ছবি সংগৃহীত
নেপাল সরকার সোশ্যাল মিডিয়া অ্যাপগুলোর ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিয়েছে। জেনারেশন জেডের নেতৃত্বে ব্যাপক বিক্ষোভ ও সহিংসতার পর সোমবার রাতে এ সিদ্ধান্ত নেয়া হয়। মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) এনডিটিভির প্রতিবেদন এ তথ্য নিশ্চিত করেছে।
দুর্নীতি ও সামাজিক যোগাযোগমাধ্যমে সরকারি বিধিনিষেধের প্রতিবাদে বিক্ষোভকারীরা রাজধানী কাঠমান্ডুসহ বিভিন্ন স্থানে রাস্তায় নেমে আসে। এ সময় নিরাপত্তা বাহিনীর সঙ্গে ব্যাপক সংঘর্ষে অন্তত ১৯ জন নিহত হন। সহিংসতা নিয়ন্ত্রণে আনতে পুলিশ বিক্ষোভকারীদের ওপর গুলি চালায়।
সরকারি নিষেধাজ্ঞার কারণে ফেসবুক, ইউটিউব, এক্সসহ ২৬টি জনপ্রিয় সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম বন্ধ হয়ে যায়। নতুন নিয়ম অনুযায়ী এসব প্ল্যাটফর্মকে নিবন্ধনের বাধ্যবাধকতা দেয়া হয়েছিল। তবে তা কার্যকর করার আগেই সামাজিক ক্ষোভ তীব্র আকার ধারণ করে।
যোগাযোগ, তথ্য ও সম্প্রচার মন্ত্রী পৃথ্বী সুব্বা গুরুং জানিয়েছেন, মন্ত্রিসভার জরুরি বৈঠকের পর সরকার পূর্বের সিদ্ধান্ত থেকে সরে এসেছে। তিনি ঘোষণা দেন— সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোতে আর কোনো বাধা থাকছে না। একই সঙ্গে তিনি জেনারেশন জেড গ্রুপকে তাদের আন্দোলন প্রত্যাহারের আহ্বান জানান।
এরই মধ্যে সহিংসতা তদন্তে একটি বিশেষ কমিটি গঠন করেছে নেপাল সরকার। কমিটিকে ১৫ দিনের মধ্যে প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
পর্যবেক্ষকরা বলছেন, এই ঘটনাকে কেন্দ্র করে নেপালে তরুণ প্রজন্মের রাজনৈতিক অংশগ্রহণ নতুন মাত্রা পেল। অনেকের মতে, সরকারের সিদ্ধান্ত তরুণদের চাপের কাছে নতি স্বীকার করার প্রতিফলন।
পশ্চিম যাত্রাবাড়ী, মদিনা মেডিকেল, ০৯ তালা।
সম্পাদক ও প্রকাশক
হুমায়ুন কবির সাগর
পরিচালক
মাহবুব আলম সৈকত
নিউজ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: searchbdnews@gmail.com
বিজ্ঞাপণ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: ads@searchbdnews.com
©২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত || Serach BD News