ঢাকা, ২৮ অক্টোবর, ২০২৫
ডেস্ক রিপোর্ট :
Publish : 01:33 AM, 26 October 2025.
Digital Solutions Ltd

কুয়াকাটায় হোটেল-মোটেল বন্ধের হুঁশিয়ারি: ভ্যাট কর্মকর্তার আচরণে উত্তেজনা

Publish : 01:33 AM, 26 October 2025.
কুয়াকাটায় হোটেল-মোটেল বন্ধের হুঁশিয়ারি: ভ্যাট কর্মকর্তার আচরণে উত্তেজনা

ছবি সংগৃহীত

ডেস্ক রিপোর্ট :

পটুয়াখালীর কুয়াকাটা পর্যটন অঞ্চলে ব্যবসায়ীদের সঙ্গে ভ্যাট কর্মকর্তা জামিউল আলমের অশালীন আচরণের অভিযোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। এতে কুয়াকাটার সব হোটেল, মোটেল ও রিসোর্ট বন্ধের হুমকি দিয়েছেন পর্যটন সংশ্লিষ্ট ব্যবসায়ীরা।

শনিবার (২৫ অক্টোবর) সকাল ১১টায় কুয়াকাটা প্রেস ক্লাবের সামনে ১৬টি পর্যটন সংশ্লিষ্ট পেশার প্রতিনিধিরা মানববন্ধন করেন। কুয়াকাটা হোটেল-মোটেল অনার্স অ্যাসোসিয়েশনের সভাপতি এমএ মোতালেব শরীফ জানান, আগামী সোমবার (২৭ অক্টোবর) থেকে ঘোষণার বাস্তবায়ন শুরু হবে।

মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, ৮ অক্টোবর ভ্যাট কর্মকর্তা জামিউল আলম কুয়াকাটার একটি হোটেলে গিয়ে হোটেল ম্যানেজারের সঙ্গে অশালীন আচরণ করেছেন। সিসিটিভি ফুটেজে দেখা যায়, কর্মকর্তার উপস্থিতিতে হোটেল ম্যানেজারের হাত থেকে মোবাইল ফোন কেড়ে নেওয়ার চেষ্টা করা হয় এবং হোটেল অনার্স অ্যাসোসিয়েশনের সভাপতিকে নিয়ে গালাগাল করা হয়।

হোটেল ম্যানেজার রাজিব বলেন, “সরকারি কর্মকর্তার এমন আচরণ অত্যন্ত অপ্রত্যাশিত এবং হোটেল ব্যবসার ভাবমূর্তির জন্য ক্ষতিকর।”

মানববন্ধনে ব্যবসায়ীরা দাবি করেছেন, দ্রুত সময়ের মধ্যে জামিউল আলমকে অপসারণ না করলে আরও কঠোর কর্মসূচি নেওয়া হবে। বক্তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, দাবিটি পূরণ না হলে সোমবার থেকে সব ব্যবসা প্রতিষ্ঠান অনির্দিষ্টকালের জন্য বন্ধ রাখা হবে।

এ বিষয়ে সহকারী কমিশনার জামিউল আলম বলেন, “ঘটনাটি তদন্তাধীন, তাই এখন মন্তব্যের সুযোগ নেই।” পটুয়াখালী জেলা প্রশাসক ড. মোহাম্মদ শহীদ হোসেন চৌধুরী বলেন, “একজন সরকারি কর্মকর্তার আচরণ নমনীয় হওয়া উচিত। বিষয়টি পর্যটনের স্বার্থে দ্রুত সমাধান করা হবে।”

পর্যটন কর্মকর্তারা সতর্ক করেছেন, কুয়াকাটা অঞ্চলের পর্যটন ব্যবসার সুনামের ক্ষতি এ ধরনের ঘটনা এড়ানো অত্যন্ত জরুরি। ব্যবসায়ীদের হুঁশিয়ারিতে স্থানীয় পর্যটক ও ভ্রমণপিয়াসীদের নজর রয়েছে।

বাংলাদেশ বিভাগের অন্যান্য খবর

Search bd News

পশ্চিম যাত্রাবাড়ী, মদিনা মেডিকেল, ০৯ তালা।

সম্পাদক ও প্রকাশক
হুমায়ুন কবির সাগর

পরিচালক
মাহবুব আলম সৈকত

নিউজ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: searchbdnews@gmail.com

বিজ্ঞাপণ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: ads@searchbdnews.com

©২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত || Serach BD News

Develop by _ DigitalSolutions.Ltd
শিরোনাম চট্টগ্রামে দিন-দুপুরে প্রাইভেটকারে গরু চুরি করে চোর পালাল শিরোনাম পদ্মার চরে খড় কাটাকে কেন্দ্র করে গোলাগুলিতে দুই যুবক নিহত শিরোনাম ঝালকাঠিতে ধর্মীয় অনুভূতিতে আঘাত: অভিযুক্ত অভিজিতের পিতামাতাকে পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে শিরোনাম কমলাপুরে যাত্রা হবে স্বস্তির—উদ্বোধনের অপেক্ষায় টিটি পাড়া আন্ডারপাস শিরোনাম রাজশাহীতে ক্লিনিকের ভেতর নার্সকে ধর্ষণের অভিযোগে চিকিৎসক গ্রেপ্তার শিরোনাম ‘মা তুমি কান্না করো না, বাবা ঘুমোচ্ছে’— মেট্রো দুর্ঘটনায় স্তব্ধ এক পরিবার