ছবি সংগৃহীত
এশিয়া কাপে গুরুত্বপূর্ণ ম্যাচে মাঠে নামছে বাংলাদেশ। শনিবার (১৩ সেপ্টেম্বর) আবু জায়েদ স্টেডিয়ামে গ্রুপ পর্বের দ্বিতীয় ম্যাচে শ্রীলঙ্কার মুখোমুখি হবে লিটন কুমার দাসের দল। রাত সাড়ে ৮টায় শুরু হবে ম্যাচটি।
প্রথম ম্যাচ থেকেই বাংলাদেশকে খাটো করে নানা মন্তব্য আসছে সাবেক ক্রিকেটার ও বিশ্লেষকদের কাছ থেকে। হংকংয়ের বিপক্ষে জয় পাওয়া সত্ত্বেও খেলার ধরণ নিয়ে উঠেছে প্রশ্ন। তবে এসব সমালোচনায় কান দিচ্ছে না টাইগাররা। সংবাদ সম্মেলনে এ প্রসঙ্গে প্রশ্ন করা হলে বাংলাদেশ পেসার তানজিম সাকিব সোজাসাপ্টা উত্তর দিয়েছেন—
“আমরা আমাদের সেরাটা দেব। আমাদেরকে কে বড় দল বললো, কে ছোট দল বললো, এসব বিষয় নয়।”
টাইগার শিবিরে এখন ফুরফুরে মেজাজ। দুই ম্যাচের মাঝে একদিনের বিরতি কাটিয়েছে টিম হোটেলে, শুধু জুমার নামাজ আদায়ে মসজিদে গিয়েছিলেন ক্রিকেটাররা। আবুধাবির গরমে শারীরিক চাপ না বাড়াতে অনুশীলনের পরিবর্তে কৌশল সাজাতেই দিনটিকে গুরুত্ব দিয়েছে টিম ম্যানেজমেন্ট। উইনিং কম্বিনেশন ভাঙার সম্ভাবনাও খুবই কম।
শ্রীলঙ্কার বিপক্ষে আত্মবিশ্বাস খুঁজে পাচ্ছেন সাকিব। কারণ সাম্প্রতিক পরিসংখ্যান বলছে, লাল-সবুজের পাল্লাই ভারী।
তিনি বলেন, “শ্রীলঙ্কার বিপক্ষে আমরা বাড়তি আত্মবিশ্বাস নিয়ে নামব। ওয়ানডে বিশ্বকাপে জিতেছি, শেষ সিরিজেও তাদের হারিয়েছি। এগুলো আমাদের বাড়তি প্রেরণা দেবে।”
অন্যদিকে, এশিয়া কাপে নিজেদের প্রথম ম্যাচ খেলতে নামবে শ্রীলঙ্কা। রানরেটের হিসেবে আফগানিস্তান এগিয়ে থাকায় গ্রুপের সমীকরণটা মাথায় রেখেই মাঠে নামবে তারা। দলের অধিনায়ক চারিথ আসালাঙ্কা বলেন,
“আসলে দ্বৈরথটা ভক্তদের মাঝেই বেশি। খেলোয়াড় হিসেবে আমরা একটা চ্যালেঞ্জিং লড়াই করি, ভালো ম্যাচ উপহার দেওয়ার চেষ্টা করি।”
২০১৮ সালের নিদাহাস ট্রফির পর থেকেই বাংলাদেশ–শ্রীলঙ্কা দ্বৈরথ পেয়েছে ভিন্ন মাত্রা। নাগিন ড্যান্স কিংবা টাইম আউট কাণ্ডের রেশ এবারের এশিয়া কাপেও আলোচনায় আছে। তাই দুই দলের লড়াই কেবল মাঠেই নয়, আবেগেও ভরপুর থাকবে তা নিশ্চিত।
পশ্চিম যাত্রাবাড়ী, মদিনা মেডিকেল, ০৯ তালা।
সম্পাদক ও প্রকাশক
হুমায়ুন কবির সাগর
পরিচালক
মাহবুব আলম সৈকত
নিউজ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: searchbdnews@gmail.com
বিজ্ঞাপণ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: ads@searchbdnews.com
©২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত || Serach BD News