ছবি সংগৃহীত
ঝালকাঠির রাজাপুর যেন অবিশ্বাসে স্তব্ধ। একটি হালকা ধাক্কা—একটি সামান্য দুর্ঘটনা—আর তাতেই নিভে গেলো রাজাপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নাসিম আকনের প্রাণ।
ঘটনাস্থল নলবুনিয়া বাজার মোড়, সময় শনিবার দুপুরে । মোটরসাইকেলের পেছনের অংশে সামান্য ভাঙা, আর বাসটিতে নেই কোনো আঘাতের চিহ্ন—এমন দৃশ্যই যেন প্রশ্ন জাগায়, ‘এভাবেই কি চলে যেতে হয় একজন মানুষকে?’
নাসিম আকন নিজের মোটরসাইকেলে বাড়ি ফিরছিলেন। হঠাৎ পেছন দিক থেকে একটি বাসের ধাক্কায় তিনি সড়কে ছিটকে পড়েন। কয়েক মিনিটের মধ্যেই আশপাশের মানুষ দৌড়ে আসে, কিন্তু ততক্ষণে নিথর শরীর জানিয়ে দেয়—সব শেষ।
রাজাপুরের রাজনীতিতে নাসিম আকন ছিলেন নিবেদিতপ্রাণ একজন সংগঠক। বিএনপির কর্মীদের মধ্যে তিনি ছিলেন জনপ্রিয় ও সহজ-সরল নেতা হিসেবে পরিচিত। তাঁর মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
বিএনপির স্থানীয় নেতারা বলছেন, “নাসিম ভাই শুধু একজন নেতা নন, ছিলেন রাজাপুরের মানুষের আশ্রয়স্থল। তাঁর মতো নিষ্ঠাবান কর্মীকে হারানো আমাদের জন্য অপূরণীয় ক্ষতি।”
পরিবারের সদস্যরাও এখনো বিশ্বাস করতে পারছেন না এই হঠাৎ প্রস্থান। এক আত্মীয় কান্নাভেজা কণ্ঠে বললেন, “সকালে চা খেতে খেতে বলেছিলেন ‘আজ একটু কাজে বের হচ্ছি, সন্ধ্যার পর ফিরব।’ কিন্তু ফিরলেন না, ফিরলেন চিরবিদায় নিয়ে।”
সাধারণ মানুষ বলছে, রাজাপুরের রাজনীতি এখন এক শূন্যতার মুখে। শুধু একটি দুর্ঘটনা নয়, এটি যেন ভাগ্যের এক নির্মম পরিহাস, যেখানে কোনো দায় চোখে পড়ে না তবু একজন প্রিয় মানুষ হারিয়ে যায় চিরতরে।
শেষ কথায় প্রশ্ন রেখে যায় এই মৃত্যু—
সড়ক নিরাপত্তা কি শুধু বড় দুর্ঘটনাতেই সীমাবদ্ধ,
না কি ছোট ধাক্কাও নিতে পারে বড় জীবন?
পশ্চিম যাত্রাবাড়ী, মদিনা মেডিকেল, ০৯ তালা।
সম্পাদক ও প্রকাশক
হুমায়ুন কবির সাগর
পরিচালক
মাহবুব আলম সৈকত
নিউজ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: searchbdnews@gmail.com
বিজ্ঞাপণ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: ads@searchbdnews.com
©২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত || Serach BD News