ছবি সংগৃহীত
জুলাই-আগস্ট গণআন্দোলনের সময় রামপুরায় নির্মাণাধীন ভবনের কার্নিশে ঝুলে থাকা তরুণ আমির হোসেনকে লক্ষ্য করে গুলি চালানো এবং একই দিনে দুজনকে হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের অভিযোগে ঢাকার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এ পাঁচ পুলিশের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করা হয়েছে।
বৃহস্পতিবার (৭ আগস্ট) ট্রাইব্যুনালে প্রসিকিউশনের পক্ষে অভিযোগপত্র দাখিল করেন প্রসিকিউটর ফারুক আহাম্মদ। সহায়তায় ছিলেন প্রসিকিউটর সাইমুম রেজা তালুকদার।
অভিযুক্তরা হলেন:
সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমান
খিলগাঁও জোনের সাবেক এডিসি মো. রাশেদুল ইসলাম
রামপুরা থানার সাবেক ওসি মো. মশিউর রহমান
রামপুরা ফাঁড়ির সাবেক এএসআই চঞ্চল চন্দ্র সরকার
রামপুরা থানার সাবেক এসআই তারিকুল ইসলাম ভূঁইয়া
গত ৩১ জুলাই চিফ প্রসিকিউটরের কার্যালয়ে তদন্ত প্রতিবেদন জমা দেয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা। আদালতের নির্দেশে দুই মাসের মধ্যেই তদন্ত শেষ করে প্রতিবেদন দাখিল করা হয়।
২০২৪ সালের ১৯ জুলাই, ছাত্র-জনতার তীব্র আন্দোলনের সময় ঢাকায় আসা তরুণ আমির হোসেন হোটেল থেকে ফিরছিলেন বনশ্রীর ফুফুর বাসায়। কিন্তু বনশ্রী-মেরাদিয়া সড়কে পুলিশ ও বিজিবির অবস্থান দেখে আতঙ্কে একটি নির্মাণাধীন ভবনের চারতলায় উঠে যান তিনি।
জীবন বাঁচাতে ছাদের কার্নিশের রড ধরে ঝুলে ছিলেন আমির। এসময় পেছন পেছন ভবনে উঠে যায় পুলিশও। কার্নিশে ঝুলে থাকা অবস্থায় সাবেক এএসআই চঞ্চল চন্দ্র সরকার তার ওপর ছয়টি গুলি ছোড়েন। গুলিতে আহত হয়ে তিনতলায় পড়ে যান আমির। আশপাশের মানুষের সহায়তায় তাকে উদ্ধার করে বনশ্রীর একটি হাসপাতালে নেওয়া হয়, পরে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
দীর্ঘ চিকিৎসা শেষে কিছুটা সুস্থ হয়ে বাড়ি ফিরলেও আজও সেই বিভীষিকাময় দিনের কথা মনে করলেই শিউরে ওঠেন আমির।
ঘটনার ছয় মাস পর, চলতি বছরের ২৬ জানুয়ারি রাতে খাগড়াছড়ির দীঘিনালা থেকে অভিযুক্ত এএসআই চঞ্চল সরকার-কে গ্রেপ্তার করে ঢাকা মহানগর পুলিশের একটি দল। তার নেতৃত্বে ছিলেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর তানভীর হাসান জোহা।
পরবর্তীতে ডিএমপির মতিঝিল বিভাগের সাবেক এডিসি রাশেদসহ মোট পাঁচজনের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের আওতায় তদন্ত করা হয়। ওই সময় দুজনের প্রাণহানির ঘটনাও অভিযোগে অন্তর্ভুক্ত করা হয়েছে।
প্রসিকিউশন সূত্র বলছে, তাদের বিরুদ্ধে ‘জুলুম, পরিকল্পিত হত্যাচেষ্টা, রাষ্ট্রীয় ক্ষমতার অপব্যবহার’সহ মানবতাবিরোধী অপরাধের একাধিক ধারা প্রয়োগ করা হয়েছে।
ট্রাইব্যুনাল আগামী সপ্তাহে অভিযোগ গঠনের শুনানির দিন ধার্য করতে পারে বলে জানানো হয়েছে। এ মামলার মাধ্যমে আন্দোলনকালীন রাষ্ট্রীয় নিপীড়নের একটি গুরুত্বপূর্ণ অধ্যায় আদালতের কাঠগড়ায় উঠে এলো।
পশ্চিম যাত্রাবাড়ী, মদিনা মেডিকেল, ০৯ তালা।
সম্পাদক ও প্রকাশক
হুমায়ুন কবির সাগর
পরিচালক
মাহবুব আলম সৈকত
নিউজ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: searchbdnews@gmail.com
বিজ্ঞাপণ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: ads@searchbdnews.com
©২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত || Serach BD News