ঢাকা, ২৮ অক্টোবর, ২০২৫
ডেস্ক রিপোর্ট :
Publish : 02:39 AM, 26 October 2025.
Digital Solutions Ltd

টঙ্গীর ইমাম মুফতি মুহিবুল্লাহকে অ্যাম্বুলেন্সে তুলে নিয়ে অপহরণ করা হয়েছিল

Publish : 02:39 AM, 26 October 2025.
টঙ্গীর ইমাম মুফতি মুহিবুল্লাহকে অ্যাম্বুলেন্সে তুলে নিয়ে অপহরণ করা হয়েছিল

ছবি সংগৃহীত

ডেস্ক রিপোর্ট :

গাজীপুরের টঙ্গী টিঅ্যান্ডটি কলোনির বিটিসিএল মসজিদের পেশ ইমাম ও খতিব মুফতি মুহিবুল্লাহ মাদানীকে ফজরের নামাজের পরে হাঁটতে বের হওয়ার পর অজ্ঞাতপরিচয়ের ব্যক্তিরা কিভাবে অপহরণ করেছে তার মর্মান্তিক ঘটনা শুক্রবার প্রকাশ পেয়েছে।

পুলিশ ও পারিবারিক সূত্রে জানা যায়, গত বুধবার সকাল সাড়ে ৭টার দিকে মসজিদের সামনে থেকে মুফতিকে দেখা গেল না। পরে পরিবারের লোকজন ও এলাকাবাসী তাকে নিখোঁজ বলে জানালে পুলিশের কাছে রিপোর্ট করা হয়। বৃহস্পতিবার ভোরে পঞ্চগড় সদর উপজেলার সিতারাম হেলিপ্যাড সংলগ্ন পঞ্চগড়-বাংলাবান্ধা মহাসড়কের পাশে স্থানীয়রা মুফতিকে গাছের নিচে অচেতন অবস্থায় দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। পুলিশ তাকে উদ্ধার করে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে ভর্তি করে।

আবস্থার বর্ণনা অনুযায়ী, মুফতির দুই পা শিকল দিয়ে একটি কলা গাছের সঙ্গে বেঁধে রাখা ছিল এবং তাঁর শরীরে নির্যাতনের চিহ্ন—বডি পড়নে আঘাত ও রক্তাক্ত ভাব লক্ষ্য করা গেছে। মুফতি নিজে সাংবাদিকদের জানান, অপহরণকারীরা প্রথমে একটি অ্যাম্বুলেন্সে এসেছিল। পাঁচ জন এসে তাঁর চোখ-মুখে কালো কাপড় বেঁধে তাকে একটি অজ্ঞাত স্থানে নিয়ে যায়। অপহরণকারীরা তাকে বোতল দিয়ে পেটায়; নির্যাতনের ফলে তিনি কিছু সময় জ্ঞান হারান। মুফতি বলেন, তাদের সঙ্গে কথাবার্তায় তারা ধর্ম বা জাতি নির্ধারণীয় কোনো চিহ্ন দেখায়নি, এবং শুদ্ধ/প্রমিত বাংলায় গালাগাল করেছে। সেই সময় অপহরণকারীরা মুফতিকে ইসকন-সংক্রান্ত বিভিন্ন বিষয়ে কথা বলাতে জোর করে।

মুফতি মুহিবুল্লাহ আরো জানান যে, গত প্রায় ১১ মাস ধরে তিনি অস্পষ্ট উৎস থেকে বিভিন্ন নামে চিঠি পেতেন—ইসকন বা ধর্মীয় বিষয়ে কিছু না বলার হুমকি বা প্ররোচনামূলক বার্তা। এমন চিঠিগুলোতে কখনও ইসকনের পক্ষে কথা বললে এক কোটি টাকা পুরস্কারের প্রতিশ্রুতিও থাকত; আবার কখনও দেশের ধর্মভিত্তিক দলগুলোর বিরুদ্ধে কথা বলতেও বলা হতো। না মানলে হত্যা পর্যন্ত হুমকি উল্লেখ ছিল।

এই ঘটনার পর মুফতি নিজে বাদী হয়ে টঙ্গী পূর্ব থানায় শুক্রবার রাতে একটি মামলা করেন। টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওয়াহিদুজ্জামান নিশ্চিত করেছেন যে অভিযোগটি গ্রহণ করা হয়েছে এবং ঘটনার সুষ্ঠু তদন্ত শুরু হয়েছে। পঞ্চগড়ের উদ্ধারকারী ও চিকিৎসা দলও ঘটনাস্থল ও মুফতির অবস্থার বিষয়ে প্রাথমিক তথ্য দিয়েছে; মুফতি বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন।

স্থানীয় প্রশাসন ও পুলিশ এখন অপহরণকারীদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা করছে; সেই সঙ্গে জঙ্গি/সহিংস পরিকল্পনার কোনও দিক থাকলে তা বাদ দেবেন না তদন্তকর্মীরা সব দিক খতিয়ে দেখছেন বলে জানান তদন্ত কর্মকর্তারা। মুফতির পরিবার ও ধর্মীয় সংগঠনগুলো এই ঘটনার নিন্দা জানিয়ে দ্রুত বিচারের দাবি তুলেছে।

এই ঘটনার প্রেক্ষিতে এলাকায় নিরাপত্তা বাড়ানো হয়েছে এবং ইসলামিক নেতৃবৃন্দ, এলাকাবাসী ও মানবাধিকার পর্যবেক্ষকরা মামলার সুষ্ঠু তদন্তে প্রশাসনের প্রতি জোর দাবি জানিয়েছেন। অপহরণের পুরুপ্রেক্ষিত ও প্রেরকরা কারা—তার সন্ধানেই এখন পুলিশি অভিযান কেন্দ্রীভূত রয়েছে।

বাংলাদেশ বিভাগের অন্যান্য খবর

Search bd News

পশ্চিম যাত্রাবাড়ী, মদিনা মেডিকেল, ০৯ তালা।

সম্পাদক ও প্রকাশক
হুমায়ুন কবির সাগর

পরিচালক
মাহবুব আলম সৈকত

নিউজ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: searchbdnews@gmail.com

বিজ্ঞাপণ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: ads@searchbdnews.com

©২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত || Serach BD News

Develop by _ DigitalSolutions.Ltd
শিরোনাম চট্টগ্রামে দিন-দুপুরে প্রাইভেটকারে গরু চুরি করে চোর পালাল শিরোনাম পদ্মার চরে খড় কাটাকে কেন্দ্র করে গোলাগুলিতে দুই যুবক নিহত শিরোনাম ঝালকাঠিতে ধর্মীয় অনুভূতিতে আঘাত: অভিযুক্ত অভিজিতের পিতামাতাকে পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে শিরোনাম কমলাপুরে যাত্রা হবে স্বস্তির—উদ্বোধনের অপেক্ষায় টিটি পাড়া আন্ডারপাস শিরোনাম রাজশাহীতে ক্লিনিকের ভেতর নার্সকে ধর্ষণের অভিযোগে চিকিৎসক গ্রেপ্তার শিরোনাম ‘মা তুমি কান্না করো না, বাবা ঘুমোচ্ছে’— মেট্রো দুর্ঘটনায় স্তব্ধ এক পরিবার