ছবি সংগৃহীত
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে আলোচিত জুলাই আন্দোলনের মুখ সানজিদা আহমেদ তন্বি বিপুল ভোটে বিজয়ী হয়েছেন। তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করে গবেষণা ও প্রকাশনা সম্পাদক পদে জয় লাভ করেন। চূড়ান্ত ফলে দেখা যায়, তন্বি পেয়েছেন ১১ হাজার ৭৭৭ ভোট।
বুধবার (১০ সেপ্টেম্বর) দুপুরে বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে নির্বাচনের আনুষ্ঠানিক ফলাফল ঘোষণা করা হয়।
এবারের নির্বাচনে প্রধান তিনটি পদেই জয় পেয়েছেন শিবির সমর্থিত ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের প্রার্থীরা।
সহ-সভাপতি (ভিপি) পদে আবু সাদিক (সাদিক কায়েম) পেয়েছেন ১৪ হাজার ৪২ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্রদল সমর্থিত আবিদুল ইসলাম খান পান ৫ হাজার ৭০৮ ভোট।
সাধারণ সম্পাদক (জিএস) পদে এস এম ফরহাদ পেয়েছেন ১০ হাজার ৭৯৪ ভোট, তার প্রতিদ্বন্দ্বী ছাত্রদল সমর্থিত তানভীর বারী হামীম পান ৫ হাজার ২৮৩ ভোট।
সহ সাধারণ সম্পাদক (এজিএস) পদে মহিউদ্দিন খান পান ১১ হাজার ৭৭২ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্রদল সমর্থিত তানভীর আল হাদী মায়েদ পান ৫ হাজার ৬৪ ভোট।
অন্যদিকে প্রতিরোধ পর্ষদ ও বৈষম্যবিরোধী শিক্ষার্থী সংসদের প্রার্থীরা সীমিত ভোট পেয়েছেন। তবে নির্বাচনের ফলাফল ইতোমধ্যেই প্রত্যাখ্যান করেছেন ভিপি প্রার্থী আবিদুল ইসলাম খান ও স্বতন্ত্র প্রার্থী উমামা ফাতেমা। তাদের অভিযোগ—ভোটে ব্যাপক কারচুপি হয়েছে।
ঘোষণার সময় জানা যায়, শুধু জগন্নাথ হলে ভিপি প্রার্থী সাদিক কায়েম মাত্র ১০ ভোট পান, সেখানে আবিদুল পান ১ হাজার ২৭৬ ভোট। তবে অন্যান্য হলে বড় ব্যবধানে জয় পান সাদিক।
এবারের নির্বাচনে মোট ভোটার সংখ্যা ছিল ৩৯ হাজার ৮৭৪ জন। এর মধ্যে ছাত্রী হলে ১৮ হাজার ৯৫৯ এবং ছাত্র হলে ২০ হাজার ৯১৫ জন। মোট ৮১০টি বুথে ভোটগ্রহণ হয়। ডাকসুর ২৮টি পদের জন্য ৪৭১ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। পাশাপাশি ১৮টি হলে ২৩৪টি পদে ১ হাজার ৩৫ জন প্রার্থী অংশ নেন। ফলে একজন ভোটারকে মোট ৪১টি ভোট দিতে হয়েছে।
ক্যাম্পাসজুড়ে ভোটের উৎসবমুখর পরিবেশ থাকলেও পরাজিত প্রার্থীদের অভিযোগ আর সমালোচনায় নির্বাচনের ফল নিয়ে বিতর্ক সৃষ্টি হয়েছে। তবুও তন্বির মতো স্বতন্ত্র প্রার্থীর বিজয় ছাত্ররাজনীতিতে নতুন আলোচনার জন্ম দিয়েছে।
পশ্চিম যাত্রাবাড়ী, মদিনা মেডিকেল, ০৯ তালা।
সম্পাদক ও প্রকাশক
হুমায়ুন কবির সাগর
পরিচালক
মাহবুব আলম সৈকত
নিউজ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: searchbdnews@gmail.com
বিজ্ঞাপণ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: ads@searchbdnews.com
©২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত || Serach BD News