ছবি সংগৃহীত
কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলায় এক গৃহবধূকে (২০) স্বামীর সহায়তায় সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে ৫ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার (২৫ অক্টোবর) দুপুরে ভুক্তভোগী ওই নারীর পক্ষ থেকে মামলা দায়ের করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার (২৪ অক্টোবর) রাতে চৌদ্দগ্রাম উপজেলার মিরশ্বানী এলাকা থেকে অভিযানে ৫ আসামিকে আটক করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন:
ভুক্তভোগীর স্বামী রাজু আহমেদ (২৬), ব্রিকফিল্ড শ্রমিক বেলাল হোসেন (৩৫), একই ব্রিকফিল্ড শ্রমিক হৃদয় (২৫), মহিন উদ্দিন (২৬) এবং আবুল কালাম (৪৫)।
পুলিশ জানিয়েছে, ব্রিকফিল্ডের শ্রমিকদের সঙ্গে ষড়যন্ত্রে স্বামী রাজু আহমেদ তার স্ত্রীকে প্রথমে কৌশলে মিরশ্বানী এলাকায় নিয়ে যান।
পরে ১৬ অক্টোবর রাত ১০টার দিকে বেলাল হোসেন ওই নারীকে ধর্ষণ করে, এবং ১৮ অক্টোবর রাতে হৃদয় ও মহিন উদ্দিন পালাক্রমে তাকে ধর্ষণ করে।
এ সময় রাজু আহমেদ তার স্ত্রীকে কাউকে না জানাতে হুমকি দেয় এবং মারধর করে।
স্থানীয়দের সহায়তায় ভুক্তভোগী নারীর বাবাকে বিষয়টি জানানো হয়।
এরপর পুলিশ অভিযান চালিয়ে ৫ আসামিকে গ্রেপ্তার করে এবং আদালতের মাধ্যমে কুমিল্লা কেন্দ্রীয় কারাগারে প্রেরণ করা হয়।
ভুক্তভোগীর ডাক্তারি পরীক্ষা সম্পন্ন হয়েছে এবং মামলার তদন্ত চলছে।
চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হিলাল উদ্দিন চৌধুরী বলেন,
“ভুক্তভোগী নারীর কাছ থেকে অভিযোগ পেয়ে রাতভর অভিযান চালিয়ে সবাইকে গ্রেপ্তার করা হয়েছে। আইনি প্রক্রিয়া চলছে।”
এই নৃশংস ঘটনায় স্থানীয় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
স্থানীয়রা পুলিশের দ্রুত পদক্ষেপকে স্বাগত জানাচ্ছেন, তবে তাদের দাবি— এমন ঘটনা প্রতিরোধে আরও কঠোর আইন প্রয়োগ প্রয়োজন।
পশ্চিম যাত্রাবাড়ী, মদিনা মেডিকেল, ০৯ তালা।
সম্পাদক ও প্রকাশক
হুমায়ুন কবির সাগর
পরিচালক
মাহবুব আলম সৈকত
নিউজ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: searchbdnews@gmail.com
বিজ্ঞাপণ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: ads@searchbdnews.com
©২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত || Serach BD News