ছবি সংগৃহীত
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ৭৫তম জন্মদিন বুধবার (১৭ সেপ্টেম্বর) পালিত হচ্ছে। জন্মদিনের আগের রাতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মোদিকে ফোন করে শুভেচ্ছা জানিয়েছেন।
মোদি সামাজিক যোগাযোগ মাধ্যমে এই শুভেচ্ছার জন্য ট্রাম্পকে ধন্যবাদ জানিয়েছেন। তিনি লেখেন,
‘৭৫তম জন্মদিনের শুভেচ্ছার জন্য অসংখ্য ধন্যবাদ বন্ধু।’
মোদি আরও উল্লেখ করেন,
‘আপনার মতো আমিও ভারত-আমেরিকার সমঝোতা ও বৈশ্বিক অংশীদারত্বকে সম্পূর্ণ নতুন উচ্চতায় নিয়ে যেতে চাই।’
তিনি ট্রাম্পের উদ্যোগকে সমর্থন জানান রাশিয়া-ইউক্রেন সংঘাতের শান্তিপূর্ণ সমাধানের জন্য।
এর আগে ১৭ জুনের পর এটি ছিল ট্রাম্প ও মোদির মধ্যে ফোনে প্রথম যোগাযোগ। বিভিন্ন সংবাদমাধ্যমের সূত্রে জানা গেছে, ট্রাম্প মোদিকে গত কয়েক সপ্তাহে অন্তত চারবার ফোন করেছিলেন, কিন্তু মোদি তখন ফোন ধরেননি।
যুক্তরাষ্ট্র ও ভারতের বাণিজ্যিক সম্পর্কের টানাপড়েনের পটভূমিতে, মোদির জন্মদিন উপলক্ষ্যে ট্রাম্পের ফোনকে কূটনৈতিকভাবে ইতিবাচক হিসেবে দেখা হচ্ছে।
এ ধরনের আন্তঃরাষ্ট্রীয় শুভেচ্ছা বার্তা দুই দেশের সম্পর্কের সৌহার্দ্য এবং কূটনৈতিক সম্পর্কের নতুন মাত্রা তুলে ধরেছে।
পশ্চিম যাত্রাবাড়ী, মদিনা মেডিকেল, ০৯ তালা।
সম্পাদক ও প্রকাশক
হুমায়ুন কবির সাগর
পরিচালক
মাহবুব আলম সৈকত
নিউজ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: searchbdnews@gmail.com
বিজ্ঞাপণ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: ads@searchbdnews.com
©২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত || Serach BD News