ছবি সংগৃহীত
পুরান ঢাকার বংশাল এলাকায় এক প্রেমিকার বাসার সিঁড়ি থেকে উদ্ধার করা হয়েছে ১৯ বছর বয়সী এক শিক্ষার্থীর মরদেহ।
শনিবার (২৫ অক্টোবর) বিকেলে বংশালের আগামাসি লেনের ৯৩/১ নম্বর বাসায় এ ঘটনা ঘটে।
নিহত যুবকের নাম সজীব (১৯)। তিনি একই এলাকার ১৭ আগামাসি লেনের তাজউদ্দিনের ছেলে।
এসএসসি পাসের পর বিদেশে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন, আপাতত বেকার ছিলেন সজীব।
বংশাল থানার উপপরিদর্শক (এসআই) মো. দুলাল হক জানান,
“বিকেলে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে চারতলার সিঁড়ি থেকে মরদেহ উদ্ধার করা হয়। সজীবের গলায় জিআই তার পেঁচানো ছিল। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এটি একটি হত্যাকাণ্ড।”
তদন্ত কর্মকর্তার ভাষায়, যে বাসার সিঁড়িতে লাশ পাওয়া যায়, সেই বাসার চতুর্থ তলায় এক পরিবার বাস করত।
তবে পুলিশ ঘটনাস্থলে পৌঁছানোর পর দরজা তালাবদ্ধ দেখতে পায়। স্থানীয়দের ভাষ্য,
ওই বাড়ির এক মেয়ের সঙ্গে সজীবের প্রেমের সম্পর্ক ছিল— যা উভয় পরিবারের কেউই মেনে নেয়নি।
নিহতের চাচাতো ভাই মো. ইসলাম বলেন,
“সজীব কিছুদিন আগে তাবলিগ জামাতে দোহার গিয়েছিল। শুক্রবার বাসায় ফিরে আসে।
শনিবার বিকেলে হঠাৎ খবর পাই, তার লাশ মিলেছে এক বাসার সিঁড়িতে।”
তিনি আরও জানান,
“যে বাসায় সজীবের লাশ পাওয়া গেছে, সেটি প্রেমিকা খাদিজাদের বাসা।
খাদিজার বাবা অনেক আগেই মারা গেছেন। কিন্তু ঘটনার পর থেকে ওই পরিবারের কাউকে খুঁজে পাওয়া যাচ্ছে না।”
পরিবারের দাবি, ছয় বছর ধরে সজীব ও খাদিজার মধ্যে প্রেমের সম্পর্ক ছিল।
একসময় কিছুদিন মনোমালিন্যও হয়, তবে আবার সম্পর্ক জোড়া লাগে।
তবে খাদিজার মামারা সম্পর্কটি মেনে নিচ্ছিলেন না— এমনটাই জানিয়েছেন নিহতের স্বজনরা।
পুলিশ বলছে, ঘটনার পর থেকে ওই পরিবারের সদস্যরা পলাতক।
তবে বিষয়টি হত্যাকাণ্ড নাকি আত্মহত্যা— তা এখনো স্পষ্ট নয়।
মরদেহ ময়নাতদন্তের জন্য মিটফোর্ড হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
উল্লেখ্য, মাত্র ছয় দিন আগে (১৯ অক্টোবর) পুরান ঢাকার আরেকটি ভবনের সিঁড়ি থেকে
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী জোবায়েদ হোসাইনের মরদেহ উদ্ধার করা হয়।
দুই ঘটনাই এখন পুরান ঢাকায় আতঙ্ক ছড়িয়েছে— “প্রেমের সম্পর্কের জটিলতা নাকি নতুন অপরাধের ধারা?”— প্রশ্ন এখন স্থানীয়দের।
পশ্চিম যাত্রাবাড়ী, মদিনা মেডিকেল, ০৯ তালা।
সম্পাদক ও প্রকাশক
হুমায়ুন কবির সাগর
পরিচালক
মাহবুব আলম সৈকত
নিউজ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: searchbdnews@gmail.com
বিজ্ঞাপণ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: ads@searchbdnews.com
©২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত || Serach BD News