ছবি সংগৃহীত
রোববার দক্ষিণ এশিয়ার অন্তত ছয় দেশে ভূমিকম্পের কম্পন অনুভূত হয়েছে। স্থানীয় সময় বিকেল ৫টা ১১ মিনিটে রিখটার স্কেলে ৫ দশমিক ৯ মাত্রার এই ভূমিকম্প আঘাত হানে, জানিয়েছে মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস।
ইউএসজিএস জানায়, ভূমিকম্পটি বাংলাদেশ, ভারত, নেপাল, মিয়ানমার, ভুটান ও চীনে অনুভূত হয়েছে। কম্পনের উৎপত্তিস্থল ছিল ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য আসামের ঢেকিয়াজুলিতে। ভূমিকম্পটির উৎপত্তি ভূগর্ভের মাত্র ১০ কিলোমিটার গভীরে হওয়ায় কেন্দ্রস্থলে তীব্র কম্পন অনুভূত হয়েছে।
জার্মানির ভূতাত্ত্বিক গবেষণা সংস্থা জার্মান রিসার্চ সেন্টার ফর জিওসায়েন্সেস (জিএফজেড) জানিয়েছে, একই সময়ে উত্তর-পূর্ব ভারতে রিখটার স্কেলে ৫.৭১ মাত্রার কম্পন ধরা পড়েছে।
এখন পর্যন্ত জানা যায়, এই ভূমিকম্পে কোনও প্রাণহানি বা বড় ধরনের ক্ষয়ক্ষতির তথ্য পাওয়া যায়নি। তবে রাজধানী ঢাকা ও দেশের বিভিন্ন জেলায় হঠাৎ কেঁপে ওঠায় মানুষ আতঙ্কিত হয়ে বাড়ি থেকে রাস্তায় বের হন।
বিশেষজ্ঞরা সতর্ক করে বলছেন, দক্ষিণ এশিয়া ভূমিকম্পের ঝুঁকিপূর্ণ এলাকায় রয়েছে। তাই জনগণকে সতর্ক থাকা এবং দুর্যোগ মোকাবিলায় প্রস্তুত থাকার পরামর্শ দেওয়া হচ্ছে।
পশ্চিম যাত্রাবাড়ী, মদিনা মেডিকেল, ০৯ তালা।
সম্পাদক ও প্রকাশক
হুমায়ুন কবির সাগর
পরিচালক
মাহবুব আলম সৈকত
নিউজ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: searchbdnews@gmail.com
বিজ্ঞাপণ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: ads@searchbdnews.com
©২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত || Serach BD News