ঢাকা, ২৪ আগস্ট, ২০২৫
ডেস্ক রিপোর্টার :
Publish : 06:02 AM, 19 July 2025.
Digital Solutions Ltd

আদালতে খায়রুল বাশারকে, কিল-ঘুষি ও লাথি, ডিম নিক্ষেপ

Publish : 06:02 AM, 19 July 2025.
আদালতে  খায়রুল বাশারকে, কিল-ঘুষি ও লাথি, ডিম নিক্ষেপ

ছবি সংগৃহীত

ডেস্ক রিপোর্টার :

বিএসবি গ্লোবাল নেটওয়ার্কের চেয়ারম্যান খায়রুল বাশারকে ১০ দিনের রিমান্ডে পাঠিয়েছেন আদালত। গুলশান থানার মানি লন্ডারিং মামলায় মঙ্গলবার (১৫ জুলাই) দুপুরে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হলে ক্ষুব্ধ ভুক্তভোগীদের রোষানলে পড়েন তিনি। শিক্ষার্থীদের টাকা আত্মসাৎ করে বিদেশ পাঠানোর নামে প্রতারণার অভিযোগে বাশারকে মারধর ও ডিম নিক্ষেপ করেন অভিভাবক ও শিক্ষার্থীরা।

রিমান্ড শুনানির সময় আদালত চত্বর পরিণত হয় উত্তপ্ত বিক্ষোভস্থলে। বাশারের বিরুদ্ধে আগে থেকেই উপস্থিত ছিলেন শতাধিক ভুক্তভোগী। আদালতে তোলা হলে তার হাতে ছিল হাতকড়া, গায়ে বুলেটপ্রুফ জ্যাকেট, মাথায় হেলমেট। এতেও তাকে রক্ষা করা যায়নি বিক্ষুব্ধ অভিভাবকদের ক্ষোভ থেকে। আদালতের গেট, সিঁড়ি ও এজলাসে উঠার পথে তাকে লক্ষ্য করে ছোড়া হয় ডিম, কিল-ঘুষি ও লাথি।

রিমান্ড শুনানির সময় রাষ্ট্রপক্ষ এবং বাদীপক্ষ দু’জনেই ১০ দিনের সর্বোচ্চ রিমান্ডের দাবি জানায়। বাদীপক্ষের আইনজীবী বলেন, “খায়রুল বাশার বর্তমান সময়ের নমরুদ। প্রায় দুই হাজার শিক্ষার্থীর ভবিষ্যৎ ধ্বংস করে কোটি কোটি টাকা আত্মসাৎ করেছেন। যারা টাকা চাইতে যেত, তাদের নির্যাতনের শিকার হতে হতো।” রাষ্ট্রপক্ষ আরও দাবি করে, তার বিরুদ্ধে চার হাজার কোটি টাকারও বেশি আত্মসাতের তথ্য পাওয়া গেছে।

আদালতে বিচারক মো. ছানাউল্যাহ খায়রুল বাশারকে সরাসরি প্রশ্ন করেন, “এই প্রতারণার কাজ কেন করলেন? টাকা ফেরত না দিয়ে শিক্ষার্থীদের জীবন হুমকিতে ফেললেন কেন?” কিন্তু বাশার সব প্রশ্নেই নীরব থাকেন। কেবল বলেন, তার বিরুদ্ধে আনুমানিক ৭০টি মামলা রয়েছে এবং তিনি দুইবার বিবাহিত, ছয় সন্তানের জনক।

বাশারের আইনজীবী জামিন আবেদন করতে চাইলে আদালতে উপস্থিত ভুক্তভোগীরা তীব্র প্রতিবাদ জানান। একপর্যায়ে আইনজীবী শুনানি থেকে নিজেই সরে দাঁড়ান।

শেষ পর্যন্ত আদালত ১০ দিনের রিমান্ড মঞ্জুর করেন। এর আগে সোমবার ধানমন্ডি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে সিআইডি।

মামলার অভিযোগে বলা হয়েছে, খায়রুল বাশার, তার স্ত্রী খন্দকার সেলিমা রওশন এবং ছেলে আরশ ইবনে বাশার উচ্চশিক্ষার লোভ দেখিয়ে ১৪১ শিক্ষার্থীর কাছ থেকে ১৮ কোটি ২৯ লাখ ৫৭ হাজার টাকা আত্মসাৎ করেছেন। এ ছাড়া ক্যামব্রিয়ান স্কুল-কলেজের মালিকানা ব্যবহার করে আরও অনেক শিক্ষার্থীর জীবন অনিশ্চয়তার মুখে ঠেলে দেন তারা।

এই মামলার তদন্তে সিআইডির পাশাপাশি দুদকও সক্রিয় রয়েছে। তদন্তে তার নামে আরও একাধিক প্রতিষ্ঠান ও ভুয়া লেনদেনের তথ্যও উঠে এসেছে বলে জানা গেছে।

 

আইন-আদালত বিভাগের অন্যান্য খবর

Search bd News

পশ্চিম যাত্রাবাড়ী, মদিনা মেডিকেল, ০৯ তালা।

সম্পাদক ও প্রকাশক
হুমায়ুন কবির সাগর

পরিচালক
মাহবুব আলম সৈকত

নিউজ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: searchbdnews@gmail.com

বিজ্ঞাপণ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: ads@searchbdnews.com

©২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত || Serach BD News

Develop by _ DigitalSolutions.Ltd
শিরোনাম ঝালকাঠিতে মৎস্য সপ্তাহ উপলক্ষে নৌকা বাইচ প্রতিযোগিতায়: প্রথম স্থান সোবাহান মাঝির নৌকা শিরোনাম “ইসিতে হাতাহাতি: ‘পাঞ্জাবি পরা একজন আমাকে প্রথমে ধাক্কা দিয়েছে’ — রুমিন ফারহানা” শিরোনাম সংসদীয় সীমানা পুনর্নির্ধারণ: পেশাদারিত্বের সঙ্গে কাজ করার চেষ্টা করেছি, বললেন সিইসি শিরোনাম গুম-খুন মামলায় হাসিনাসহ ১১ জনের প্রতিবেদন জমার সময় বাড়ল দুই মাস শিরোনাম লাশ দাফন করার ১৫ দিন পর জীবিত ফিরে এলেন রবিউল শিরোনাম বাউফলে ডাকাতি শেষে গণপিটুনিতে নিহত ১