ছবি সংগৃহীত
পাবনা সদর উপজেলার বাঙ্গাবাড়িয়া এলাকায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় দুই শিশু শিক্ষার্থীসহ তিনজনের মৃত্যু হয়েছে।
রোববার (২৬ অক্টোবর) সকাল সাড়ে ৭টার দিকে ঢাকা-পাবনা মহাসড়কের বাঙ্গাবাড়িয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতদের মধ্যে দুইজন প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী বলে জানা গেছে।
তবে শেষ খবর পাওয়া পর্যন্ত তাদের নাম-পরিচয় নিশ্চিত করতে পারেনি পুলিশ।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে দুইজন শিক্ষার্থী নিয়ে একটি ভ্যান স্কুলের উদ্দেশ্যে যাচ্ছিল।
সেই সময় পাবনামুখি একটি বাঁশবোঝাই দ্রুতগতির ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে দাঁড়িয়ে থাকা ভ্যানটিকে ধাক্কা দেয়।
মুহূর্তের মধ্যেই ভ্যানচালক ও দুই শিক্ষার্থী ট্রাকের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই প্রাণ হারান।
দুর্ঘটনার পর স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
মুহূর্তের মধ্যে ঢাকা-পাবনা মহাসড়কে দীর্ঘ যানজট সৃষ্টি হয়।
খবর পেয়ে ফায়ার সার্ভিস ও হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে
এবং প্রায় এক ঘণ্টা পর যান চলাচল স্বাভাবিক করে।
পাবনা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান বলেন,
“মরদেহগুলো উদ্ধার করা হয়েছে। ঘাতক ট্রাকটি জব্দ করা হয়েছে, তবে চালক পালিয়ে গেছে।
দুর্ঘটনার কারণ অনুসন্ধান ও আইনি প্রক্রিয়া চলছে।”
স্থানীয়রা জানান, বাঙ্গাবাড়িয়া এলাকায় মহাসড়কের ওই অংশে প্রায়ই দুর্ঘটনা ঘটে।
এলাকাবাসীর দাবি— এখানে স্পিডব্রেকার স্থাপন ও গতিনিয়ন্ত্রণ ব্যবস্থা না থাকায় ছোট ছোট যানবাহন প্রায়ই বড় ট্রাকের ধাক্কায় ক্ষতিগ্রস্ত হয়।
আজকের দুর্ঘটনায় দুই ছোট শিক্ষার্থীর মৃত্যু পুরো এলাকায় শোকের ছায়া ফেলেছে।
স্কুলব্যাগ আর খাতা-কলম পড়ে আছে রক্তে ভেজা রাস্তার পাশে—
যেন স্মরণ করিয়ে দিচ্ছে, অসতর্কতার দায় সবচেয়ে নির্মমভাবে দেয় শিশুরাই।
পশ্চিম যাত্রাবাড়ী, মদিনা মেডিকেল, ০৯ তালা।
সম্পাদক ও প্রকাশক
হুমায়ুন কবির সাগর
পরিচালক
মাহবুব আলম সৈকত
নিউজ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: searchbdnews@gmail.com
বিজ্ঞাপণ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: ads@searchbdnews.com
©২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত || Serach BD News