ঢাকা, ১৮ সেপ্টেম্বর, ২০২৫
স্পোর্টস ডেস্ক :
Publish : 08:51 AM, 14 September 2025.
Digital Solutions Ltd

শ্রীলঙ্কার কাছে হারের পর ব্যাটিং ইউনিটকে কাঠগড়ায় দাঁড় করালেন জাকের

Publish : 08:51 AM, 14 September 2025.
শ্রীলঙ্কার কাছে হারের পর ব্যাটিং ইউনিটকে কাঠগড়ায় দাঁড় করালেন জাকের

ছবি সংগৃহীত

স্পোর্টস ডেস্ক :

বাংলাদেশ ক্রিকেট দল এশিয়া কাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে শ্রীলঙ্কার কাছে হারের মুখে পড়েছে। ব্যাটিংয়ে শুরু থেকেই বিপর্যয় দেখা দেয়, আর পুরো ম্যাচে লিটন দাসের নেতৃত্বাধীন দল ভালো খেলতে পারেনি। জাকের আলি অনিক এবং শামীম হোসেন পাটোয়ারীর ৮৬ রানের জুটিতে বাংলাদেশ কেবল ১৩৯ রান তুলতে পারে। লঙ্কানরা সহজে ৩২ বল ও ৬ উইকেট হাতে রেখে লক্ষ্য ছুঁয়ে যায়।

ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে বাংলাদেশ দলের অধিনায়ক জাকের আলি ব্যাটিং ইউনিটকেই কাঠগড়ায় দাঁড় করান। তিনি বলেন, “ব্যাটিং ইউনিট হিসেবে আমরা ভালো খেলিনি। পাওয়ারপ্লেতে এত উইকেট হারালে ভালো স্কোর করা কঠিন। ১৬০-১৭০ রান এখানে ফাইটিং স্কোর, আমরা সেখানে যেতে পারিনি।”

জাকের আরও বলেন, “একটু বাতাস ও গরমের কারণে দুই সাইডে বল মারতে সমস্যা হয়েছিল। বেশি সিঙ্গেলস খেলতে গেলে ক্লান্তিও আসে। আমরা চেষ্টা করেছি, কিন্তু ব্যাটিং ইউনিট পুরোপুরি দায়িত্ব পালন করতে পারেনি। যত ভালো জুটিই হোক, ব্যাটিং ইউনিট হিসেবে ভালো করতে পারিনি।”

টপঅর্ডারের সমস্যা নিয়েও অধিনায়ক মন্তব্য করেছেন। “ওপেনিং ও নম্বর থ্রি পজিশন অনেক গুরুত্বপূর্ণ। পাওয়ারপ্লেতে বলে বলে চার ছয় মারতে হবে এমন নয়। ড্রপ এন্ড রান—এসবও মাথায় রাখতে হবে। আমি নিশ্চিত ওরা এগুলো নিয়ে ভাববে এবং পরের ম্যাচে ভালো খেলবে।”

দলগতভাবে হেরে যাওয়ার দায় ব্যাটারদের সঙ্গে ভাগ করে নিয়েছেন জাকের। “প্রপার প্ল্যান এবং টাইমিংয়ের দিকে মনোযোগ দিতাম তাহলে ভালো হতো। আমি ও পাটোয়ারী ভালো খেলেছি মানে দলের সব দায়িত্ব আমাদের নয়। সবাই মিলে বাজে খেলেছি, সবাই মিলে হেরেছি। ভবিষ্যতে দলগতভাবে ভালো করতে হবে।”

বাংলাদেশ দলের জন্য এশিয়া কাপে এটি একটি শিক্ষণীয় হারের উদাহরণ, যেখানে ব্যাটিং ইউনিটের সামঞ্জস্যহীনতা ও পরিকল্পনার অভাব স্পষ্টভাবে দেখা গেছে। আগামী ম্যাচে দলের জন্য একমাত্র চ্যালেঞ্জ থাকবে ভালো পরিকল্পনা ও সমন্বয়ের মাধ্যমে ক্ষতি মেটানো।

খেলাধুলা বিভাগের অন্যান্য খবর

Search bd News

পশ্চিম যাত্রাবাড়ী, মদিনা মেডিকেল, ০৯ তালা।

সম্পাদক ও প্রকাশক
হুমায়ুন কবির সাগর

পরিচালক
মাহবুব আলম সৈকত

নিউজ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: searchbdnews@gmail.com

বিজ্ঞাপণ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: ads@searchbdnews.com

©২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত || Serach BD News

Develop by _ DigitalSolutions.Ltd
শিরোনাম ববি ছাত্রদলের সাবেক সভাপতি বিরুদ্ধে দুই ঠিকাদারের চেক তোলার অভিযোগ শিরোনাম ঝালকাঠিতে খলিফা পরিবারের প্রিয় সদস্য মোহাম্মদ জাফর খলিফার ইন্তেকাল করেছেন শিরোনাম ব্যাংকের প্রতিনিধি পরিচয়ে ৬ লাখ টাকা হাতানোর দুই বছর পর প্রতারক গ্রেপ্তার শিরোনাম পাকিস্তান-সৌদি পারস্পরিক প্রতিরক্ষা চুক্তি, ভারতের সতর্ক প্রতিক্রিয়া শিরোনাম চট্টগ্রামে নিষিদ্ধঘোষিত দলের লোকজনকে বাড়ি ভাড়া না দেওয়ার নির্দেশনা শিরোনাম রাজধানীর হাজারীবাগে আ.লীগের ঝটিকা মিছিল, ১১ জন গ্রেফতার