিম বাবা-মায়েদের সন্তান পালনে তিনটি বড় ভুল, যা এড়িয়ে চলা জরুরি

Publish : 01:30 AM, 30 September 2025.
মুসলিম বাবা-মায়েদের সন্তান পালনে তিনটি  বড় ভুল, যা এড়িয়ে চলা জরুরি

ছবি সংগৃহীত

ধর্ম ডেস্ক :

সন্তান মানুষ করার দায়িত্ব ইসলাম ধর্মে বাবা-মায়ের জন্য এক গুরুত্বপূর্ণ আমানত। কিন্তু বাস্তবতায় দেখা যায়, অনেক সময় মা-বাবা অজান্তেই এমন কিছু ভুল করে বসেন, যা সন্তানের ব্যক্তিত্ব গঠন ও ভবিষ্যতের ওপর বিরূপ প্রভাব ফেলে। বিশেষজ্ঞরা মনে করেন, মুসলিম পরিবারগুলোতে বিশেষভাবে তিনটি ভুল সবচেয়ে বেশি হয়ে থাকে।

১. সন্তানকে সম্পত্তি ভাবা

সন্তান আল্লাহর পক্ষ থেকে দানকৃত এক অমূল্য আমানত। পবিত্র কোরআনে আল্লাহ তায়ালা সতর্ক করে দিয়েছেন : “জেনে রেখ, তোমাদের ধন-সম্পদ ও সন্তান-সন্ততি হচ্ছে পরীক্ষার সামগ্রী মাত্র।” (সুরা আনফাল, আয়াত : ২৮; সুরা তাগাবুন, আয়াত : ১৫)।

কিন্তু অনেক বাবা-মা সন্তানের আচরণকে নিজেদের মান-সম্মানের সঙ্গে মিলিয়ে নিয়ন্ত্রণ করতে চান। এতে শিশুর স্বাভাবিক বিকাশ ব্যাহত হয়।

সমাধান: সন্তানকে নিয়ন্ত্রণ নয়, লালন-পালন করুন। তাকে একজন স্বতন্ত্র মানুষ হিসেবে বেড়ে উঠতে দিন।

২. সন্তানকে ভালোভাবে চিনি—এমন ধারণা

বেশিরভাগ মা-বাবা মনে করেন, তারা সন্তানের মন-মানসিকতা ভালোভাবেই জানেন। বাস্তবে দেখা যায়, সন্তানের ব্যক্তিত্ব, চিন্তাভাবনা ও চাওয়া-পাওয়া বাবা-মায়ের প্রত্যাশা থেকে ভিন্ন হয়।

সমাধান: সন্তানের সঙ্গে সময় কাটান, কথা বলুন, খেলুন, বয়স অনুযায়ী দায়িত্ব দিন। কোরআনে বলা হয়েছে : “অবশ্যই আমি মানুষকে সৃষ্টি করেছি সর্বোত্তম গঠনে।” (সুরা ত্বীন, আয়াত : ৪)। তাই সন্তানকে স্বতন্ত্র ব্যক্তিত্ব হিসেবে বোঝার চেষ্টা করুন।

৩. সন্তানের ওপর নিজের স্বপ্ন চাপিয়ে দেওয়া

অনেক সময় মা-বাবা তাদের অপূর্ণ স্বপ্ন সন্তানকে দিয়ে পূরণ করাতে চান। যেমন—ডাক্তার, ইঞ্জিনিয়ার বানানোর জন্য চাপ প্রয়োগ করা হয়। এতে সন্তান তার নিজস্ব ইচ্ছা থেকে দূরে সরে যায় এবং সম্পর্কের অবনতি ঘটে।

সমাধান: সন্তানের স্বপ্নকে মর্যাদা দিন। তাকে নিজের পছন্দমতো জীবনের লক্ষ্য স্থির করতে সহায়তা করুন।

সন্তান আল্লাহর দান। তাকে সঠিকভাবে বেড়ে ওঠার সুযোগ দেওয়া শুধু বাবা-মায়ের দায়িত্ব নয়, এটি ইবাদতের অংশও বটে। তাই নিয়ন্ত্রণ নয়, ভালোবাসা, বোঝাপড়া ও সহযোগিতা দিয়েই হতে হবে উত্তম অভিভাবক।

ধর্ম বিভাগের অন্যান্য খবর

Search bd News

পশ্চিম যাত্রাবাড়ী, মদিনা মেডিকেল, ০৯ তালা।

সম্পাদক ও প্রকাশক
হুমায়ুন কবির সাগর

পরিচালক
মাহবুব আলম সৈকত

নিউজ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: searchbdnews@gmail.com

বিজ্ঞাপণ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: ads@searchbdnews.com

©২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত || Serach BD News

Develop by _ DigitalSolutions.Ltd
শিরোনাম চট্টগ্রামে দিন-দুপুরে প্রাইভেটকারে গরু চুরি করে চোর পালাল শিরোনাম পদ্মার চরে খড় কাটাকে কেন্দ্র করে গোলাগুলিতে দুই যুবক নিহত শিরোনাম ঝালকাঠিতে ধর্মীয় অনুভূতিতে আঘাত: অভিযুক্ত অভিজিতের পিতামাতাকে পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে শিরোনাম কমলাপুরে যাত্রা হবে স্বস্তির—উদ্বোধনের অপেক্ষায় টিটি পাড়া আন্ডারপাস শিরোনাম রাজশাহীতে ক্লিনিকের ভেতর নার্সকে ধর্ষণের অভিযোগে চিকিৎসক গ্রেপ্তার শিরোনাম ‘মা তুমি কান্না করো না, বাবা ঘুমোচ্ছে’— মেট্রো দুর্ঘটনায় স্তব্ধ এক পরিবার