ঝালকাঠির নলছিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তাঁকে সবাই চেনেন এক নামে— আলেয়া বুয়া।
বয়স পেরিয়েছে অনেক, মনের জগতে আছে সামান্য অস্থিরতা। তবুও তাঁর জীবনের প্রতিটি দিনে মিশে আছে এক অনন্য মানবিক গল্প— নিঃস্বার্থ সেবার গল্প।
প্রতিদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত হাসপাতালের বিভিন্ন ওয়ার্ডে দেখা যায় তাঁকে। হাতে ঝাড়ু, কখনো ময়লার ব্যাগ, কখনো আবার রোগীর পাশে বসে একমুঠো পানি ধরিয়ে দিচ্ছেন। কেউ বলেননি— তবুও তিনি করে যান।
কোনো প্রকার বেতন নেই, দাবি নেই, টাকার প্রতি কোনো আকর্ষণও নেই।
তবুও হাসপাতালের পরিচ্ছন্নতা, রোগীদের যত্ন— সবকিছুতেই যেন তাঁর এক অদৃশ্য উপস্থিতি।
সেদিন বিকেলে নলছিটি হাসপাতালের ইমারজেন্সি রুমে ঢুকে দেখা গেল, আলেয়া বুয়া এক কোণে বসে কলম দিয়ে কাগজে কিছু লিখছেন। অগোছালো হাতের লেখা, কিন্তু মুখে এক তৃপ্তির হাসি। যেন নিজের ভেতর কিছু বলতে চাইছেন—
“মানুষ বড় হয় টাকায় নয়, মননে।”
চিকিৎসক ও কর্মচারীদের কাছেও আলেয়া বুয়া এক অদ্ভুত প্রেরণা। কেউ অসুস্থ হলে পাশে দাঁড়ান, কারও চোখে জল দেখলে নিজের আঁচল বাড়িয়ে দেন।
তাঁর এই নিঃস্বার্থ সেবাই মনে করিয়ে দেয়— সমাজে এখনও এমন মানুষ আছেন, যারা বিনা স্বার্থে মানবতার আলো ছড়ান।
আলেয়া বুয়া হয়তো কখনও খবরের কাগজের প্রথম পাতায় আসবেন না,
কিন্তু তাঁর কাজ— তাঁর মানবতা— নলছিটি হাসপাতালের প্রতিটি দেওয়ালে যেন নিঃশব্দে লেখা রয়ে যাবে।
তিনি শেখান— সেবা করতে ডিগ্রি লাগে না, লাগে শুধু একটা মানুষের মন।
পশ্চিম যাত্রাবাড়ী, মদিনা মেডিকেল, ০৯ তালা।
সম্পাদক ও প্রকাশক
হুমায়ুন কবির সাগর
পরিচালক
মাহবুব আলম সৈকত
নিউজ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: searchbdnews@gmail.com
বিজ্ঞাপণ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: ads@searchbdnews.com
©২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত || Serach BD News