ছবি সংগৃহীত
ঝালকাঠির রাজাপুরে বিএনপি নেতা নাসিম আকনের জানাজায় অংশ নিয়ে সড়ক দুর্ঘটনা রোধে সামাজিক ও সরকারি উদ্যোগের ওপর গুরুত্বারোপ করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ড. জিয়াউদ্দিন হায়দার।
রবিবার (২৬ অক্টোবর) সকাল ১০টায় রাজাপুর মডেল পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে জানাজা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন,
“প্রতিটি মানুষের জীবন অমূল্য। নাসিম আকনের মতো প্রিয় নেতার মৃত্যু যেন আর কোনো পরিবারে না আসে—এজন্য এখনই কার্যকর ও মানবিক উদ্যোগ নেওয়া জরুরি।”
তিনি বলেন, সড়ক দুর্ঘটনা রোধে সরকার ও সমাজকে একসঙ্গে এগিয়ে আসতে হবে। প্রশিক্ষিত চালক তৈরি, ট্রাফিক সিগন্যাল ব্যবস্থা নিশ্চিতকরণ, সড়ক নিরাপত্তা আইনের কঠোর প্রয়োগ এবং অবকাঠামো উন্নয়ন—সব ক্ষেত্রেই সমন্বিত পদক্ষেপ প্রয়োজন।
“প্রতিটি দুর্ঘটনা একটি পরিবারের স্বপ্ন ও ভবিষ্যৎ কেড়ে নেয়। এখনই সময় সড়ক নিরাপত্তা নিয়ে জাতীয় পর্যায়ে গণসচেতনতা গড়ে তোলার,” —যোগ করেন তিনি।
ড. জিয়াউদ্দিন হায়দার বলেন, নাসিম আকনের মতো ত্যাগী ও নিবেদিতপ্রাণ নেতার মৃত্যু বিএনপির জন্য এক অপূরণীয় ক্ষতি। ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের কঠিন সময়ে তিনি সাহসিকতা ও নিষ্ঠার এক অনন্য উদাহরণ স্থাপন করেছেন।
“নাসিম আকনের ত্যাগ ও আনুগত্যের চেতনা থেকেই আমাদের সামনে এগিয়ে যেতে হবে। গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের অধিকার প্রতিষ্ঠার লড়াইয়ে এখন ঐক্যের বিকল্প নেই।”
জানাজায় উপস্থিত ছিলেন ঝালকাঠি-১ (রাজাপুর-কাঠালিয়া) আসনের বিএনপি মনোনয়নপ্রত্যাশী রফিকুল ইসলাম জামাল ও গোলাম আজম সৈকত, ঝালকাঠি-২ (সদর-নলছিটি) আসনের মাহাবুবুল হক নান্নু, ঝালকাঠি জেলা ও দায়রা জজ আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর এডভোকেট মো. আককাস সিকদার, ঝালকাঠি প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি আল-আমিন তালুকদারসহ বিএনপির জেলা ও উপজেলা পর্যায়ের হাজারো নেতা-কর্মী ও সাধারণ মানুষ।
উল্লেখ্য, রাজাপুর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. নাসিম উদ্দিন আকন গত শনিবার (২৫ অক্টোবর) সকালে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহত হন। জানাজা শেষে তাঁর মরদেহ নিজ গ্রামের বাড়ি রাজাপুর উপজেলার চর-সাঙ্গর গ্রামে দাফন করা হয়।
পশ্চিম যাত্রাবাড়ী, মদিনা মেডিকেল, ০৯ তালা।
সম্পাদক ও প্রকাশক
হুমায়ুন কবির সাগর
পরিচালক
মাহবুব আলম সৈকত
নিউজ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: searchbdnews@gmail.com
বিজ্ঞাপণ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: ads@searchbdnews.com
©২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত || Serach BD News