ঢাকা, ২৮ অক্টোবর, ২০২৫
ডেস্ক রিপোর্ট :
Publish : 09:22 AM, 26 October 2025.
Digital Solutions Ltd

গৃহবধূকে গণধর্ষণের দায়ে চার যুবকের মৃত্যুদণ্ড, দৃষ্টান্ত স্থাপন বরিশালে

Publish : 09:22 AM, 26 October 2025.
গৃহবধূকে গণধর্ষণের দায়ে চার যুবকের মৃত্যুদণ্ড, দৃষ্টান্ত স্থাপন বরিশালে

ছবি সংগৃহীত

ডেস্ক রিপোর্ট :

বরিশালে গৃহবধূকে গণধর্ষণের মামলায় চার যুবকের মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। রোববার (২৬ অক্টোবর) দুপুরে বরিশাল নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মো. রফিকুল ইসলাম এই রায় ঘোষণা করেন।

দণ্ডপ্রাপ্ত চারজন হলেন— মো. রাসেল গাজী, মো. রোকন খান, মো. রাজিব জমাদ্দার ও মো. জাহিদ হাওলাদার। আদালত তাদের প্রত্যেককে মৃত্যুদণ্ডের পাশাপাশি এক লাখ টাকা করে জরিমানা করার আদেশ দেন।

মামলার সূত্রে জানা যায়, ২০১৬ সালের ৯ নভেম্বর বিকেলে আসামি রাসেল গাজী প্রতিবেশী এক গৃহবধূর বাড়িতে প্রবেশ করে ধর্ষণের চেষ্টা চালান। ব্যর্থ হয়ে ক্ষুব্ধ রাসেল পরদিন (১০ নভেম্বর) সন্ধ্যায় তার তিন সহযোগীকে নিয়ে ওই নারীকে অপহরণ করেন। পরে তারা অটোরিকশাযোগে বরিশাল নগরীর ৩০ গোডাউন এলাকায় নিয়ে গিয়ে গৃহবধূর হাত-পা ও মুখ বেঁধে সারা রাত পালাক্রমে গণধর্ষণ করেন।

পরদিন সকালে আসামিরা তাকে উলঙ্গ অবস্থায় ফেলে পালিয়ে যায়। স্থানীয়রা ভুক্তভোগীকে উদ্ধার করলেও কেউ কেউ তাকে অপমান ও মারধর করেন। পরে তিনি আহত অবস্থায় কোতোয়ালি মডেল থানায় মামলা দায়ের করেন।

মামলার তদন্তভার পান তৎকালীন ওসি (তদন্ত) মো. আতাউর রহমান। ২০১৭ সালের ২৩ মে তিনি চার আসামির বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করেন। দীর্ঘ সাত বছরের বিচারিক প্রক্রিয়া শেষে ১১ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণের ভিত্তিতে আদালত আসামিদের দোষী সাব্যস্ত করেন।

রায় ঘোষণার সময় তিন আসামি আদালতে উপস্থিত ছিলেন, তবে একজন— রোকন খান— এখনো পলাতক।

রায়ের পর আদালত প্রাঙ্গণে ভিকটিম ও তার পরিবার আবেগে ভেঙে পড়েন। কান্নাজড়িত কণ্ঠে তারা বলেন,

“দীর্ঘদিন পর হলেও আমরা ন্যায়বিচার পেয়েছি। এই রায় যেন অন্য অপরাধীদের জন্য দৃষ্টান্ত হয়।”

স্থানীয় আইনজীবী ও মানবাধিকার কর্মীরা এই রায়কে বরিশালে নারী ও শিশু নির্যাতনের বিরুদ্ধে কঠোর আইনি অবস্থানের এক দৃষ্টান্তমূলক পদক্ষেপ হিসেবে অভিহিত করেছেন।

বাংলাদেশ বিভাগের অন্যান্য খবর

Search bd News

পশ্চিম যাত্রাবাড়ী, মদিনা মেডিকেল, ০৯ তালা।

সম্পাদক ও প্রকাশক
হুমায়ুন কবির সাগর

পরিচালক
মাহবুব আলম সৈকত

নিউজ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: searchbdnews@gmail.com

বিজ্ঞাপণ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: ads@searchbdnews.com

©২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত || Serach BD News

Develop by _ DigitalSolutions.Ltd
শিরোনাম চট্টগ্রামে দিন-দুপুরে প্রাইভেটকারে গরু চুরি করে চোর পালাল শিরোনাম পদ্মার চরে খড় কাটাকে কেন্দ্র করে গোলাগুলিতে দুই যুবক নিহত শিরোনাম ঝালকাঠিতে ধর্মীয় অনুভূতিতে আঘাত: অভিযুক্ত অভিজিতের পিতামাতাকে পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে শিরোনাম কমলাপুরে যাত্রা হবে স্বস্তির—উদ্বোধনের অপেক্ষায় টিটি পাড়া আন্ডারপাস শিরোনাম রাজশাহীতে ক্লিনিকের ভেতর নার্সকে ধর্ষণের অভিযোগে চিকিৎসক গ্রেপ্তার শিরোনাম ‘মা তুমি কান্না করো না, বাবা ঘুমোচ্ছে’— মেট্রো দুর্ঘটনায় স্তব্ধ এক পরিবার