ঢাকা, ১৮ সেপ্টেম্বর, ২০২৫
ডেস্ক রিপোর্ট :
Publish : 12:29 AM, 17 September 2025.
Digital Solutions Ltd

৮৩৩৪ ভোটে আবিদকে হারিয়ে ডাকসুর ভিপি নির্বাচিত সাদিক

Publish : 12:29 AM, 17 September 2025.
৮৩৩৪ ভোটে আবিদকে হারিয়ে ডাকসুর ভিপি নির্বাচিত সাদিক

ছবি সংগৃহীত

ডেস্ক রিপোর্ট :

ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে সহ-সভাপতি (ভিপি) পদে বিপুল ব্যবধানে জয় পেয়েছেন শিবির সমর্থিত ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের প্রার্থী মো. আবু সাদিক (সাদিক কায়েম)।

বুধবার (১০ সেপ্টেম্বর) বিকেলে বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে আনুষ্ঠানিকভাবে চূড়ান্ত ফলাফল ঘোষণা করা হয়। ঘোষিত ফলে দেখা যায়, সাদিক কায়েম পেয়েছেন ১৪ হাজার ৪২ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্রদল সমর্থিত প্রার্থী আবিদুল ইসলাম খান পেয়েছেন মাত্র ৫ হাজার ৭০৮ ভোট। অর্থাৎ আবিদকে তিনি হারিয়েছেন ৮ হাজার ৩৩৪ ভোটের বিশাল ব্যবধানে।

তৃতীয় অবস্থানে থাকা স্বতন্ত্র প্রার্থী শামীম হোসেন পেয়েছেন ৩ হাজার ৬৮১ ভোট, আরেক স্বতন্ত্র প্রার্থী উমামা ফাতেমা পেয়েছেন ৩ হাজার ৩৮৯ ভোট। তবে নির্বাচন শেষে ফলাফল প্রত্যাখ্যান করেছেন আবিদুল এবং উমামা ফাতেমা দুজনেই।

এর আগে মঙ্গলবার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ চলে। এবারের নির্বাচনে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের ৮টি কেন্দ্র ও ৮১০টি বুথে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়।

মোট ভোটার ছিলেন ৩৯ হাজার ৮৭৪ জন শিক্ষার্থী। এর মধ্যে পাঁচটি ছাত্রী হলে ভোটার সংখ্যা ছিল ১৮ হাজার ৯৫৯ এবং ১৩টি ছাত্র হলে ভোটার সংখ্যা ছিল ২০ হাজার ৯১৫।

ডাকসুর ২৮টি পদের জন্য প্রতিদ্বন্দ্বিতা করেন মোট ৪৭১ জন প্রার্থী। একই সঙ্গে ১৮টি হলে অনুষ্ঠিত হয় হল সংসদ নির্বাচন, যেখানে ২৩৪টি পদে লড়েছেন ১ হাজার ৩৫ জন প্রার্থী। ফলে একজন শিক্ষার্থীকে সর্বমোট ৪১টি পদে ভোট দিতে হয়েছে।

নির্বাচনের দিন ক্যাম্পাসজুড়ে উৎসবমুখর পরিবেশ থাকলেও পরাজিত প্রার্থীরা অভিযোগ তুলেছেন অনিয়ম ও প্রভাব খাটানোর বিষয়ে। তবে নির্বাচন কমিশন জানিয়েছে, সুষ্ঠু ও স্বচ্ছভাবেই ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে।

শিক্ষা বিভাগের অন্যান্য খবর

Search bd News

পশ্চিম যাত্রাবাড়ী, মদিনা মেডিকেল, ০৯ তালা।

সম্পাদক ও প্রকাশক
হুমায়ুন কবির সাগর

পরিচালক
মাহবুব আলম সৈকত

নিউজ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: searchbdnews@gmail.com

বিজ্ঞাপণ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: ads@searchbdnews.com

©২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত || Serach BD News

Develop by _ DigitalSolutions.Ltd
শিরোনাম ববি ছাত্রদলের সাবেক সভাপতি বিরুদ্ধে দুই ঠিকাদারের চেক তোলার অভিযোগ শিরোনাম ঝালকাঠিতে খলিফা পরিবারের প্রিয় সদস্য মোহাম্মদ জাফর খলিফার ইন্তেকাল করেছেন শিরোনাম ব্যাংকের প্রতিনিধি পরিচয়ে ৬ লাখ টাকা হাতানোর দুই বছর পর প্রতারক গ্রেপ্তার শিরোনাম পাকিস্তান-সৌদি পারস্পরিক প্রতিরক্ষা চুক্তি, ভারতের সতর্ক প্রতিক্রিয়া শিরোনাম চট্টগ্রামে নিষিদ্ধঘোষিত দলের লোকজনকে বাড়ি ভাড়া না দেওয়ার নির্দেশনা শিরোনাম রাজধানীর হাজারীবাগে আ.লীগের ঝটিকা মিছিল, ১১ জন গ্রেফতার