ঢাকা, ২৮ অক্টোবর, ২০২৫
ডেস্ক রিপোর্ট :
Publish : 12:44 AM, 27 October 2025.
Digital Solutions Ltd

সাংবাদিক নির্যাতন দিন দিন উদ্বেগজনক হারে বেড়েছে

Publish : 12:44 AM, 27 October 2025.
সাংবাদিক নির্যাতন দিন দিন  উদ্বেগজনক হারে বেড়েছে

ছবি সংগৃহীত

ডেস্ক রিপোর্ট :

সাম্প্রতিক তথ্য অনুযায়ী, চলতি বছর সাংবাদিকরা সহিংসতার শিকার হওয়ার ঘটনা গত বছরের তুলনায় প্রায় দ্বিগুন বেড়েছে। বিষয়টি জানানো হয়েছে আর্টিকেল ১৯ সাউথ এশিয়া আয়োজিত এক সংলাপে, যা রোববার (২৬ অক্টোবর) বরিশালের ব্রাক সুফিয়া কামাল লার্নিং সেন্টারে অনুষ্ঠিত হয়।

সংলাপে আর্টিকেল ১৯ সাউথ এশিয়ার প্রোগ্রাম অফিসার শায়লা রহমান ইমা জানান, ২০২৪ সালের জানুয়ারি থেকে জুন পর্যন্ত ৩৬৫ জন সাংবাদিক সহিংসতার শিকার হন। তবে ২০২৫ সালের একই সময়ে ৭১৫ জন সাংবাদিক সহিংসতার শিকার হয়েছেন। অর্থাৎ এই বছর প্রথম ছয় মাসেই ৩৫০ জন বেশি আক্রান্ত হয়েছেন।

নারী সাংবাদিকরা সংলাপে পেশার প্রতি আগ্রহ হারানোর মূল কারণ হিসেবে তুলে ধরেছেন—নিরাপত্তা ঝুঁকি, বেতন বৈষম্য এবং মফস্বলে নারী সাংবাদিকতার পরিবেশের অভাব। তারা উল্লেখ করেছেন, সাগর রুনি হত্যাকাণ্ড এবং এর পরবর্তী বিচার প্রক্রিয়া স্পষ্টভাবে দেখিয়েছে যে দেশে সাংবাদিকতা কতটা বিপজ্জনক। পাশাপাশি, পেশার সঙ্গে যুক্ত হয়ে নানা বাধার সম্মুখীন হচ্ছেন তারা।

সংলাপে আরও বক্তব্য দেন আর্টিকেল ১৯ সাউথ এশিয়ার হেড অব ফাইন্যান্স অ্যান্ড অ্যাডমিন মো. রুবায়েত হোসেন এবং হেড অব প্রোগ্রাম শাহ নেওয়াজ পাটোয়ারী, যারা সাংবাদিকদের নিরাপত্তা এবং পেশাগত সহায়তা বাড়ানোর জন্য পদক্ষেপের গুরুত্ব তুলে ধরেন।

বিশ্লেষকদের মতে, দেশের গণমাধ্যমের পরিবেশে এই ধরনের সহিংসতা সাংবাদিকদের কার্যক্রমে নেতিবাচক প্রভাব ফেলে এবং স্বাধীন সাংবাদিকতার উপর সংকট তৈরি করে। সংলাপে উপস্থিতরা সরকার ও সংশ্লিষ্ট সংস্থাকে সাংবাদিকদের সুরক্ষা নিশ্চিত করার জন্য কার্যকর ব্যবস্থা গ্রহণের আহ্বান জানিয়েছেন।

বাংলাদেশ বিভাগের অন্যান্য খবর

Search bd News

পশ্চিম যাত্রাবাড়ী, মদিনা মেডিকেল, ০৯ তালা।

সম্পাদক ও প্রকাশক
হুমায়ুন কবির সাগর

পরিচালক
মাহবুব আলম সৈকত

নিউজ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: searchbdnews@gmail.com

বিজ্ঞাপণ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: ads@searchbdnews.com

©২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত || Serach BD News

Develop by _ DigitalSolutions.Ltd
শিরোনাম চট্টগ্রামে দিন-দুপুরে প্রাইভেটকারে গরু চুরি করে চোর পালাল শিরোনাম পদ্মার চরে খড় কাটাকে কেন্দ্র করে গোলাগুলিতে দুই যুবক নিহত শিরোনাম ঝালকাঠিতে ধর্মীয় অনুভূতিতে আঘাত: অভিযুক্ত অভিজিতের পিতামাতাকে পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে শিরোনাম কমলাপুরে যাত্রা হবে স্বস্তির—উদ্বোধনের অপেক্ষায় টিটি পাড়া আন্ডারপাস শিরোনাম রাজশাহীতে ক্লিনিকের ভেতর নার্সকে ধর্ষণের অভিযোগে চিকিৎসক গ্রেপ্তার শিরোনাম ‘মা তুমি কান্না করো না, বাবা ঘুমোচ্ছে’— মেট্রো দুর্ঘটনায় স্তব্ধ এক পরিবার