ঢাকা, ১৮ সেপ্টেম্বর, ২০২৫
আন্তর্জাতিক ডেস্ক :
Publish : 02:22 AM, 11 September 2025.
Digital Solutions Ltd

নেপালে অন্তর্বর্তী প্রধানমন্ত্রীর খোঁজে জোর আলোচনা

Publish : 02:22 AM, 11 September 2025.
নেপালে অন্তর্বর্তী প্রধানমন্ত্রীর খোঁজে জোর আলোচনা

ছবি সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্ক :

সরকার পতনের পর নেপালে অন্তর্বর্তী প্রধানমন্ত্রী নিয়োগ নিয়ে জোর আলোচনা চলছে। বিক্ষোভকারীরা প্রস্তাব করেছেন সুপ্রিম কোর্টের সাবেক প্রধান বিচারপতি সুশীলা কার্কির নাম। দেশটির সেনাপ্রধান জেনারেল অশোক রাজ সিগদেল বিক্ষোভকারী প্রতিনিধি ও সংশ্লিষ্ট পক্ষগুলোর সঙ্গে বৈঠক করেছেন।

দুর্নীতি, বেকারত্ব এবং সামাজিক যোগাযোগমাধ্যম বন্ধ করে দেওয়ায় গত কয়েকদিন ধরে বিক্ষোভে উত্তাল হয়ে ওঠে নেপাল। সহিংসতায় মৃতের সংখ্যা দাঁড়িয়েছে অন্তত ৩০ জনে। পরিস্থিতি নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ স্থাপনা ও সাধারণ মানুষের নিরাপত্তায় সেনা মোতায়েন রয়েছে। রাজধানী কাঠমান্ডুসহ বিভিন্ন এলাকায় জারি করা হয়েছে কারফিউ।

প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি পদত্যাগের পর সেনাবাহিনী কার্যত দেশের নিয়ন্ত্রণ নেয়। মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) থেকে সেনারা সাঁজোয়া যান নিয়ে রাজপথে টহল দিচ্ছে। দোকানপাট বন্ধ থাকায় জনশূন্য হয়ে পড়ে কাঠমান্ডুর রাজপথ। তবে স্বাভাবিকতা ফিরতে শুরু করায় পুনরায় চালু হয়েছে ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দর।

কাঠমান্ডু পোস্টের তথ্য অনুযায়ী, প্রধানমন্ত্রী পদত্যাগের পরও সংবিধানের নিবন্ধ ৭৭-এর ধারা তিন অনুযায়ী বর্তমান মন্ত্রিসভার অধীনেই দেশ পরিচালিত হবে। প্রেসিডেন্ট রামচন্দ্র পৌদেল এক বিজ্ঞপ্তিতে জানিয়েছেন, নতুন প্রধানমন্ত্রী দায়িত্ব না নেওয়া পর্যন্ত কেপি ওলিই কার্যক্রম চালাবেন।

এদিকে, বিক্ষোভকারীরা বলছেন, ‘‘অন্তর্বর্তী সরকারে এমন একজনকে চান যিনি জনগণের কাছে নৈতিক ও নিরপেক্ষ হিসেবে স্বীকৃত। এজন্য সর্বসম্মতভাবে সুশীলা কার্কির নাম প্রস্তাব করা হয়েছে।’’

অন্যদিকে, গুঞ্জন ছড়িয়েছে ওলি দেশ ছেড়ে পালিয়ে গেছেন। তবে তার ঘনিষ্ঠ মহল দাবি করেছে, তিনি এখনো নেপালেই আছেন এবং নিরাপত্তা বাহিনীর সুরক্ষায় অবস্থান করছেন। সংবিধান অনুযায়ী, এমন পরিস্থিতিতে সংসদের কোনো সদস্যকেই প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ দেওয়া সম্ভব।

আন্তর্জাতিক বিভাগের অন্যান্য খবর

Search bd News

পশ্চিম যাত্রাবাড়ী, মদিনা মেডিকেল, ০৯ তালা।

সম্পাদক ও প্রকাশক
হুমায়ুন কবির সাগর

পরিচালক
মাহবুব আলম সৈকত

নিউজ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: searchbdnews@gmail.com

বিজ্ঞাপণ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: ads@searchbdnews.com

©২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত || Serach BD News

Develop by _ DigitalSolutions.Ltd
শিরোনাম ববি ছাত্রদলের সাবেক সভাপতি বিরুদ্ধে দুই ঠিকাদারের চেক তোলার অভিযোগ শিরোনাম ঝালকাঠিতে খলিফা পরিবারের প্রিয় সদস্য মোহাম্মদ জাফর খলিফার ইন্তেকাল করেছেন শিরোনাম ব্যাংকের প্রতিনিধি পরিচয়ে ৬ লাখ টাকা হাতানোর দুই বছর পর প্রতারক গ্রেপ্তার শিরোনাম পাকিস্তান-সৌদি পারস্পরিক প্রতিরক্ষা চুক্তি, ভারতের সতর্ক প্রতিক্রিয়া শিরোনাম চট্টগ্রামে নিষিদ্ধঘোষিত দলের লোকজনকে বাড়ি ভাড়া না দেওয়ার নির্দেশনা শিরোনাম রাজধানীর হাজারীবাগে আ.লীগের ঝটিকা মিছিল, ১১ জন গ্রেফতার