ঢাকা, ১৮ সেপ্টেম্বর, ২০২৫
আন্তর্জাতিক ডেস্ক :
Publish : 12:29 AM, 17 September 2025.
Digital Solutions Ltd

এরদোয়ানের পদত্যাগ দাবিতে তুরস্কে লাখো মানুষের বিক্ষোভ

Publish : 12:29 AM, 17 September 2025.
এরদোয়ানের পদত্যাগ দাবিতে তুরস্কে লাখো মানুষের বিক্ষোভ

ছবি সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্ক :

বিরোধী দলের ওপর দমন-পীড়নের অভিযোগ ঘিরে উত্তাল হয়ে উঠেছে তুরস্কের রাজনীতি। রাজধানী আঙ্কারায় বিরোধী দল রিপাবলিকান পিপলস পার্টি (সিএইচপি) আয়োজিত বিশাল সমাবেশে লাখো মানুষ অংশ নিয়ে এরদোয়ান সরকারের পদত্যাগ দাবি তুলেছেন।

রয়টার্স জানায়, রোববার (১৪ সেপ্টেম্বর) আঙ্কারার তানদোগান স্কয়ারে কয়েক লাখ সমর্থক সমবেত হন। হাতে জাতীয় পতাকা ও দলীয় ব্যানার নিয়ে তারা বর্তমান সরকারের বিরুদ্ধে স্লোগান দেন। সমাবেশের মঞ্চে দাঁড়িয়ে সিএইচপি নেতা ওজগুর ওজেল বলেন, সাম্প্রতিক গ্রেফতারগুলো রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত এবং বিরোধী নেতারা নির্দোষ।

গত কয়েক মাসে সিএইচপি-র একাধিক মেয়র ও শতাধিক পৌর কর্মচারীকে দুর্নীতির অভিযোগে গ্রেফতার করেছে সরকার। গ্রেফতারদের মধ্যে রয়েছেন ইস্তাম্বুলের মেয়র একরেম ইমামোগলু, যিনি প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের মূল রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী হিসেবে পরিচিত। বিরোধীদের দাবি, এসব অভিযোগ মিথ্যা এবং কেবল আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে এরদোয়ানের পথ সুগম করতেই এই অভিযান চলছে।

অন্যদিকে এরদোয়ান সরকার অভিযোগ অস্বীকার করেছে। তাদের বক্তব্য, তুরস্কের বিচার ব্যবস্থা স্বাধীনভাবে কাজ করছে এবং গ্রেফতারগুলো আইনি প্রক্রিয়ার অংশ।

এদিকে, ২০২৩ সালে তুরস্কের কংগ্রেস বাতিল চেয়ে করা এক মামলার রায় আজ ঘোষণা হওয়ার কথা। বিশেষজ্ঞরা মনে করছেন, কংগ্রেস বাতিল হলে সিএইচপি অভ্যন্তরীণ নেতৃত্ব সংকটে পড়তে পারে, যা দলটির রাজনৈতিক অবস্থানকে আরও দুর্বল করবে।

রাজনৈতিক অস্থিরতার মধ্যে এই বিক্ষোভ তুরস্কের আসন্ন নির্বাচনী প্রক্রিয়াকে নতুন মাত্রা দিয়েছে বলে পর্যবেক্ষকরা মনে করছেন।

আন্তর্জাতিক বিভাগের অন্যান্য খবর

Search bd News

পশ্চিম যাত্রাবাড়ী, মদিনা মেডিকেল, ০৯ তালা।

সম্পাদক ও প্রকাশক
হুমায়ুন কবির সাগর

পরিচালক
মাহবুব আলম সৈকত

নিউজ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: searchbdnews@gmail.com

বিজ্ঞাপণ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: ads@searchbdnews.com

©২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত || Serach BD News

Develop by _ DigitalSolutions.Ltd
শিরোনাম রাজধানীর হাজারীবাগে আ.লীগের ঝটিকা মিছিল, ১১ জন গ্রেফতার শিরোনাম চরফ্যাশনের ২০ চরে সুপেয় পানির হাহাকার, শিক্ষা ও নিরাপত্তার চরম সংকট শিরোনাম রাজবাড়ীর নুরাল পাগলের দরবার থেকে জেনারেটর চুরির অভিযোগে যুবক গ্রেপ্তার শিরোনাম জয়পুরহাট সরকারি কলেজে ছাত্রদলের সম্মেলন পণ্ড, ৭ নেতাকে কেন্দ্র থেকে বহিষ্কার শিরোনাম রাজাপুরে বুদ্ধিপ্রতিবন্ধী তরুণীকে ধর্ষণচেষ্টার অভিযোগে, পু্লিশ একজনকে আটক করেছে শিরোনাম ঝালকাঠির কবি শাহনাজ পারভিন বরিশাল বিভাগের শ্রেষ্ঠ শিক্ষক