ছবি সংগৃহীত
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকেন্দ্রিক যাত্রাবাড়ী থানার সাজেদুর রহমান ওমর হত্যা মামলায় সাবেক নৌপরিবহনমন্ত্রী এবং আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য শাজাহান খানের দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
সোমবার (২৩ জুন) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাহবুব আলম পাঁচ দিনের রিমান্ড আবেদনের শুনানি শেষে এই আদেশ দেন। একই মামলায় আনিসুল হক ও সালমান এফ রহমানের বিরুদ্ধেও দুই দিনের রিমান্ড মঞ্জুর করা হয়েছে।
রিমান্ড শুনানির সময় আদালতে নিজেই মুখ খুলে ক্ষোভ প্রকাশ করেন শাজাহান খান। তিনি বলেন,
“ভূতুড়ে মামলায় বারবার আমাদের রিমান্ডে নিচ্ছেন কেন?”
এই বক্তব্য তিনি আদালতে উপস্থিত ঢাকা মহানগর পাবলিক প্রসিকিউটর (পিপি) ওমর ফারুক ফারুকীকে উদ্দেশ করে দেন।
জবাবে পিপি ফারুকী বলেন,
“বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় এরা গণভবনে বসে নীতিনির্ধারণী বৈঠক করেছেন। তারা মিডিয়ায় স্বীকার করেছেন আন্দোলন দমন করা হবে। এই কারণে তদন্তে তাদের জিজ্ঞাসাবাদ প্রয়োজন।”
তিনি আরও জানান, ভুক্তভোগীদের পরিবারের পক্ষ থেকেই মামলা করা হয়েছে, রাষ্ট্রপক্ষ থেকে নয়।
শুনানি শেষে রিমান্ড মঞ্জুর হলে শাজাহান খান হাজতখানায় যাওয়ার পথে সাংবাদিকদের উদ্দেশে হাসিমুখে বলেন,
“তোমরা কেমন আছ? এক হাতে তালি বাজে না। ওই সময় মব সৃষ্টি করে মানুষ হত্যা করল, সেই বিচার কি হবে না?”
এরপর তাকে পুলিশ প্রহরায় নিচে নিয়ে যাওয়া হয়।
গত ২১ জুলাই যাত্রাবাড়ীর কাজলা ফুটওভার ব্রিজের নিচে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে অংশ নিয়েছিলেন সাজেদুর রহমান ওমর। সেদিন বিকেলে আন্দোলন চলাকালে সংঘর্ষে আহত হন তিনি। পরবর্তীতে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ২৪ আগস্ট তিনি মারা যান। এই ঘটনার পর গত ৩ জানুয়ারি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৮১ জনকে আসামি করে মামলা দায়ের করা হয়।
এই মামলাকে ঘিরে রাজনৈতিক উত্তেজনা ও বিতর্ক যেমন বাড়ছে, তেমনি আদালতের দিকেও নজর রয়েছে—যেখানে নিরপেক্ষ তদন্ত ও বিচার নিশ্চিতের দাবি উঠেছে বিভিন্ন মহল থেকে।
পশ্চিম যাত্রাবাড়ী, মদিনা মেডিকেল, ০৯ তালা।
সম্পাদক ও প্রকাশক
হুমায়ুন কবির সাগর
পরিচালক
মাহবুব আলম সৈকত
নিউজ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: searchbdnews@gmail.com
বিজ্ঞাপণ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: ads@searchbdnews.com
©২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত || Serach BD News