ছবি সংগৃহীত
বাংলাদেশের বাঁ-হাতি স্পিনার তাইজুল ইসলাম প্রথমবারের মতো দক্ষিণ আফ্রিকার ফ্র্যাঞ্চাইজি লিগ এসএ২০–তে খেলবেন। ডারবান সুপার জায়ান্টস তাকে নিলামে কিনেছে ৩৪ লাখ ৯০ হাজার টাকা (৫ লাখ দক্ষিণ আফ্রিকান র্যান্ড) পারিশ্রমিকে।
নিলামে বাংলাদেশ থেকে মাত্র দুজন ক্রিকেটারের নাম তোলা হয়েছিল। মুস্তাফিজুর রহমানের নাম থাকলেও তাকে কোনো ফ্র্যাঞ্চাইজি ক্রয় করেনি। সাকিব আল হাসান, লিটন দাসদের মতো খেলোয়াড়দের নিলামে ডাকাও দেওয়া হয়নি।
তাইজুল বিপিএলের বাইরে প্রথমবারের মতো কোনো আন্তর্জাতিক ফ্র্যাঞ্চাইজি লিগে খেলবেন। এর জন্য তিনি বিসিবি থেকে অনাপত্তিপত্র (এনওসি) পেলে অংশগ্রহণ নিশ্চিত করতে পারবেন।
নিলামে মোট ৫৪১ জন ক্রিকেটার তোলা হয়েছিল, যেখানে বিদেশি খেলোয়াড় ২৪১ জন। দেশি ক্রিকেটারের সংখ্যা ৩০০ জন। বিদেশি কোটা খালি আছে ২৫টি, এবং দেশি ক্রিকেটারদের জন্য ৫৯টি কোটা নির্ধারিত ছিল। শেষ পর্যন্ত এসএ২০–এর নিলামে ৮৪ জন ক্রিকেটার দল পেয়েছেন।
নিলামের সবচেয়ে বড় রেকর্ড হয়েছে ডেওয়াল্ড ব্রেভিস-এর, যাকে ১৬.৫ মিলিয়ন র্যান্ডে প্রিটোরিয়া ক্যাপিটালস দলে নিয়েছে। আরেক দক্ষিণ আফ্রিকার তারকা ব্যাটার এইডেন মার্করাম-কে দলে নিতে ডারবানের খরচ হয়েছে ১৪ মিলিয়ন র্যান্ড। তবে টেস্ট ও ওয়ানডে দলের অধিনায়ক টেম্বা বাভুমা দ্বিতীয়বারের মতো নিলামে দল পাননি।
আগামী বছরের ২৩ জানুয়ারি থেকে ২৪ ফেব্রুয়ারি পর্যন্ত ছয় দলের এই ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট অনুষ্ঠিত হবে। এটি হবে লিগটির চতুর্থ আসর।
ডারবান সুপার জায়ান্টসের স্কোয়াডে তাইজুল ইসলাম ছাড়াও খেলোয়াড়রা হলেন:
এইডেন মার্করাম, হেনরিখ ক্লাসেন, নূর আহমেদ, সুনীল নারিন, জস বাটলার, কেনা মাফাকা, ডেভন কনওয়ে, জেরাল্ড কোয়েটজি, ডেভিড বেডিংহাম, মার্কোস অ্যাকারম্যান, ইথান বশ, আন্দিলে সিমিলানে, টনি ডি জর্জি, দায়ান গালিম, ইভান জোন্স, গাইবার্ট ওয়েগ, ডেভিড ভিসা এবং ড্যারেন ডুপাভিলন।
তাইজুলের এই আন্তর্জাতিক অভিষেক বাংলাদেশের ক্রিকেট ভক্তদের মধ্যে উত্তেজনা এবং আশা উভয়ই জাগিয়েছে।
পশ্চিম যাত্রাবাড়ী, মদিনা মেডিকেল, ০৯ তালা।
সম্পাদক ও প্রকাশক
হুমায়ুন কবির সাগর
পরিচালক
মাহবুব আলম সৈকত
নিউজ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: searchbdnews@gmail.com
বিজ্ঞাপণ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: ads@searchbdnews.com
©২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত || Serach BD News