ঢাকা, ১৮ সেপ্টেম্বর, ২০২৫
ডেস্ক রিপোর্ট :
Publish : 09:41 AM, 09 September 2025.
Digital Solutions Ltd

রোদের তাপেও উচ্ছ্বাসে শিক্ষার্থীরা, ডাকসু ভোট কেন্দ্রে ভিড়

Publish : 09:41 AM, 09 September 2025.
রোদের তাপেও উচ্ছ্বাসে শিক্ষার্থীরা, ডাকসু ভোট কেন্দ্রে ভিড়

ছবি সংগৃহীত

ডেস্ক রিপোর্ট :

ঢাকাবিশ্ববিদ্যালয়ক্যাম্পাসেচলছেডাকসুনির্বাচনসকালথেকেইভোটকেন্দ্রগুলোতেশিক্ষার্থীদেরউপস্থিতিচোখেপড়ারমতোমঙ্গলবার (৯ সেপ্টেম্বর) সকাল ৮টায় ভোটগ্রহণ শুরু হওয়ার আগেই বিভিন্ন কেন্দ্রের বাইরে তৈরি হয়েছে দীর্ঘ ভোটার লাইন।

সরাসরি দেখার সময়, টিএসসি এলাকা থেকে শুরু হওয়া লাইনের শেষ পার্শ্ববর্তী সড়কের মাঝামাঝি পর্যন্ত পৌঁছেছে। রোদের তাপ সত্ত্বেও শিক্ষার্থীদের মুখে ক্লান্তির বদলে উচ্ছ্বাস ও প্রত্যাশার ছাপ স্পষ্ট। হাতে পরিচয়পত্র ও ভোটার কাগজপত্র নিয়ে শিক্ষার্থীরা লাইনে দাঁড়িয়ে আছেন। কেউ ছাতার নিচে অপেক্ষা করছেন, কেউ বন্ধুর সঙ্গে আড্ডা দিচ্ছেন, আবার অনেকে ছবি তুলে মুহূর্তগুলো স্মরণীয় করে রাখছেন।

রোকেয়া হলের শিক্ষার্থী রাফিয়া ইসলাম বলেন, “ভোট দিতে অনেকক্ষণ লাইন ধরতে হয়েছে। রোদে দাঁড়িয়ে থাকা সহজ ছিল না, কিন্তু নিজের পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারাটা অনেক আনন্দের।”

আরেক ছাত্রী নাহিদা আক্তার জানান, “এটা শুধু একটি নির্বাচন নয়, আমাদের মতামত জানানোর বড় সুযোগ। সকাল থেকে লাইনে দাঁড়িয়ে থেকেও কারও মুখে ক্লান্তির ছাপ নেই। বরং সবাই খুবই উৎসাহী।”

ছাত্রীরাও বলছেন, মেয়েদেরঅংশগ্রহণএবারেরনির্বাচনেচোখেপড়ারমতোসুমাইয়াখাতুনবলেন, “অনেকেই ভাবতে পারেন মেয়েরা হয়ত গরমে দাঁড়িয়ে থাকতে চাইবে না। কিন্তু আমরা নিজেরা দেখছি, মেয়েদের অংশগ্রহণ যথেষ্ট বেশি। এটা আমাদের জন্য গর্বের।”

উল্লেখ্য, এবারের ডাকসু নির্বাচনে ২৮টি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন মোট ৪৭১ জন প্রার্থী। এর মধ্যে নারী প্রার্থী ৬২ জন। সহ-সভাপতি (ভিপি) পদে ৪৫ জন, সাধারণ সম্পাদক (জিএস) পদে ১৯ জন এবং সহ-সাধারণ সম্পাদক (এজিএস) পদে ২৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

শিক্ষা বিভাগের অন্যান্য খবর

Search bd News

পশ্চিম যাত্রাবাড়ী, মদিনা মেডিকেল, ০৯ তালা।

সম্পাদক ও প্রকাশক
হুমায়ুন কবির সাগর

পরিচালক
মাহবুব আলম সৈকত

নিউজ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: searchbdnews@gmail.com

বিজ্ঞাপণ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: ads@searchbdnews.com

©২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত || Serach BD News

Develop by _ DigitalSolutions.Ltd
শিরোনাম ববি ছাত্রদলের সাবেক সভাপতি বিরুদ্ধে দুই ঠিকাদারের চেক তোলার অভিযোগ শিরোনাম ঝালকাঠিতে খলিফা পরিবারের প্রিয় সদস্য মোহাম্মদ জাফর খলিফার ইন্তেকাল করেছেন শিরোনাম ব্যাংকের প্রতিনিধি পরিচয়ে ৬ লাখ টাকা হাতানোর দুই বছর পর প্রতারক গ্রেপ্তার শিরোনাম পাকিস্তান-সৌদি পারস্পরিক প্রতিরক্ষা চুক্তি, ভারতের সতর্ক প্রতিক্রিয়া শিরোনাম চট্টগ্রামে নিষিদ্ধঘোষিত দলের লোকজনকে বাড়ি ভাড়া না দেওয়ার নির্দেশনা শিরোনাম রাজধানীর হাজারীবাগে আ.লীগের ঝটিকা মিছিল, ১১ জন গ্রেফতার