ঢাকা, ২৭ অক্টোবর, ২০২৫
ধর্ম ডেস্ক :
Publish : 12:04 AM, 12 October 2025.
Digital Solutions Ltd

৭ বছর কারাবাসের পর মুক্তি পেলেন কাবার সাবেক ইমাম শায়খ সালেহ আল-তালিব

Publish : 12:04 AM, 12 October 2025.
৭ বছর কারাবাসের পর মুক্তি পেলেন কাবার সাবেক ইমাম শায়খ সালেহ আল-তালিব

ছবি সংগৃহীত

ধর্ম ডেস্ক :

সাত বছরের কঠোর কারাবাসের পর সৌদি আরবের মসজিদুল হারামের সাবেক ইমাম শায়খ সালেহ আল-তালিবকে মুক্তি দিয়েছে দেশটির সরকার। তবে তিনি এখনও গৃহবন্দি আছেন এবং পায়ে ইলেকট্রনিক মনিটর লাগানো রয়েছে।দ

মানবাধিকার সংস্থা প্রিজনার্স অব কনসায়েন্স সামাজিক মাধ্যমে শায়খ সালেহ আল-তালিবের মুক্তির বিষয়টি নিশ্চিত করেছে। সংস্থার তথ্য অনুযায়ী, তিনি মুক্ত হলেও সম্পূর্ণ স্বাধীন নন এবং তার চলাচলের উপর নজরদারি চলছে।

২০১৮ সালে শায়খ সালেহ আল-তালিবকে গ্রেপ্তার করা হয়। তার গ্রেপ্তারের কারণ ছিল সৌদি নেতৃত্ব ও মিশ্র লিঙ্গ কেন্দ্রিক অনুষ্ঠানের সমালোচনামূলক বক্তৃতা। ওই বক্তৃতায় তিনি অন্যায়ের বিরুদ্ধে বক্তব্য রাখার পাশাপাশি ইসলামে নৈতিক দায়িত্ব পালনের গুরুত্ব তুলে ধরেছিলেন।

সৌদি সরকার কখনও আনুষ্ঠানিকভাবে তার বিরুদ্ধে অভিযোগ প্রকাশ করেনি। ২০২২ সালে রিয়াদের বিশেষ আপিল আদালত তাকে ১০ বছরের কারাদণ্ড দেয়। মুক্তির পরও তিনি সীমিতভাবে গৃহবন্দি আছেন।

শায়খ সালেহ আল-তালিবের জন্ম ১৯৭৪ সালের ২৩ জানুয়ারি হুৎতাত বানী তায়মি পরিবারের মধ্যে। পরিবারটি ইসলামি শিক্ষাবিদ, বিচারক ও গবেষকদের জন্য পরিচিত। তিনি কোরআনের সুমধুর তেলাওয়াত ও বক্তৃতার মাধ্যমে আন্তর্জাতিকভাবে খ্যাতি অর্জন করেছেন এবং অনলাইনে তার লাখ লাখ অনুসারী রয়েছেন। কারাবাসের আগে তিনি মক্কা, রিয়াদ ও অন্যান্য অঞ্চলে বিচারক হিসেবেও দায়িত্ব পালন করেছেন।

শায়খের মুক্তির খবর মুসলিম বিশ্বের মধ্যে স্বস্তি এবং আনন্দের সৃষ্ট করেছে। যদিও মুক্তি পেলেও তার স্বাধীনতার পুরো নিশ্চয়তা নেই।

প্রসঙ্গত, ২০১৭ সালের জুনে সৌদি ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান ক্ষমতায় আসার পর থেকে ধর্মীয় ব্যক্তিত্ব, রাজপরিবারের সদস্য এবং সোশ্যাল মিডিয়ায় সমালোচনামূলক মন্তব্যকারীদের গ্রেপ্তার বেড়ে গেছে। আন্তর্জাতিক পর্যায়ে সৌদি সরকারের এই কঠোর অবস্থান সমালোচিত হয়েছে।

ধর্ম বিভাগের অন্যান্য খবর

Search bd News

পশ্চিম যাত্রাবাড়ী, মদিনা মেডিকেল, ০৯ তালা।

সম্পাদক ও প্রকাশক
হুমায়ুন কবির সাগর

পরিচালক
মাহবুব আলম সৈকত

নিউজ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: searchbdnews@gmail.com

বিজ্ঞাপণ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: ads@searchbdnews.com

©২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত || Serach BD News

Develop by _ DigitalSolutions.Ltd
শিরোনাম চট্টগ্রামে দিন-দুপুরে প্রাইভেটকারে গরু চুরি করে চোর পালাল শিরোনাম পদ্মার চরে খড় কাটাকে কেন্দ্র করে গোলাগুলিতে দুই যুবক নিহত শিরোনাম ঝালকাঠিতে ধর্মীয় অনুভূতিতে আঘাত: অভিযুক্ত অভিজিতের পিতামাতাকে পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে শিরোনাম কমলাপুরে যাত্রা হবে স্বস্তির—উদ্বোধনের অপেক্ষায় টিটি পাড়া আন্ডারপাস শিরোনাম রাজশাহীতে ক্লিনিকের ভেতর নার্সকে ধর্ষণের অভিযোগে চিকিৎসক গ্রেপ্তার শিরোনাম ‘মা তুমি কান্না করো না, বাবা ঘুমোচ্ছে’— মেট্রো দুর্ঘটনায় স্তব্ধ এক পরিবার