ছবি সংগৃহীত
রাজধানীর ফার্মগেটে মেট্রোর বিয়ারিং প্যাড খুলে পড়ে আবুল কালাম আজাদ (৩৬) নামে এক যুবক নিহত হয়েছেন। মৃতকালের সঙ্গে শেষ কথায় তিনি তার ভাবি আসমা বেগমকে জানিয়েছেন,
“অতি শীঘ্রই বাড়ি ফিরবো।”
নিহত আবুল কালাম, শরীয়তপুরের নড়িয়া উপজেলার মোক্তারের চর ইউনিয়নের ঈশ্বরকাঠী এলাকার মৃত আব্দুল জলিল চোকদারের ছেলে। তিনি চার ভাইয়ের মধ্যে ছোট এবং স্ত্রী ও দুই শিশু সন্তান নিয়ে নারায়ণগঞ্জের পাঠানতলি এলাকায় বসবাস করতেন। স্থানীয়রা জানান, তিনি ঢাকায় একটি এজেন্সিতে চাকরি করতেন এবং আয়ের একটি অংশ গ্রামের বাড়িতে পাঠাতেন।
রোববার বেলা ১২টার দিকে ব্যক্তিগত কাজে ফার্মগেটে যাওয়ার সময় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। পরে তার মরদেহ উদ্ধার করে সোহরাওয়ার্দী হাসপাতালে পাঠানো হয়।
নিহতের ভাবি আসমা আক্তার বলেন,
“সকালে আমাকে ফোন দিয়ে বলেছিল, অতি শীঘ্রই বাড়ি আসবে। কিন্তু কয়েক ঘণ্টা পর জানতে পারি, আমার দেবরের মৃত্যুর খবর। সংসারের হাল ধরেছিল, আর ফিরে আসবে না। ঘটনার সুষ্ঠু তদন্ত করে ন্যায্য বিচার চাই।”
নিহতের চাচাতো ভাই আব্দুল গণি মিয়া চোকদার বলেন,
“ছোটবেলা থেকে খুব পরিশ্রমী ছেলে ছিল। সংসারের হাল ধরেছে। তার এমন মৃত্যু মেনে নেওয়া কঠিন। সরকার যেন পরিবারের পাশে দাঁড়ায়।”
নড়িয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আব্দুল কাইয়ুম খান জানিয়েছেন,
“আমরা ইতোমধ্যেই খবর পেয়েছি। বিষয়টি দুঃখজনক। সরকারি নির্দেশনা অনুযায়ী পরিবারটিকে ক্ষতিপূরণ দেওয়া হবে।”
পরিবারের স্বজনরা ঘটনার সুষ্ঠু তদন্ত ও ন্যায্য বিচারের দাবিতে প্রতীক্ষা করছেন, যাতে নিহতের সন্তানরা নিরাপদভাবে জীবন চালিয়ে যেতে পারে।
পশ্চিম যাত্রাবাড়ী, মদিনা মেডিকেল, ০৯ তালা।
সম্পাদক ও প্রকাশক
হুমায়ুন কবির সাগর
পরিচালক
মাহবুব আলম সৈকত
নিউজ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: searchbdnews@gmail.com
বিজ্ঞাপণ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: ads@searchbdnews.com
©২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত || Serach BD News