ছবি সংগৃহীত
ঝালকাঠি কালেক্টরেট স্কুলের দেয়ালে আঁকা বিতর্কিত আর্টওয়ার্কটি অবশেষে পরিবর্তন করা হয়েছে। সম্প্রতি ওই আর্টওয়ার্কটি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হলে শিক্ষার্থী, অভিভাবক এবং স্থানীয়দের মধ্যে ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়।
ফেসবুকসহ বিভিন্ন প্ল্যাটফর্মে অনেকে পোস্ট দিয়ে বিষয়টি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেন। পোস্টগুলোতে বলা হয়, স্কুলের মতো শিক্ষাপ্রতিষ্ঠানে এমন আর্টওয়ার্ক শিক্ষার্থীদের মাঝে ভুল বার্তা দিতে পারে।
বিষয়টি নজরে আসার পর দ্রুত ব্যবস্থা নেয় জেলা প্রশাসন। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নির্দেশে বিতর্কিত আর্টটি মুছে ফেলে তার স্থানে শিক্ষণীয় ও ইতিবাচক বার্তাবহ নতুন একটি আর্টওয়ার্ক আঁকা হয়েছে।
স্থানীয় সচেতন মহল ও অভিভাবকরা প্রশাসনের দ্রুত পদক্ষেপকে স্বাগত জানিয়েছেন। তারা বলেন, শিক্ষা প্রতিষ্ঠানের পরিবেশ যেন সব সময়ই শিক্ষণীয় ও নৈতিকতার প্রতীক হয়, সে বিষয়ে সবাইকে সচেতন থাকতে হবে।
পশ্চিম যাত্রাবাড়ী, মদিনা মেডিকেল, ০৯ তালা।
সম্পাদক ও প্রকাশক
হুমায়ুন কবির সাগর
পরিচালক
মাহবুব আলম সৈকত
নিউজ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: searchbdnews@gmail.com
বিজ্ঞাপণ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: ads@searchbdnews.com
©২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত || Serach BD News