ছবি সংগৃহীত
পিরোজপুরের নেছারাবাদ উপজেলার দক্ষিণ সোহাগদল কর্মকার পট্টি-তে ঢুকলেই শোনা যায় হাতুড়ির টুংটাং শব্দ।
এই শব্দ আসে ৭৩ বছর বয়সী বৃদ্ধ রাম প্রসাদ কর্মকারের ঝুপড়ি দোকান থেকে, যেখানে প্রতিদিন আগুন, হাতুড়ি ও ঘামের মিশেলে তৈরি হয় ব্রিটিশ আমলের লোহার তালা।
রাম প্রসাদ মাত্র ৮ বছর বয়সে এই কারুশিল্প শিখতে শুরু করেন। গুরু ছিলেন কর্মকার পট্টির প্রখ্যাত কারিগর গান্ধী লাল কর্মকার।
এর পর থেকে তিনি ঐতিহ্য ধরে রেখেছেন টানা ৬০ বছর। তার তৈরি তালা আজও পরিচিতি পায় মজবুত গঠন ও অনন্য কারিগরির জন্য।
সরেজমিনে দেখা যায়, সরু গলির এক পুরনো কামারের দোকানে টিনের ছাউনি, পাশে কয়লার চুল্লি, সামনে লোহার পাত, হাতুড়ি আর সরঞ্জামের সারি।
দোকানের এক পাশে আগুন জ্বলছে, আর ঠিক তার সামনে বসে আছেন রাম প্রসাদ, পরম মনোযোগে লোহার পাত পিটছেন।
পাশে তার ছেলে অপু কর্মকার বাবার হাতের কাজ শিখছেন। দোকানে ক্রেতা ও স্থানীয়রা ভিড় করেছেন, কেউ পুরনো ছুরি ধার দিতে এসেছেন, কেউ নতুন তালা কিনতে।
স্থানীয় বাসিন্দা রঞ্জিত হালদার বলেন,
“রাম প্রসাদ কাকার বানানো তালা অনেক মজবুত। আমি দশ বছর আগে একটা কিনেছিলাম, এখনো ঠিক আছে। এখনকার চাইনিজ তালা দুই মাসও টিকে না।”
ক্রেতা রিপন বেপারী বলেন,
“নৌকায় তালা দেওয়ার জন্য আমি এখানকার তালা ব্যবহার করি। কাঁদা পানি, রোদ-বৃষ্টি কিছুতেই নষ্ট হয় না।”
রাম প্রসাদ কর্মকার জানান,
“একটা তালা বানাতে খরচ হয় ৪০০-৫০০ টাকা। দিনে দুইটা বানানো যায়। বিক্রি হয় ৭০০-৮০০ টাকায়। সেই টাকায় সংসার চলে।”
ছেলে অপু কর্মকার (৩৫) বলেন,
“বেশি পড়াশোনা করতে পারিনি। এখন বাবার কাজ করি। সরকার যদি আধুনিক যন্ত্রপাতি আনতে সাহায্য করতো, আরও ভালো মানের তালা বানানো যেত।”
রাম প্রসাদের হাতে তৈরি তালা লোহার পাত পিটে হাতে তৈরি হয়। কাঁদা পানিতেও নষ্ট হয় না। একসময় রাজা-বাদশা ও জমিদারদের সিন্দুকের জন্য তৈরি হতো, এখন স্বর্ণকারদের দোকানের সিন্দুকেও ব্যবহার হয়।
৭৩ বছরের ক্লান্ত হাত আজও একই তেজে হাতুড়ি চালাচ্ছে।
রাম প্রসাদের একটাই আশা— পুরোনো পেশা বাঁচবে, এই কারুশিল্প হারিয়ে যাবে না।
তিনি শুধু তালা বানান না, তিনি তৈরি করেন ইতিহাসের চাবি, যা খুলে দেয় বাংলাদেশের গ্রামীণ কারিগরির এক প্রাচীন দরজা।
পশ্চিম যাত্রাবাড়ী, মদিনা মেডিকেল, ০৯ তালা।
সম্পাদক ও প্রকাশক
হুমায়ুন কবির সাগর
পরিচালক
মাহবুব আলম সৈকত
নিউজ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: searchbdnews@gmail.com
বিজ্ঞাপণ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: ads@searchbdnews.com
©২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত || Serach BD News