ঢাকা, ২৮ অক্টোবর, ২০২৫
ডেস্ক রিপোর্ট :
Publish : 12:33 AM, 27 October 2025.
Digital Solutions Ltd

নোয়াখালীতে ক্রিকেট খেলাকে কেন্দ্র করে মাদরাসাছাত্রকে গলা কেটে হত্যা

Publish : 12:33 AM, 27 October 2025.
নোয়াখালীতে ক্রিকেট খেলাকে কেন্দ্র করে মাদরাসাছাত্রকে গলা কেটে হত্যা

ছবি সংগৃহীত

ডেস্ক রিপোর্ট :

নোয়াখালীর সোনাইমুড়ীতে এক মাদরাসাছাত্রকে হত্যা করেছে তার সহপাঠী—ঘটনাটি ক্রিকেট খেলার কথা নিয়ে কথা-কাটাকাটির জের ধরে সংঘটিত হয়েছে। নিহতের নাম নাজিম উদ্দিন (১৩), তিনি সোনাইমুড়ী উপজেলার চাষিরহাট ইউনিয়নের জাহানাবাদ গ্রামের বাসিন্দা।

সোমবার (২৭ অক্টোবর) সকালে সোনাইমুড়ী পৌরসভার ৬নং ওয়ার্ডের আল মাদরাসাতুল ইসলামিয়া মাখযানুল উলুম-এর দ্বিতীয় তলার শয়নকক্ষ থেকে নাজিম উদ্দিনের গলাকাটা মরদেহ উদ্ধার করা হয়। নিহত নাজিম হেফজের ২৬ পারা শেষ করেছিলেন।

এই ঘটনায় অভিযুক্ত সহপাঠী আবু সাইদ (১৬) কে ছুরিসহ আটক করেছে পুলিশ। জানা গেছে, আল মাদরাসাতুল ইসলামিয়ার দ্বিতীয় তলায় এক কক্ষে ১৪ জন শিক্ষার্থী থাকেন। রাত প্রায় ৩টার দিকে চিৎকার শুনে শয়নকক্ষের দায়িত্বে থাকা শিক্ষক আবু রায়হান লাইট জ্বালিয়ে দেখেন, নাজিম উদ্দিনকে সহপাঠী আবু সাইদ হত্যা করেছে। বিষয়টি মাদরাসার প্রধান মাওলানা মাসুম বিল্লাহকে জানানো হলে পুলিশ দ্রুত মরদেহ উদ্ধার করে এবং অভিযুক্তকে আটক করে।

স্থানীয় বাসিন্দা হারুন অর রশিদ জানিয়েছেন, মাদরাসাটির অনেক সুনাম রয়েছে। তবে এই মর্মান্তিক ঘটনায় তারা ব্যথিত। তিনি বলেন,

“শুনেছি ক্রিকেট খেলা নিয়ে ওই ছেলের সঙ্গে কথা-কাটাকাটি হয়েছিল। সেই ঘটনার জের ধরে ঘুমন্ত অবস্থায় তাকে হত্যা করা হয়েছে। আমরা চাই সুষ্ঠু তদন্ত ও আইনগত ব্যবস্থা নেওয়া হোক।”

ঘটনাস্থল থেকে সোনাইমুড়ী থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. মনির হোসেন জানান, আটক আবু সাইদ পুলিশের হেফাজতে রয়েছে। নিহত নাজিম উদ্দিনের মরদেহ ২৫০ শয্যাবিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

ঘটনাটি পুরো এলাকায় আতঙ্ক ও শোকের ছায়া ফেলেছে। অভিভাবকরা এবং স্থানীয়রা আশা করছেন, শিশুদের নিরাপত্তা নিশ্চিত করে এমন ঘটনা আর ঘটবে না।

বাংলাদেশ বিভাগের অন্যান্য খবর

Search bd News

পশ্চিম যাত্রাবাড়ী, মদিনা মেডিকেল, ০৯ তালা।

সম্পাদক ও প্রকাশক
হুমায়ুন কবির সাগর

পরিচালক
মাহবুব আলম সৈকত

নিউজ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: searchbdnews@gmail.com

বিজ্ঞাপণ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: ads@searchbdnews.com

©২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত || Serach BD News

Develop by _ DigitalSolutions.Ltd
শিরোনাম চট্টগ্রামে দিন-দুপুরে প্রাইভেটকারে গরু চুরি করে চোর পালাল শিরোনাম পদ্মার চরে খড় কাটাকে কেন্দ্র করে গোলাগুলিতে দুই যুবক নিহত শিরোনাম ঝালকাঠিতে ধর্মীয় অনুভূতিতে আঘাত: অভিযুক্ত অভিজিতের পিতামাতাকে পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে শিরোনাম কমলাপুরে যাত্রা হবে স্বস্তির—উদ্বোধনের অপেক্ষায় টিটি পাড়া আন্ডারপাস শিরোনাম রাজশাহীতে ক্লিনিকের ভেতর নার্সকে ধর্ষণের অভিযোগে চিকিৎসক গ্রেপ্তার শিরোনাম ‘মা তুমি কান্না করো না, বাবা ঘুমোচ্ছে’— মেট্রো দুর্ঘটনায় স্তব্ধ এক পরিবার