ছবি সংগৃহীত
বগুড়ার শিবগঞ্জে জামায়াত, শিবির, আওয়ামী লীগ, যুবলীগ ও মহিলা লীগের দুই শতাধিক নেতাকর্মী বিএনপিতে যোগ দিয়েছেন।
শনিবার (২৫ অক্টোবর) রাত ৮টার দিকে উপজেলার ময়দানহাট্টা উচ্চ বিদ্যালয় মাঠে এক কর্মিসভায় এই যোগদান অনুষ্ঠান হয়।
শিবগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি মীর শাহে আলমের হাতে ফুলের তোড়া দিয়ে আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগ দেন তারা।
এ সময় স্থানীয় বিএনপির নেতারা নবাগতদের ফুলেল শুভেচ্ছায় বরণ করে নেন।
সূত্র জানায়, জামায়াত নেতা জুয়েল রানা ও সাবেক শিবির নেতা রেদোয়ান আহমেদ বাবুর নেতৃত্বে শতাধিক জামায়াত ও শিবির কর্মী বিএনপিতে যোগ দেন।
পরবর্তীতে উপজেলা যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক শাহানা বেগম ও ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোজাম মিয়ার নেতৃত্বে আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের আরও শতাধিক নেতাকর্মী বিএনপিতে যোগদান করেন।
সভায় সভাপতিত্ব করেন ইউনিয়ন বিএনপির সভাপতি সিরাজুল ইসলাম সাজু।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক (অস্ট্রেলিয়া) রাশেদুল হক।
যোগদান অনুষ্ঠানে শিবগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি মীর শাহে আলম বলেন,
“এটি শুধু একটি যোগদান নয়, এটি স্বৈরাচারের বিরুদ্ধে জনগণের ঐক্যবদ্ধ আন্দোলনের প্রতীক। বিএনপি এখন জনগণের একমাত্র ভরসা, আর ধানের শীষই এই দেশের মুক্তির প্রতীক।”
তিনি নবাগতদের উদ্দেশে বলেন,
“এ আসনে ধানের শীষ শুধু জিতলেই হবে না, রেকর্ডসংখ্যক ভোটে জেতাতে হবে। তারেক রহমান ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের মধ্য দিয়েই দেশের মুক্তি আসবে।”
প্রধান অতিথি রাশেদুল হক বলেন,
“জিয়া পরিবার সব ক্রান্তিকালে দেশের মানুষের পাশে থেকেছে।
নির্বাচন বানচালের চেষ্টাকারী গুপ্ত সংগঠন জামায়াত-শিবিরকে না বলুন।
তারা দেশীয় সংগঠন নয়, তাদের সৃষ্টি হয়েছে ভারতের মাটিতে।”
সভায় আরও বক্তব্য দেন উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি মাহবুব আলম মানিক, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুল ওহাব, সাবেক সম্পাদক এসএম তাজুল ইসলাম, প্রবীণ নেতা আব্দুর রাজ্জাক, অধ্যাপক নজরুল ইসলাম ও মোস্তাফিজার রহমান রাজা।
রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, আসন্ন জাতীয় নির্বাচনের আগে বিরোধী দলগুলোর কর্মীদের বিএনপিতে যোগদান শিবগঞ্জে রাজনৈতিক ভারসাম্যে বড় পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে।
স্থানীয়ভাবে ধানের শীষের পক্ষে নতুন উদ্দীপনা দেখা গেছে এই যোগদান সভাকে ঘিরে।
পশ্চিম যাত্রাবাড়ী, মদিনা মেডিকেল, ০৯ তালা।
সম্পাদক ও প্রকাশক
হুমায়ুন কবির সাগর
পরিচালক
মাহবুব আলম সৈকত
নিউজ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: searchbdnews@gmail.com
বিজ্ঞাপণ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: ads@searchbdnews.com
©২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত || Serach BD News